কলকাতা, 27 সেপ্টেম্বর: দুর্গাপুজো উপলক্ষে রাজ্যে ঘোষিত হল আরেকটি সম্মান ৷ যা ঘোষণা করলেন রাজ্যপাল ৷ বুধবার রাজ্যপাল সিভি আনন্দ বোস 'দুর্গা ভারত সম্মান' নামে এই সম্মানের কথা ঘোষণা করেছেন । তবে এই পুরস্কার পেতে পারেন আপনিও । ভারতের বিভিন্ন ক্ষেত্র/পেশার মানুষকে মনোনয়নের আমন্ত্রণ জানিয়েছে রাজভবন । দেশের যে কোনও প্রান্তের ব্যক্তি, নাগরিক সমাজ বা প্রতিষ্ঠান এই পুরস্কারের জন্য আগামী 30 সেপ্টেম্বরের মধ্যে ই-মেলের মাধ্যমে মনোনয়নপত্র জমা দিতে পারেন ৷ ই-মেল আইডি হল : DurgaBharatAwards@gmail.com ।
মূলত তিনটি বিভাগে পুরস্কার দেওয়া হবে । 1) দুর্গা ভারত পরম সম্মান-1 লক্ষ টাকা, 2) দুর্গা ভারত সম্মান-50 হাজার টাকা, 3) দুর্গা ভারত পুরস্কার-25 হাজার টাকা । তাহলে আর দেরি কীসের ? জেনে নিন কারা আবেদন করতে পারবেন এই পুরস্কারের জন্য ৷
কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন ?
• শিল্প (সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, ফটোগ্রাফি, সিনেমা, থিয়েটার, উপজাতীয় শিল্পকলা, লোকশিল্প, শিল্পের অন্যান্য ধারা, ইত্যাদি অন্তর্ভুক্ত)
• সামাজিক কাজ (সমাজ সেবা, দাতব্য সেবা, সম্প্রদায় প্রকল্পে অবদান ইত্যাদি অন্তর্ভুক্ত)
• পাবলিক অ্যাফেয়ার্স (আইন, জনজীবন, ইত্যাদি অন্তর্ভুক্ত)
• বিজ্ঞান ও প্রকৌশল (স্পেস ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার সায়েন্স, তথ্যপ্রযুক্তি, গবেষণা ও উন্নয়ন বিজ্ঞান এবং এর সহযোগী বিষয় ইত্যাদি)
• বাণিজ্য ও শিল্প (ব্যাংকিং, অর্থনৈতিক কার্যকলাপ, ব্যবস্থাপনা, পর্যটনের প্রচার, ব্যবসা ইত্যাদি অন্তর্ভুক্ত)
• মেডিসিন (চিকিৎসা গবেষণা, আয়ুর্বেদ, হোমিওপ্যাথি, সিধা, অ্যালোপ্যাথি, প্রাকৃতিক চিকিৎসা ইত্যাদির মধ্যে পার্থক্য/বিশেষকরণ অন্তর্ভুক্ত)
• সাহিত্য ও শিক্ষা (সাংবাদিকতা, শিক্ষাদান, বই রচনা, সাহিত্য, কবিতা, শিক্ষার প্রচার, সাক্ষরতার প্রচার, শিক্ষা সংস্কার ইত্যাদি)
• সিভিল সার্ভিস (সরকারি কর্মচারীদের দ্বারা প্রশাসনে পার্থক্য/উৎকর্ষতা সহ)
• খেলাধূলা (জনপ্রিয় খেলাধূলা, অ্যাথলেটিক্স, অ্যাডভেঞ্চার, পর্বতারোহণ, খেলাধূলার প্রচার, যোগা ইত্যাদি অন্তর্ভুক্ত)
• অন্যান্য (তালিকাভুক্ত নয় অথচ ভারতীয় সংস্কৃতির প্রচার, মানবাধিকার সুরক্ষা, বন্যজীবন সুরক্ষা/সংরক্ষণ ইত্যাদি অন্তর্ভুক্ত থাকতে পারে)
আরও পড়ুন : সেরা পুজো বেছে নেবেন দর্শকরাই, কলকাতা পৌরনিগমের বিশেষ উদ্যোগ