ETV Bharat / state

রোজ়ভ্যালিকাণ্ডে CBI-র তলব, 2 সপ্তাহ সময় চাইলেন রাজীব - দু'সপ্তাহ অতিরিক্ত সময় চাইলেন রাজীব কুমার

রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছে CBI । বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । কিন্তু নিজে না এসে CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছেন তিনি ।

রাজীব কুমার
author img

By

Published : Aug 8, 2019, 4:29 PM IST

বিধাননগর, 8 অগাস্ট : সারদার পর রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছে CBI । রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নোটিশ পাঠিয়েছিল CBI-এর তদন্তকারী আধিকারিকরা । বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । কিন্তু নিজে না এসে CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছেন তিনি ।

CBI সূত্রে খবর, দু'সপ্তাহ পরে তিনি আসতে পারবেন এমনই চিঠিতে জানিয়েছেন রাজীববাবু । তিনি আরও জানিয়েছেন, রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর কোনও ভূমিকা ছিল না । তিনি বিধাননগর পুলিশের কমিশনার থাকাকালীন রোজ়ভ্যালির তদন্তের সঙ্গে জড়িত ছিলেন না । আজ CBI দপ্তরে দুপুর 12 টা নাগাদ আসেন দুই CID আধিকারিক । তাঁরাই খামবন্ধ চিঠি জমা দেন CBI দপ্তরে ।

এই সংক্রান্ত আরও খবর : CGO কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব কুমার, চাইলেন সময়

এর আগে সারদাকাণ্ডে শিলংয়ে CBI-র মুখোমুখি হওয়ার পর জুনের 7 তারিখ CBI-এর তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন রাজীব কুমার । সকাল 10টা 45মিনিট থেকে বেলা 3টে 20মিনিট পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে ৷ দফায় দফায় প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । বিধাননগরের পুলিশ কমিশনার ও SIT-এর প্রধান হিসেবে তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ বাড়ল আরও এক সপ্তাহ

সারদার পর রোজ়ভ্যালি । নিজেকে গুছিয়ে নিতেই সম্ভবত তলব এড়ানোর জন্য সময় নিচ্ছেন রাজীব কুমার, মনে করছেন CBI আধিকারিকদের একাংশ । এর আগে সারদাকাণ্ডে কয়েকবার নোটিশ দিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে CBI । চলতি বছরের 17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজীব কুমার । তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হয় । অভিবাসন দপ্তর 23 মে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে ৷ ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় । 27 মে একটি খামবন্ধ চিঠি CBI দপ্তরে পাঠান তিনি । 31 মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট CBI দপ্তরে জমা দেন ।

এই সংক্রান্ত আরও খবর : ফের রাজীব কুমারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

বিধাননগর, 8 অগাস্ট : সারদার পর রোজ়ভ্যালিকাণ্ডে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে তলব করেছে CBI । রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই নোটিশ পাঠিয়েছিল CBI-এর তদন্তকারী আধিকারিকরা । বৃহস্পতিবার অর্থাৎ আজ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছিল সল্টলেকের CGO কমপ্লেক্সে । কিন্তু নিজে না এসে CID আধিকারিকদের পাঠিয়ে দু'সপ্তাহ অতিরিক্ত সময় চেয়েছেন তিনি ।

CBI সূত্রে খবর, দু'সপ্তাহ পরে তিনি আসতে পারবেন এমনই চিঠিতে জানিয়েছেন রাজীববাবু । তিনি আরও জানিয়েছেন, রোজ়ভ্যালিকাণ্ডে তাঁর কোনও ভূমিকা ছিল না । তিনি বিধাননগর পুলিশের কমিশনার থাকাকালীন রোজ়ভ্যালির তদন্তের সঙ্গে জড়িত ছিলেন না । আজ CBI দপ্তরে দুপুর 12 টা নাগাদ আসেন দুই CID আধিকারিক । তাঁরাই খামবন্ধ চিঠি জমা দেন CBI দপ্তরে ।

এই সংক্রান্ত আরও খবর : CGO কমপ্লেক্সে হাজির হলেন না রাজীব কুমার, চাইলেন সময়

এর আগে সারদাকাণ্ডে শিলংয়ে CBI-র মুখোমুখি হওয়ার পর জুনের 7 তারিখ CBI-এর তদন্তকারী আধিকারিকদের জেরার মুখোমুখি হয়েছিলেন রাজীব কুমার । সকাল 10টা 45মিনিট থেকে বেলা 3টে 20মিনিট পর্যন্ত ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে ৷ দফায় দফায় প্রায় চার ঘণ্টা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয় । বিধাননগরের পুলিশ কমিশনার ও SIT-এর প্রধান হিসেবে তাঁর ভূমিকা নিয়ে নানা প্রশ্নের মুখোমুখি হন তিনি ।

এই সংক্রান্ত আরও খবর : রাজীব কুমারের গ্রেপ্তারির উপর ‘রক্ষাকবচ’ বাড়ল আরও এক সপ্তাহ

