ETV Bharat / state

আমার দেহের উপর দিয়ে নাগরিক আইন করতে হবে, হুঙ্কার মমতার

নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জোড়াসাঁকোতে মিছিল শেষের পর মঞ্চে বক্তব্য রাখতে ওঠেন মমতা ৷ বলেন, "এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষত্বের লড়াই ৷ NRC, নাগরিকত্ব সংশোধনী আইন বন্ধ না করা পর্যন্ত আমাদের এই লড়াই চলবে ৷ সারা দেশের সঙ্গে থাকব ৷"

মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : Dec 16, 2019, 4:07 PM IST

Updated : Dec 16, 2019, 6:55 PM IST

কলকাতা, 16 ডিসেম্বর : NRC, CAA-র বিরুদ্ধে মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিলেন এর শেষ দেখেই ছাড়বেন ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে তা করতে হবে ৷ কিন্তু, তিনি তাঁর লড়াই থামাবেন না ৷

তৃণমূলের দাবি, আজকের মিছিলে স্বতস্ফূর্ত ভাবে পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ চোখে পড়েছে শুধু জনজোয়ার ৷ NRC, CAA-র বিরুদ্ধে স্লোগান, প্ল্যাকার্ড নিয়ে মমতার সঙ্গে পায়ে পা মিলিয়েছেন দলীয় কর্মীরা ৷ তবে, এই লড়াই শান্তিপূর্ণভাবে করতে হবে ৷ পুরো দেশের সঙ্গে সাফল্য, শান্তির সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি ৷ চারিদিকে আগুন না জ্বালানোর অনুরোধ করেন ৷ এসবের কারণে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে ৷ বেশিরভাগ ট্রেন বন্ধ করে দিয়েছে ভারত সরকার ৷ মমতার স্পষ্ট বার্তা, আন্দোলন করুন, প্রতিবাদ চলুক, কিন্তু, সব কিছুই হবে শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পথে ।

এ রাজ্যে কোনও মতেই NRC, CAA হবে না ৷ বারবার কথার মধ্যে দিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন তিনি ৷ শুধু বাংলায় নয়, দিল্লি, বিহারের সরকারও তাঁদের রাজ্যে এই আইনের বিরোধিতা করছেন ৷ রাজ্যের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর প্রস্তাব এসেছিল ৷ তবে তা খারিজ করে দিয়ে তিনি জানিয়ে দেন, "এ রাজ্যে আমার পুলিশ যথেষ্ট ৷ বাংলার মানুষ সব সামলে নেবে ৷"

রাজ্যে BJP-র প্রিয় নেতাদের টাকা দিয়ে ট্রেন জ্বালানোর আদেশ দেওয়া হয়েছিল ৷ রাজ্যের মুসলিমদের বদনাম করার জন্যই এসব করা হচ্ছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সঙ্গে BJP-র সরকার থাকার পরও অসম, ত্রিপুরাতে আন্দোলন কেন প্রশ্ন তোলেন তিনি ৷ BJP-কে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমিও একটা দল তৈরি করেছি ৷ আমিও একটা দলের চেয়ারম্যান ৷ আমরা NRC মানব না ৷ কী করবেন আপনারা ? আমাদের সরকার ফেলে দেবেন ? ফেলে দিন ৷ আমাকেও ফেলে দিন ৷ কিন্তু আমরা সম্মান নষ্ট হতে দেব না ৷"

শুধু NRC বা CAA নয় ৷ দেশের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ মোদিকে আক্রমণ করে বলেন, "দেশের বাজারে আগুন লাগিয়েছেন ৷ দেশকে ভেঙে টুকরো করে দিয়েছেন ৷ কোনও বিপদ এলেই আমরা দেশদ্রোহী হয়ে যায় ৷ ওঁরা দেশের জন্য কোনও কাজ করেন না ৷ আর এসব বিপদগুলোকে লুকোনোর জন্য কখনও CAA নিয়ে খেলছেন, কখনও NRC নিয়ে খেলছেন, কখনও পুলওয়ামা নিয়ে খেলছেন ৷ আর মনে করেন, এভাবে দেশ চালাবেন ৷ দেশ চলবে না দেখে নেবেন ৷ আমরা তো তৈরি আছি কথা বলার জন্য ৷" দেশ থেকে সবাইকে তাড়িয়ে দিয়ে একা ফেট্টিওয়ালা দেশে থাকবেন, BJP করবেন, তোপ মমতার ।

