ETV Bharat / state

Chandrayaan-3 Prize: চন্দ্রযানের সফল অবতরণ! তরুণদের উৎসাহিত করতে পুরস্কার চালু করছে রাজভবন - Raj Bhavan Chandrayaan 3 News

চন্দ্রযান-3 চাঁদের দক্ষিণ মেরুতে নেমেছে ৷ ঐতিহাসিক এই ঘটনার পর বিশেষ পুরস্কার চালু করছে রাজভবন ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তরুণ প্রজন্মের আগ্রহ বাড়াতে এই উদ্যোগ ৷

ETV Bharat
চন্দ্রযান 3 এর সাফল্যে পুরস্কার চালু করবে রাজভবন
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 24, 2023, 7:58 AM IST

Updated : Aug 24, 2023, 8:07 AM IST

কলকাতা, 24 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ দেশের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে পুরস্কার চালু করতে চলেছে রাজভবন ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তরুণদের আকৃষ্ট করতে এমন পদক্ষেপ ৷ রাজভবন সূত্রে খবর, বিজ্ঞান-প্রযুক্তির সেরা শিক্ষার্থীকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের জন্য রাজভবনে একটি আলাদা সেলও স্থাপন করা হবে ৷ বাংলার পাশাপাশি কেরলের পড়ুয়ারাও এই পুরস্কার পেতে চলেছেন ৷

বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর সফট ল্যান্ডিং হয় ৷ এই ঘটনায় উৎসবে মেতে ওঠে দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন। উৎসবে মেতে ওঠে সাধারণ মানুষও। দেশকে এমন গর্বের মুহূর্ত উপহার দেওয়ায় ইসরোকে অভিনন্দন জানিয়েছে 140 কোটির দেশ ৷ বাদ যায়নি বিদেশও ৷

এমনই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রযান-3 মিশনে অংশগ্রহণকারী ইসরোর দল, এই প্রজেক্টে যুক্ত অন্য সব সংস্থাকে তাদের কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৷ এদিন তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বকে উপলব্ধি করিয়েছেন যোগের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করা যায় ৷ নিজেদের মধ্যে থাকা সম্ভাবনার মহাকাশকেও জয় করা যায় এভাবেই ৷ এখন চন্দ্রযান ঘোষণা করেছে, আমরা প্রকৃত মহাকাশকেও জয় করতে পারি ৷ আমাদের বিজ্ঞানীরা দেশ ও বিজ্ঞানের জন্য খ্যাতি নিয়ে এসেছেন ৷ জাতির জন্য নিয়ে এনেছেন গৌরব ৷"

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ভারতের, অভিনন্দন জানিয়ে বার্তা পুতিনের

এর আগে, স্বাধীনতা দিবসে 10 দফা ভাতা প্রদান কর্মসূচি চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তরুণ প্রজন্মের খেলোয়াড় থেকে শুরু করে শিল্পপতিদের আগ্রহ বাড়াতেই আর্থিক সহয়তার কথাও জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান ৷ এবার বিশ্বে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে ৷ এই ঐতিহাসিক ঘটনার পর দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই রাজ্যপাল পুরস্কার চালু করবেন বলে জানা গিয়েছে ৷ এর আগে 2019 সালে চন্দ্রযান-2-এর সফট ল্যান্ডিং ব্যর্থ হয় ৷ সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানীরা সম্মিলিতভাবে কঠিন পরিশ্রম করেন ৷ অবশেষে তাঁর সুফল পেল দেশ।

কলকাতা, 24 অগস্ট: চাঁদের দক্ষিণ মেরুতে সাফল্যের সঙ্গে সফট ল্যান্ডিং করেছে চন্দ্রযান-3 ৷ দেশের এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে পুরস্কার চালু করতে চলেছে রাজভবন ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তরুণদের আকৃষ্ট করতে এমন পদক্ষেপ ৷ রাজভবন সূত্রে খবর, বিজ্ঞান-প্রযুক্তির সেরা শিক্ষার্থীকে 1 লক্ষ টাকা করে পুরস্কার দেওয়া হবে ৷ বিজ্ঞান ও প্রযুক্তির প্রচারের জন্য রাজভবনে একটি আলাদা সেলও স্থাপন করা হবে ৷ বাংলার পাশাপাশি কেরলের পড়ুয়ারাও এই পুরস্কার পেতে চলেছেন ৷

বুধবার সন্ধ্যায় চাঁদের মাটিতে চন্দ্রযান 3-এর সফট ল্যান্ডিং হয় ৷ এই ঘটনায় উৎসবে মেতে ওঠে দেশ ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য এবং বিভিন্ন রাজ্যের মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিরা সকলেই উচ্ছ্বাস প্রকাশ করেন। উৎসবে মেতে ওঠে সাধারণ মানুষও। দেশকে এমন গর্বের মুহূর্ত উপহার দেওয়ায় ইসরোকে অভিনন্দন জানিয়েছে 140 কোটির দেশ ৷ বাদ যায়নি বিদেশও ৷

এমনই আবহে রাজ্যপাল সিভি আনন্দ বোস চন্দ্রযান-3 মিশনে অংশগ্রহণকারী ইসরোর দল, এই প্রজেক্টে যুক্ত অন্য সব সংস্থাকে তাদের কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন ৷ এদিন তিনি বলেন, "আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বিশ্বকে উপলব্ধি করিয়েছেন যোগের মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ করা যায় ৷ নিজেদের মধ্যে থাকা সম্ভাবনার মহাকাশকেও জয় করা যায় এভাবেই ৷ এখন চন্দ্রযান ঘোষণা করেছে, আমরা প্রকৃত মহাকাশকেও জয় করতে পারি ৷ আমাদের বিজ্ঞানীরা দেশ ও বিজ্ঞানের জন্য খ্যাতি নিয়ে এসেছেন ৷ জাতির জন্য নিয়ে এনেছেন গৌরব ৷"

আরও পড়ুন: চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ ভারতের, অভিনন্দন জানিয়ে বার্তা পুতিনের

এর আগে, স্বাধীনতা দিবসে 10 দফা ভাতা প্রদান কর্মসূচি চালু করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তরুণ প্রজন্মের খেলোয়াড় থেকে শুরু করে শিল্পপতিদের আগ্রহ বাড়াতেই আর্থিক সহয়তার কথাও জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান ৷ এবার বিশ্বে ভারতই প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে সফট ল্যান্ডিং করেছে ৷ এই ঐতিহাসিক ঘটনার পর দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করতেই রাজ্যপাল পুরস্কার চালু করবেন বলে জানা গিয়েছে ৷ এর আগে 2019 সালে চন্দ্রযান-2-এর সফট ল্যান্ডিং ব্যর্থ হয় ৷ সেই ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে বিজ্ঞানীরা সম্মিলিতভাবে কঠিন পরিশ্রম করেন ৷ অবশেষে তাঁর সুফল পেল দেশ।

Last Updated : Aug 24, 2023, 8:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.