ETV Bharat / state

VC Appointment Issue: অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় প্রয়োজনে বেসরকারি আইনজীবী নিয়ে লড়ার নির্দেশ রাজভবনের - অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলা

রাজ্যপাল সিভি আনন্দ বোস আচার্য হিসাবে ওই 13 জনকে উপাচার্য পদে নিয়োগ করেছেন । রাজভবনের এই সিদ্ধান্ত মানতে নারাজ রাজ্য ৷ এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে ৷ তাই মামলায় প্রয়োজনে বেসরকারি আইনজীবী নিয়ে লড়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজভবনের তরফে ৷

VC Appointment Issue
VC Appointment Issue
author img

By

Published : Jun 14, 2023, 2:41 PM IST

কলকাতা, 14 জুন: রাজ্য-রাজভবন সংঘাত অব্যাহত ! সময়ের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে ইস্যু । এর আগে রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজভবনে ও নবান্নের মধ্যে টানাপোড়ন চলছিল । এবার অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হয়েছে ।

বুধবার রাজভবন সূত্রের দাবি, অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় কোমর বেঁধে নামছে রাজভবন । রাজ্যপাল আচার্য হিসাবে ওই 13 জনের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন । বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে । যে মামলা হয়েছে তার মোকাবিলা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিয়োগ করা রাজ্যের 13টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর । তাদের নিয়োগ পদ্ধতি নিয়েও আদালতে মামলা দায়ের করা হয়েছে । এরকম পরিস্থিতিতে রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারের কাছে নতুন করে নির্দেশিকা পৌঁছেছে । মামলায় লড়ার জন্য আচার্যের সচিবালয়ের চিঠি পেয়েছেন রেজিস্ট্রাররা ।

রাজভবন সূত্রের দাবি, মামলাটি গুরুত্ব দিয়ে দেখছেন রাজ্যপাল তথা আচার্য । তিনি এই বিষয়ে যথাযথ ও কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন । প্রয়োজনে প্রাইভেট অ্যাডভোকেট নিয়োগ করে মামলা লড়ার নির্দেশও দিয়েছেন । বলেছেন, হাল ছাড়লে চলবে না ।

রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । ইতিমধ্যে উপাচার্যহীন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । এই নিয়োগের বিষয়ে উচ্চশিক্ষা দফতর বা রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্ষোভ প্রকাশ করেছেন ।

এই বিষয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘‘আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয় ।’’ কিন্তু তারপরেও সংঘাত অব্যাহত । রাজ্যপালের নিয়োগ করা ওই 13 উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশও দিয়েছে উচ্চশিক্ষা দফতর । এরকম পরিস্থিতিতে নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা বিপাকে পড়ছেন বলে বিশেষজ্ঞ মহলের দাবি । ফলে এই সংকট কবে কাটবে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তা সময়ই বলবে ।

আরও পড়ুন: আলোচনা মানেই সম্মতি নয়, উপাচার্য নিয়োগ বিতর্কে মন্তব্য রাজ্যপালের

কলকাতা, 14 জুন: রাজ্য-রাজভবন সংঘাত অব্যাহত ! সময়ের সঙ্গে সঙ্গে বদল হচ্ছে ইস্যু । এর আগে রাজ্য নির্বাচন কমিশনারের নিয়োগ নিয়ে রাজভবনে ও নবান্নের মধ্যে টানাপোড়ন চলছিল । এবার অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে সংঘাত শুরু হয়েছে ।

বুধবার রাজভবন সূত্রের দাবি, অস্থায়ী উপাচার্য নিয়োগ মামলায় কোমর বেঁধে নামছে রাজভবন । রাজ্যপাল আচার্য হিসাবে ওই 13 জনের উপাচার্য পদে নিয়োগ দিয়েছেন । বিষয়টি তাঁর এক্তিয়ারের মধ্যেই পড়ে । যে মামলা হয়েছে তার মোকাবিলা করতে যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে । আগামী সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতা হাইকোর্টে ।

আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের নিয়োগ করা রাজ্যের 13টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দফতর । তাদের নিয়োগ পদ্ধতি নিয়েও আদালতে মামলা দায়ের করা হয়েছে । এরকম পরিস্থিতিতে রাজভবন থেকে বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারের কাছে নতুন করে নির্দেশিকা পৌঁছেছে । মামলায় লড়ার জন্য আচার্যের সচিবালয়ের চিঠি পেয়েছেন রেজিস্ট্রাররা ।

রাজভবন সূত্রের দাবি, মামলাটি গুরুত্ব দিয়ে দেখছেন রাজ্যপাল তথা আচার্য । তিনি এই বিষয়ে যথাযথ ও কড়া পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন । প্রয়োজনে প্রাইভেট অ্যাডভোকেট নিয়োগ করে মামলা লড়ার নির্দেশও দিয়েছেন । বলেছেন, হাল ছাড়লে চলবে না ।

রাজ্যের বহু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের মেয়াদ শেষ হয়ে গিয়েছে । ইতিমধ্যে উপাচার্যহীন বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস । এই নিয়োগের বিষয়ে উচ্চশিক্ষা দফতর বা রাজ্য সরকারের সঙ্গে কোনোরকম আলোচনা করা হয়নি বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্ষোভ প্রকাশ করেছেন ।

এই বিষয়ে রাজ্যপালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছিলেন, ‘‘আলোচনা মানেই মান্যতা বা সম্মতি দেওয়া নয় ।’’ কিন্তু তারপরেও সংঘাত অব্যাহত । রাজ্যপালের নিয়োগ করা ওই 13 উপাচার্যের বেতন ও ভাতা বন্ধের নির্দেশও দিয়েছে উচ্চশিক্ষা দফতর । এরকম পরিস্থিতিতে নিয়োগপ্রাপ্ত উপাচার্যরা বিপাকে পড়ছেন বলে বিশেষজ্ঞ মহলের দাবি । ফলে এই সংকট কবে কাটবে এবং শেষ পর্যন্ত কী দাঁড়াবে, তা সময়ই বলবে ।

আরও পড়ুন: আলোচনা মানেই সম্মতি নয়, উপাচার্য নিয়োগ বিতর্কে মন্তব্য রাজ্যপালের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.