CAA-কে বেআইনি, অসাংবিধানিক বলেন তৃণমূল নেত্রী ৷ জানিয়ে দেন, আমরা আইন জানি আর মানিও ৷ দু-চারটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিল পাশ করে দিলেন, আইন তৈরি করে দিলেন ৷ এভাবে আইন বানানো যায় না ৷ জামিয়া মালিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরোধিতা করে বলেন, "যা হয়েছে, তা একদম ঠিক হয়নি ৷ আমার কাছে ভিডিয়োও আছে ৷ কে কীভাবে আগুন জ্বালিয়েছে সব আমার জানা ৷"

বাংলাকে দখল করতে BJP-র পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়ে দেন ৷ বলেন, "আমাকে জিজ্ঞাসা করলেও আমি দিতে পারব না আমার বাবা মায়ের জন্মের নথি পত্র ৷ স্বাধীনতার 72 বছর পর ওরা ঠিক করবে কে ভারতের নাগরিক, আর কে নাগরিক নয় ৷ BJP-র দয়ায় আমরা এখানে থাকি না ৷ বাংলাকে দখল করতে ওদের এটা পরিকল্পনা ৷ আমরা ভেস্তে দেব ৷ কিছু হতে দেব না ৷ গণ আন্দোলন করুন ৷ মিছিল করুন ৷ সই সংগ্রহ করুন ৷ দরকার পড়লে সবাই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান ৷ লাখ-লাখ, কোটি-কোটি চিঠি পাঠান ৷ নিজেদের অধিকারের কথা বলুন ৷ "

এ বছরের লোকসভা ভোটে এগিয়ে থাকলেও রাজ্যে BJP-র ফল নাড়িয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমোকে ৷ সামনেই 21-র বিধানসভা নির্বাচন ৷ তাই ঘুরে দাঁড়াতে নাগরিক সংশোধনী আইনকে হাতিয়ার বানিয়ে পথে নামলেন মমতা ৷ শুধু এটাই প্রথম নয় ৷ এর আগেও ঘুরে দাঁড়াতে, বা বলা যেতে পারে পায়ের তলার মাটি শক্ত করতে এর আগেও পথে নেমেছিলেন মমতা ৷ সিঙ্গুর আন্দোলনের সময় বা রাজীব কুমারকে গ্রেপ্তারের সময় পথে নেমে আন্দোলন করতে দেখা গেছে তাঁকে ৷ আর প্রতিবারই জয় নিয়ে এসেছেন তিনি ৷ তবে কি 21-র বিধানসভা নির্বাচনেও নিজের জয় নিশ্চিত করতে এই পদক্ষেপ তাঁর ? লড়াই, আন্দোলনে যদি স্বচ্ছতা থাকে, সততা থাকে, তাহলে জয় হবেই বলে আশ্বাস দেন মমতা ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ আগুন জ্বলছে রাজ্যেও ৷ 6টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ এই পরিস্থিতি থেকে রাজ্যকে বার করতেই শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক মমতার ৷ আজ ময়দানের কাছে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি ৷ গান্ধি মূর্তি হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে গিয়ে শেষ করেন মিছিল ৷ তারপরই সকলের উদ্দেশে জানিয়ে দেন, এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষত্বের লড়াই ৷ NRC, নাগরিকত্ব সংশোধনী আইন বন্ধ না করা পর্যন্ত তাঁদের এই লড়াই চলবে ৷ সারা দেশের সঙ্গে থাকবেন তিনি ৷

বক্তৃতা শেষের আগে আগামীকালের মিছিলের জন্য সকলকে যাদবপুরের 8বি বাসস্ট্যান্ডে জমায়তে হওয়ার আহ্বান জানান তিনি ৷ বেলা 1টায় এই মিছিল হবে ৷ সঙ্গে বুধবার হাওড়া ময়দানেও মিছিল হওয়ার কথা বলেন তিনি ৷

কলকাতা, 16 ডিসেম্বর : NRC, CAA-র বিরুদ্ধে মোদিকে সরাসরি হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জানিয়ে দিলেন এর শেষ দেখেই ছাড়বেন ৷ NRC, CAA বন্ধ না করা পর্যন্ত এই লড়াই চলছে, চলবেও ৷ এমন আইন করতে হলে তাঁর দেহের উপর দিয়ে তা করতে হবে ৷ কিন্তু, তিনি তাঁর লড়াই থামাবেন না ৷

