কলকাতা, 8 নভেম্বর: মিডিয়া রিপোর্টের ভিত্তিতে অভিযোগ উঠেছে যে, রাজভবনে 22টি বিল আটকে রেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । কিন্তু, সেই অভিযোগ তথ্য-সহ খারিজ করে দিল রাজভবন । রাজ্য সরকারের পাঠানো কোনও বিল রাজভবনের পড়ে নেই বলে জানানো হয়েছে ।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় রাজভবনে একাধিক পদস্থ অধিকারিকদের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । বরং, পশ্চিমবঙ্গ বিধানসভা দ্বারা পাশ করা বিলগুলির নিষ্পত্তিতে বিলম্বের অভিযোগ মোকাবিলা করার জন্য 'প্রারম্ভিক এবং কার্যকর নিষ্পত্তি (গতি)' প্রোগ্রামের সরলীকৃত প্রোগ্রাম চালু করা হয়েছে । এ বার থেকে বিলের গুরুত্ব অনুযায়ী স্পিড প্রোগ্রামের অধীনে সংশ্লিষ্ট মন্ত্রী এবং/অথবা সচিবের সঙ্গে আলোচনার ভিত্তিতে জায়গায় বসে সিদ্ধান্ত নেওয়া হবে । এমনকী, সরকার ও বিধানসভার মধ্যে সমন্বয়ের জন্য রাজ্যপাল রাজভবনে 3 সদস্যের একটি নতুন সেল গঠন করেছেন । সেলটি রাজ্যপালের একযোগে তত্ত্বাবধানে থাকবে । সেই সেলে রয়েছেন রাজ্যপালের সিনিয়র বিশেষ সচিব, রাজ্যপালের উপসচিব, রাজ্যপালের সচিবালয় সহকারী সচিব ।
আরও পড়ুন: মেদিনীপুরে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে গিয়ে তৃণমূল ছাত্র-যুবর বিক্ষোভের মুখে রাজ্যপাল
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যার বৈঠকে বাস্তব অবস্থান পর্যালোচনা হয় । পর্যালোচনা সভায় দেখা গিয়েছে যে, রাজভবনে কোনও বিল মুলতুবি নেই । সেই অনুযায়ী রাজ্য সরকারকে জানানো হয়েছে । যে 22টি বিল আটকে রাখার অভিযোগ তোলা হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও রাজ্য সরকারকে জানিয়েছে রাজভবন । তাতে স্পষ্ট যে, 12টি বিল রাজ্য সরকারের কাছে ব্যাখ্যার জন্য মুলতুবি রয়েছে । একটি বিলে রাষ্ট্রপতি কিছু শর্ত-সহ সম্মতি দিয়েছেন । দুটি বিল রাষ্ট্রপতির বিবেচনার জন্য অপেক্ষা করছে । আর 7টি বিশ্ববিদ্যালয়ের বিষয় সম্পর্কিত বিল এখন বিচারাধীন ।
বিল (স্টেটাস ও নাম)
1. ওয়েস্ট বেঙ্গল প্রোটেকশন অফ ইন্টারেস্ট অফ ডিপোজিটর অফ ডিপোজিটর ইন ফাইন্যান্সিয়াল এস্টাবলিশমেন্ট বিল, 2013 কিছু শর্ত সাপেক্ষে ভারতের মাননীয় রাষ্ট্রপতির সম্মতি 22.04.2015 তারিখে সরকারকে জানানো হয়েছে ৷
2. ডানলপ ইন্ডিয়া লিমিটেড (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং) বিল, 2016 মাননীয় রাষ্ট্রপতির বিবেচনা প্রতীক্ষিত ।
3. জেসপ অ্যান্ড কোম্পানি লিমিটেড (অ্যাকুইজিশন অ্যান্ড ট্রান্সফার অফ আন্ডারটেকিং) Bill, 2016 মাননীয় রাষ্ট্রপতির বিবেচনার অপেক্ষায় আছে ।
4. পশ্চিমবঙ্গ এস্টেট অধিগ্রহণ (সংশোধন) বিল, 2017 স্পষ্টীকরণের জন্য সরকারের কাছে মুলতুবি রয়েছে 24.07.2019 থেকে ৷
5. পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস (সংশোধনী) বিল, 2018 স্পষ্টীকরণের জন্য সরকারের কাছে মুলতুবি রয়েছে 23.07.2019 থেকে ৷
6. দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর (ওয়েস্ট বেঙ্গল অ্যামেন্ডমেন্ট) বিল, 2018 স্পষ্টীকরণের জন্য সরকারের কাছে মুলতুবি 10.07.2019 থেকে ৷
7. পশ্চিমবঙ্গ (লিঞ্চিং প্রতিরোধ) বিল, 2019। 15.12.2021 সাল থেকে সরকারের মুলতুবি ব্যাখ্যা ।
8. হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, 2021 সরকারের কাছে ব্যাখ্যার জন্য মুলতুবি রয়েছে 14.03.2022 থেকে ৷
9. পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধন) বিল, 2022 চ্যান্সেলরের পরিবর্তন (রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রী) বিচারাধীন বিষয় ৷
10. ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমেল অ্যান্ড ফিশারি সায়েন্সেস (সংশোধনী) বিল, 2022 বিচারাধীন বিষয় ৷
11. পশ্চিমবঙ্গ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, 2022 ভিজিটরের পরিবর্তন (গভর্নরের জায়গায় উচ্চ শিক্ষামন্ত্রী) বিচারাধীন বিষয় ৷
12. পশ্চিমবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় আইন (দ্বিতীয় সংশোধন) বিল, 2022 চ্যান্সেলরের পরিবর্তন (রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রী) বিচারাধীন বিষয় ৷
13. পশ্চিমবঙ্গ ট্যাক্সেশন ট্রাইব্যুনাল (সংশোধন) বিল, 2022। 17.02.2023 থেকে সরকারের কাছে মুলতুবি রয়েছে ।
14 পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, 2022 চ্যান্সেলরের পরিবর্তন (রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রী) বিচারাধীন বিষয় ৷
15. আলিয়া বিশ্ববিদ্যালয় (সংশোধনী) বিল, 2022 চ্যান্সেলরের পরিবর্তন (রাজ্যপালের জায়গায় মুখ্যমন্ত্রী) বিচারাধীন বিষয় ৷
16. পশ্চিমবঙ্গ এলআর অ্যান্ড টিটি (সংশোধনী) বিল, 2022 ৷ 17.02.2023 থেকে সরকারের কাছে মুলতুবি রয়েছে ৷
17. বেঙ্গল অরফানেজ অ্যান্ড বিধবা হোমস (রিপিলিং) বিল, 2023 বিভাগীয় দাখিল পাওয়া যায়নি ।
18. পশ্চিমবঙ্গ শহর ও দেশ (পরিকল্পনা ও উন্নয়ন) (সংশোধন) বিল, 2023 বিভাগের প্রধান সচিবকে রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে ।
19. পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় আইন (সংশোধনী) বিল, 2023 ৷ বিচারাধীন বিষয় ৷
20. পশ্চিমবঙ্গ শ্রম কল্যাণ তহবিল (সংশোধন) বিল, 2023 বিভাগের অতিরিক্ত মুখ্যসচিবকে রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে ৷
21. বেঙ্গল অ্যালুভিয়াল ল্যান্ডস (রিপিলিং) বিল, 2023 । ডিপার্টমেন্টের এমওএস/সচিবের সঙ্গে আলোচনা মুলতুবি ।
22. কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল, 2023। বিভাগের প্রধান সচিবকে রাজ্যপালের সঙ্গে আলোচনার জন্য অনুরোধ করা হয়েছে ।
আরও পড়ুন: রাজ্যে-রাজ্যে সরকার ও রাজ্যপালের সংঘাত নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট