ETV Bharat / state

Raj Bhavan pulls up VCs: সাপ্তাহিক রিপোর্ট জমা না পড়ায় ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ রাজভবনের - রাজ্যপাল সিভি আনন্দ বোস

রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ মেনে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের রাজভবনে সাপ্তাহিক রিপোর্ট জমা দেয়নি বলে অভিযোগ ৷ তাই রাজ্যের ছয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করল রাজভবন ৷

Raj Bhavan pulls up VCs
Raj Bhavan pulls up VCs
author img

By

Published : May 24, 2023, 2:41 PM IST

Updated : May 24, 2023, 3:23 PM IST

কলকাতা, 24 মে: পশ্চিমবঙ্গের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ কিন্তু সেই নির্দেশ মেনে ওই সাপ্তাহিক রিপোর্ট জমা না পড়ায় রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করা হল রাজভবনের তরফে ৷ ওই ছয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে - কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ এছাড়াও রয়েছে সংস্কৃত কলেজ ৷ রাজভবন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ গতকাল মঙ্গলবারই ওই বিশ্ববিদ্যালগুলিকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কড়া চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে । সেখানে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলিকে ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয় রাজভবনের তরফে ।

রাজভবন সূত্রে খবর, মাসখানেক পেরিয়ে যাওয়ার পরও সাপ্তাহিক রিপোর্ট আসেনি রাজভবনে । তার পর আবার উপাচার্যদের ফের চিঠি পাঠানো হয় ৷ গত 19 মে সেই চিঠি রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয় ৷ তার পর রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালের কাছে সাপ্তাহিক রিপোর্ট পাঠায় ৷ তাই 23 মে ওই ছয়টি বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজকে শোকজ করা হয় রাজভবনের তরফে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাংবিধানিক ক্ষমতা বলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ফলে সেই ক্ষমতা প্রয়োগ করেই গত 4 এপ্রিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কড়া নির্দেশিকা পাঠানো হয় রাজভবনের তরফে । রাজ্যপালের সচিবালয় থেকে ওএসডি ও ইও যুগ্ম সচিব এই নির্দেশ পাঠিয়েছিলেন । সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে বা কোনও জটিলতা কাটাতে সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ।

এছাড়া সাপ্তাহিক কাজের রিপোর্ট প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে ইমেলের মাধ্যমে জমা রাজভবনে জমা দিতে বলা হয় । আর্থিক লেনদেন সংক্রান্ত এমন যেকোনও সিদ্ধান্ত আচার্য তথা রাজ্যপালের আগাম অনুমতি নিতেও বলা হয় ওই নির্দেশিকায় । জমা দিতে বলা হয় লেনদেন সংক্রান্ত বিষয়ের তথ্য । এছাড়াও ওই নির্দেশিকায় জানানো হয়, উপাচার্যরা রাজ্যপালের এডিসি-এর মাধ্যমে যেকোনও গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোন বা মেলে আচার্যর (রাজ্যপাল) সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

আরও পড়ুন: সাপ্তাহিক রিপোর্ট না পেয়ে উপাচার্যদের ফের চিঠি দিল রাজভবন

কলকাতা, 24 মে: পশ্চিমবঙ্গের প্রতিটি বিশ্ববিদ্যালয়কে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোস ৷ কিন্তু সেই নির্দেশ মেনে ওই সাপ্তাহিক রিপোর্ট জমা না পড়ায় রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে শোকজ করা হল রাজভবনের তরফে ৷ ওই ছয় বিশ্ববিদ্যালয়ের তালিকায় রয়েছে - কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, সিধু কানু বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয় ও বর্ধমান বিশ্ববিদ্যালয় ৷ এছাড়াও রয়েছে সংস্কৃত কলেজ ৷ রাজভবন সূত্রে এই খবর পাওয়া গিয়েছে ৷ গতকাল মঙ্গলবারই ওই বিশ্ববিদ্যালগুলিকে শোকজ করা হয়েছে বলে জানা গিয়েছে ৷

প্রসঙ্গত, চলতি বছর এপ্রিলের প্রথম সপ্তাহে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে কড়া চিঠি পাঠানো হয় রাজভবনের তরফে । সেখানে সাপ্তাহিক রিপোর্ট জমা দিতে বলা হয় বিশ্ববিদ্যালয়গুলিকে ৷ পাশাপাশি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যাবতীয় সমস্যা সমাধানে সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগের নির্দেশ দেওয়া হয় রাজভবনের তরফে ।

রাজভবন সূত্রে খবর, মাসখানেক পেরিয়ে যাওয়ার পরও সাপ্তাহিক রিপোর্ট আসেনি রাজভবনে । তার পর আবার উপাচার্যদের ফের চিঠি পাঠানো হয় ৷ গত 19 মে সেই চিঠি রাজভবনের তরফে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো হয় ৷ তার পর রাজ্যের ছয়টি বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজ ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলি রাজ্যপালের কাছে সাপ্তাহিক রিপোর্ট পাঠায় ৷ তাই 23 মে ওই ছয়টি বিশ্ববিদ্যালয় ও সংস্কৃত কলেজকে শোকজ করা হয় রাজভবনের তরফে ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, সাংবিধানিক ক্ষমতা বলে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের আচার্য হলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ফলে সেই ক্ষমতা প্রয়োগ করেই গত 4 এপ্রিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের কড়া নির্দেশিকা পাঠানো হয় রাজভবনের তরফে । রাজ্যপালের সচিবালয় থেকে ওএসডি ও ইও যুগ্ম সচিব এই নির্দেশ পাঠিয়েছিলেন । সেখানে আর্থিক লেনদেনের বিষয়ে বা কোনও জটিলতা কাটাতে সরাসরি রাজ্যপালের সঙ্গে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ।

এছাড়া সাপ্তাহিক কাজের রিপোর্ট প্রতি সপ্তাহের শেষ কাজের দিনে ইমেলের মাধ্যমে জমা রাজভবনে জমা দিতে বলা হয় । আর্থিক লেনদেন সংক্রান্ত এমন যেকোনও সিদ্ধান্ত আচার্য তথা রাজ্যপালের আগাম অনুমতি নিতেও বলা হয় ওই নির্দেশিকায় । জমা দিতে বলা হয় লেনদেন সংক্রান্ত বিষয়ের তথ্য । এছাড়াও ওই নির্দেশিকায় জানানো হয়, উপাচার্যরা রাজ্যপালের এডিসি-এর মাধ্যমে যেকোনও গুরুত্বপূর্ণ বিষয়ে টেলিফোন বা মেলে আচার্যর (রাজ্যপাল) সঙ্গে যোগাযোগ করতে পারেন ।

আরও পড়ুন: সাপ্তাহিক রিপোর্ট না পেয়ে উপাচার্যদের ফের চিঠি দিল রাজভবন

Last Updated : May 24, 2023, 3:23 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.