সারদার পর রোজ়ভ্যালি । নিজেকে গুছিয়ে নিতেই সম্ভবত তলব এড়ানোর জন্য সময় নিচ্ছেন রাজীব কুমার, মনে করছেন CBI আধিকারিকদের একাংশ । এর আগে সারদাকাণ্ডে কয়েকবার নোটিশ দিয়েও তাঁকে জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছে CBI । চলতি বছরের 17 মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজীব কুমার । তাঁর রক্ষাকবচ তুলে নেওয়া হয় । অভিবাসন দপ্তর 23 মে তাঁর বিরুদ্ধে লুক-আউট নোটিশ জারি করে ৷ ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাওয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় । 27 মে একটি খামবন্ধ চিঠি CBI দপ্তরে পাঠান তিনি । 31 মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট CBI দপ্তরে জমা দেন ।

এই সংক্রান্ত আরও খবর : ফের রাজীব কুমারের গ্রেপ্তারিতে স্থগিতাদেশের মেয়াদ বাড়ল

Intro:

বিধাননগর, ৮ আগস্ট: সারদা কাণ্ডের পর রোজভ্যালি কাণ্ডে রাজীব কুমারকে তলব করেছিল সিবিআই। রোজভ্যালি কাণ্ডে তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ পাঠিয়েছিল সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। বৃহস্পতিবার তাকে হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু নিজে না এসে সিআইডি আধিকারিকদের পাঠিয়ে দুই সপ্তাহ সময় চেয়েছেন রাজীব কুমার।

Body:সিবিআই সূত্রের খবর দু সপ্তাহ পরে তিনি আসতে পারবেন এমনটাই চিঠিতে জানিয়েছেন রাজীব বাবু। তিনি আরো জানিয়েছেন রোজভ্যালি কাণ্ডে তার কোনো ভূমিকা ছিল না। তিনি বিধান নগর পুলিশের কমিশনার থাকাকালীন রোজভ্যালির তদন্তের সঙ্গে জড়িত ছিলেন না। আজ সিবিআই দপ্তরে দুপুর ১২:০০তা নাগাদ আসেন দুই সিআইডি আধিকারিক। তারাই খামবন্ধ চিঠি জমা দেন সিবিআই দপ্তরে। প্রসঙ্গত শিলং পর্বের পর দীর্ঘ টালবাহানার পর ৭ জুন সিবিআইয়ের তদন্তকারীদের আধিকারিকদের জেরার সম্মুখীন হয়েছিলেন রাজীব কুমার। সকাল ১০:৪৫ থেকে বেলা ৩:২০ সিবিআইয়ের তদন্তকারীরা ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে প্রাক্তন কমিশনার রাজীব কুমারকে। দফায় দফায় প্রায় চার ঘণ্টা রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিধাননগরের পুলিশ কমিশনার ও সিটের প্রধান হিসেবে তার ভূমিকা নিয়ে বহু প্রশ্নের মুখোমুখি হন রাজীব।

Conclusion:সরদার পর রোজভ্যালি। নিজেকে গুছিয়ে নিতেই সম্ভবত তলব এড়ানোর জন্য সময় নিচ্ছেন রাজীব মনে করছে সিবিআই। এর আগে সারদা কান্ডে কয়েকবার নোটিশ দিয়েও তাকে জিজ্ঞাসাবাদের জন্য কসরত করেছে সিবিআই। চলতি বছরের ১৭ মে সুপ্রিম কোর্টে ধাক্কা খান রাজিব কুমার। তার রক্ষাকবচ তুলে নেওয়া হয়। অভিবাসন দপ্তর ২৩ শে মে তার বিরুদ্ধে look-out নোটিশ জারি করার হয় ফলে তাঁর দেশ ছেড়ে অন্যত্র চলে যাবার সমস্ত পথ আটকে দেওয়া হয়। ২৭ মে একটি খাম বন্ধ চিঠি নিজের দুত মারফত সিবিআই দপ্তরে পাঠান রাজীব বাবু। ৩১ মে প্রতিনিধি মারফত নিজের পাসপোর্ট সিবিআই দপ্তরে জমা দেন রাজীব কুমার। ২০১৭ সাল থেকেই রাজীব কুমার কে জিজ্ঞাসাবাদের জন্য চেষ্টা চালায় সিবিআই। কিন্তু প্রত্যেকবার তদন্তের জন্য নোটিশ পাঠানো প্রথম নোটিশে একবারের জন্য আসেননি রাজীব কুমার সিবিআই সুত্রের দাবি নিজের তিনি টালবাহানা করে সময় নষ্ট করাচ্ছেন। সময় নষ্ট হওয়ার ফলে ফলে তদন্ত প্রভাবিত হচ্ছে। তবে সরদার পর রোজভ্যালিতে নাম জোড়ানোয় ফের অস্বস্তিতে রাজীব কুমার।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.