কলকাতা, 23 সেপ্টেম্বর : কলকাতা হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলেন রাজীব কুমার ৷ আগামীকাল শহিদুল্লাহ মুন্সি ও শুভাশিস দাশগুপ্তর বেঞ্চে শুনানি হতে পারে বলে সূত্রের খবর ৷
13 সেপ্টেম্বর রাজীবের আবেদন খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট ৷ ফলে তাঁর গ্রেপ্তারির উপর থেকে উঠে যায় সুরক্ষাকবচ ৷ এরপর 17 সেপ্টেম্বর বারাসতের বিশেষ আদালতে আগাম জামিনের আবেদন জানান রাজীব ৷ কিন্তু, তাদের এক্তিয়ারে নেই বলে সেই আবেদন গ্রহণ করেনি আদালত ৷ এরপর বারাসত জেলা আদালতে রাজীব আগাম জামিনের আবেদন জানালেও সেটি সঠিক ফোরাম নয় বলে জানান বিচারক শব্বর রশিদি ৷ ইতিমধ্যে বৃহস্পতিবার আলিপুর আদালত জানায়, চাইলেই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে পারে CBI ৷ শনিবার ফের ধাক্কা খান রাজীব ৷ সেদিন তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় আলিপুর জেলা আদালত ৷ তখনই আইনজীবী মহলের ধারণা ছই, ফের হাইকোর্টে যেতে পারেন রাজীব ৷ এরপর আজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার ৷