তৃণমূলের দাবি, আজকের মিছিলে স্বতস্ফূর্ত ভাবে পা মিলিয়েছিলেন হাজার হাজার মানুষ ৷ চোখে পড়েছে শুধু জনজোয়ার ৷ NRC, CAA-র বিরুদ্ধে স্লোগান, প্ল্যাকার্ড নিয়ে মমতার সঙ্গে পায়ে পা মিলিয়েছেন দলীয় কর্মীরা ৷ তবে, এই লড়াই শান্তিপূর্ণভাবে করতে হবে ৷ পুরো দেশের সঙ্গে সাফল্য, শান্তির সঙ্গে কাজ করার বার্তা দেন তিনি ৷ চারিদিকে আগুন না জ্বালানোর অনুরোধ করেন ৷ এসবের কারণে সাধারণ মানুষকে অসুবিধায় পড়তে হচ্ছে ৷ বেশিরভাগ ট্রেন বন্ধ করে দিয়েছে ভারত সরকার ৷ মমতার স্পষ্ট বার্তা, আন্দোলন করুন, প্রতিবাদ চলুক, কিন্তু, সব কিছুই হবে শান্তিপূর্ণ ভাবে, গণতান্ত্রিক পথে ।

এ রাজ্যে কোনও মতেই NRC, CAA হবে না ৷ বারবার কথার মধ্যে দিয়ে সকলকে বুঝিয়ে দিয়েছেন তিনি ৷ শুধু বাংলায় নয়, দিল্লি, বিহারের সরকারও তাঁদের রাজ্যে এই আইনের বিরোধিতা করছেন ৷ রাজ্যের পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর প্রস্তাব এসেছিল ৷ তবে তা খারিজ করে দিয়ে তিনি জানিয়ে দেন, "এ রাজ্যে আমার পুলিশ যথেষ্ট ৷ বাংলার মানুষ সব সামলে নেবে ৷"

রাজ্যে BJP-র প্রিয় নেতাদের টাকা দিয়ে ট্রেন জ্বালানোর আদেশ দেওয়া হয়েছিল ৷ রাজ্যের মুসলিমদের বদনাম করার জন্যই এসব করা হচ্ছে বলেও অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ সঙ্গে BJP-র সরকার থাকার পরও অসম, ত্রিপুরাতে আন্দোলন কেন প্রশ্ন তোলেন তিনি ৷ BJP-কে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন, "আমিও একটা দল তৈরি করেছি ৷ আমিও একটা দলের চেয়ারম্যান ৷ আমরা NRC মানব না ৷ কী করবেন আপনারা ? আমাদের সরকার ফেলে দেবেন ? ফেলে দিন ৷ আমাকেও ফেলে দিন ৷ কিন্তু আমরা সম্মান নষ্ট হতে দেব না ৷"

শুধু NRC বা CAA নয় ৷ দেশের আর্থিক অবস্থা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী ৷ মোদিকে আক্রমণ করে বলেন, "দেশের বাজারে আগুন লাগিয়েছেন ৷ দেশকে ভেঙে টুকরো করে দিয়েছেন ৷ কোনও বিপদ এলেই আমরা দেশদ্রোহী হয়ে যায় ৷ ওঁরা দেশের জন্য কোনও কাজ করেন না ৷ আর এসব বিপদগুলোকে লুকোনোর জন্য কখনও CAA নিয়ে খেলছেন, কখনও NRC নিয়ে খেলছেন, কখনও পুলওয়ামা নিয়ে খেলছেন ৷ আর মনে করেন, এভাবে দেশ চালাবেন ৷ দেশ চলবে না দেখে নেবেন ৷ আমরা তো তৈরি আছি কথা বলার জন্য ৷" দেশ থেকে সবাইকে তাড়িয়ে দিয়ে একা ফেট্টিওয়ালা দেশে থাকবেন, BJP করবেন, তোপ মমতার ।

CAA-কে বেআইনি, অসাংবিধানিক বলেন তৃণমূল নেত্রী ৷ জানিয়ে দেন, আমরা আইন জানি আর মানিও ৷ দু-চারটে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিল পাশ করে দিলেন, আইন তৈরি করে দিলেন ৷ এভাবে আইন বানানো যায় না ৷ জামিয়া মালিয়া বিশ্ববিদ্যালয়ের ঘটনার বিরোধিতা করে বলেন, "যা হয়েছে, তা একদম ঠিক হয়নি ৷ আমার কাছে ভিডিয়োও আছে ৷ কে কীভাবে আগুন জ্বালিয়েছে সব আমার জানা ৷"

বাংলাকে দখল করতে BJP-র পরিকল্পনা ভেস্তে দেওয়ার জন্য তিনি প্রস্তুত বলেও জানিয়ে দেন ৷ বলেন, "আমাকে জিজ্ঞাসা করলেও আমি দিতে পারব না আমার বাবা মায়ের জন্মের নথি পত্র ৷ স্বাধীনতার 72 বছর পর ওরা ঠিক করবে কে ভারতের নাগরিক, আর কে নাগরিক নয় ৷ BJP-র দয়ায় আমরা এখানে থাকি না ৷ বাংলাকে দখল করতে ওদের এটা পরিকল্পনা ৷ আমরা ভেস্তে দেব ৷ কিছু হতে দেব না ৷ গণ আন্দোলন করুন ৷ মিছিল করুন ৷ সই সংগ্রহ করুন ৷ দরকার পড়লে সবাই রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান ৷ লাখ-লাখ, কোটি-কোটি চিঠি পাঠান ৷ নিজেদের অধিকারের কথা বলুন ৷ "

এ বছরের লোকসভা ভোটে এগিয়ে থাকলেও রাজ্যে BJP-র ফল নাড়িয়ে দিয়েছে তৃণমূল সুপ্রিমোকে ৷ সামনেই 21-র বিধানসভা নির্বাচন ৷ তাই ঘুরে দাঁড়াতে নাগরিক সংশোধনী আইনকে হাতিয়ার বানিয়ে পথে নামলেন মমতা ৷ শুধু এটাই প্রথম নয় ৷ এর আগেও ঘুরে দাঁড়াতে, বা বলা যেতে পারে পায়ের তলার মাটি শক্ত করতে এর আগেও পথে নেমেছিলেন মমতা ৷ সিঙ্গুর আন্দোলনের সময় বা রাজীব কুমারকে গ্রেপ্তারের সময় পথে নেমে আন্দোলন করতে দেখা গেছে তাঁকে ৷ আর প্রতিবারই জয় নিয়ে এসেছেন তিনি ৷ তবে কি 21-র বিধানসভা নির্বাচনেও নিজের জয় নিশ্চিত করতে এই পদক্ষেপ তাঁর ? লড়াই, আন্দোলনে যদি স্বচ্ছতা থাকে, সততা থাকে, তাহলে জয় হবেই বলে আশ্বাস দেন মমতা ৷

নাগরিকত্ব সংশোধনী আইন ও NRC-র বিরুদ্ধে প্রতিবাদ চলছে দেশজুড়ে ৷ আগুন জ্বলছে রাজ্যেও ৷ 6টি জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা ৷ এই পরিস্থিতি থেকে রাজ্যকে বার করতেই শান্তিপূর্ণভাবে আন্দোলনের ডাক মমতার ৷ আজ ময়দানের কাছে বি আর আম্বেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ মিছিল শুরু করেন তিনি ৷ গান্ধি মূর্তি হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে গিয়ে শেষ করেন মিছিল ৷ তারপরই সকলের উদ্দেশে জানিয়ে দেন, এই লড়াই মানুষের লড়াই ৷ মনুষত্বের লড়াই ৷ NRC, নাগরিকত্ব সংশোধনী আইন বন্ধ না করা পর্যন্ত তাঁদের এই লড়াই চলবে ৷ সারা দেশের সঙ্গে থাকবেন তিনি ৷

বক্তৃতা শেষের আগে আগামীকালের মিছিলের জন্য সকলকে যাদবপুরের 8বি বাসস্ট্যান্ডে জমায়তে হওয়ার আহ্বান জানান তিনি ৷ বেলা 1টায় এই মিছিল হবে ৷ সঙ্গে বুধবার হাওড়া ময়দানেও মিছিল হওয়ার কথা বলেন তিনি ৷

Intro:কলকাতা, ১৬ ডিসেম্বর : শহরে CAA বিরোধী বৃহত্তর মিছিল করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । ময়দানের কাছে সংবিধান প্রণেতা আম্মেদকরের মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে প্রতিবাদ মিছিল শুরু করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এরপর গান্ধীমূর্তি হয়ে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে গিয়ে শেষ করবেন মিছিল । মিছিলকে সামনে রেখে কার্যত প্রতিবাদের ঝড় তুলেছেন মমতা।


Body:CAA বাতিল করার দাবি তুলে বার বারই সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিষয়টিকে নিয়ে মোদি - শাহর সঙ্গে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন তিনি । মমতার ঘোষিত ৩ দিনের আন্দোলনের আজ প্রথম দিনে তাঁর সঙ্গে পথে নামলেন তৃণমূল কংগ্রেসের সমস্ত শীর্ষ নেতারা। দীর্ঘ পথ পে মেলাচ্ছেন দলের হাজার হাজার কর্মী- সমর্থক। স্বভাব সিদ্ধ ভঙ্গিতে মিছিলের অগ্রভাগ থেকে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল সুপ্রিমো। মিছিলের শুরুতেই দলের কর্মী - সমর্থকদের উদ্দেশ্যে মমতা জানিয়েছেন একদম শান্তিপূর্ণ ভাবে মিছিল করতে হবে। সেইমতো মিছিলে নেই জোরালো স্লোগান। পত পত করে দলীয় পতাকা উড়িয়ে দলনেত্রীর পেছনে হাঁটছেন দলের সর্বস্তরের কর্মী - সমর্থকেরা।


Conclusion:
Last Updated : Dec 16, 2019, 6:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.