ETV Bharat / state

Raj Bhavan Open for Public: রাজভবনে হেরিটেজ ওয়াক শুরু, জেনে নিন কীভাবে সুযোগ পাবেন প্রবেশের - Raj Bhavan Open gates for general Public

এবার আপনিও যেতে পারেন রাজভবনে হেরিটেজ ওয়াকে ৷ কী যেতে চান নাকি ? কী করে যাবেন ভাবছেন ? তবে এখনই সেই সুযোগ হচ্ছে না ৷ কিন্তু আগামী চার-পাঁচ সপ্তাহ পরে রাজভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন আপনিও ৷ অনলাইনে সেই আবেদনের ভিত্তিতেই মিলবে রাজভবনে প্রবেশের অনুমতি ।

Raj Bhavan
রাজভবন
author img

By

Published : Apr 15, 2023, 8:55 PM IST

রাজভবনের দরজা খুলল জনসাধারণের জন্য

কলকাতা, 15 এপ্রিল: স্বাধীনতার পর সাধারণ মানুষ যেভাবে রাজভবনে প্রবেশ করেছিলেন, সেই স্মৃতিকে স্মরণে রেখেই শনিবার, নববর্ষের প্রথম দিন থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কলকাতার রাজভবনের দরজা । নির্ধারিত নিয়ম ও পদ্ধতিতে মেনে সাধারণ মানুষ এবার থেকে রাজভবনে প্রবেশ করতে পারবেন । থাকছে না কোনও বাধা । শনিবার 1430 বঙ্গাব্দের প্রথম দিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস জনরাজভবনের আনুষ্ঠানিক সূচনা করেন । বিভিন্ন রাজ্যের প্রতিনিধি-সহ প্রখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি ও কলকাতার একাধিক প্রতিষ্ঠানের পড়ুয়ারা এদিন উপস্থিত ছিলেন সেখানে ।

Jana Raj Bhavan
জনসাধারণের জন্য খুলে গেল রাজভবন

এদিন প্রথমে আনুষ্ঠানিকভাবে জনরাজভবনের সূচনা করেন রাজ্যপাল ৷ এরপরে কবিতা কৃষ্ণমূর্তি গান করেন ৷ তারপর তিনটে দলে ভাগ করে উপস্থিত দর্শনার্থীদের রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হয় । তার মধ্যে লাইব্রেরি, ঝুলন্ত সেতু, মিউজিয়াম থেকে শুরু করে একাধিক ইতিহাসে সমৃদ্ধ জায়গা ছিল । এই হেরিটেজ ওয়াকের ট্যুর গাইড হিসেবে ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজভবনের তরফে । রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন,"আমরা সকলে সমান ৷ কেউ বড় ছোট নয় । দুশো বছরের ইতিহাসে আজকে বদল ঘটল । এবার জনসাধারণ ঘুরে দেখতে পারবেন রাজভবন ।"

Jana Raj Bhavan
রাজ্যপাল জনরাজভবনের সূচনা করেন

ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, আজকের এই সূচনায় সকলেই খুশি । প্রাথমিকভাবে আমন্ত্রিতদের আজকে তিনটি দলে ভাগ করে রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হচ্ছে । আগামী কয়েক সপ্তাহ প্রতি শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই হেরিটেজ ওয়াক চলবে ৷ দর্শকরা সকলেই আমন্ত্রিত থাকবেন । চার-পাঁচ সপ্তাহ পরে রাজভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এখানে প্রবেশের জন্য । এই প্রবেশের জন্য নির্দিষ্ট কোনও মূল্য নেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত রাজভবনের তরফে ঠিক করা হয়নি ।

Jana Raj Bhavan
রাজভবনের অন্দরমহল পরিদর্শন

উল্লেখ্য, 1803 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয় ঐতিহ্যবাহী এই রাজভবন । স্বাধীনতার পর এতদিন সেখানে বিশেষ পদ, মর্যাদা, রাজনৈতিক দলের নেতা বা ব্যক্তি বিশেষ অনুমতি নিয়েই তবে রাজভবনে প্রবেশ করতে পারতেন । জনসাধারণ চাইলেও ঢুকতে পারতেন না এতদিন । ফলে, আজ, পয়লা বৈশাখে সেই ঐতিহাসিক নিয়মের অবসান ঘটল । তবে, রাজভবনের প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষ চাইলেও ঘুরতে পারবেন এমনটা নয় । বরং, নির্দিষ্ট কিছু জায়গায় ঘোরার অনুমতি দেওয়া হয়েছে ।

Jana Raj Bhavan
রাজভবনে হেরিটেজ ওয়াক শুরু

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে মানুষের ঢল, তীব্র দাবদাহ উপেক্ষা করে মায়ের দুয়ারে ভক্তরা

রাজভবনের দরজা খুলল জনসাধারণের জন্য

কলকাতা, 15 এপ্রিল: স্বাধীনতার পর সাধারণ মানুষ যেভাবে রাজভবনে প্রবেশ করেছিলেন, সেই স্মৃতিকে স্মরণে রেখেই শনিবার, নববর্ষের প্রথম দিন থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হল কলকাতার রাজভবনের দরজা । নির্ধারিত নিয়ম ও পদ্ধতিতে মেনে সাধারণ মানুষ এবার থেকে রাজভবনে প্রবেশ করতে পারবেন । থাকছে না কোনও বাধা । শনিবার 1430 বঙ্গাব্দের প্রথম দিনে রাজ্যপাল সিভি আনন্দ বোস জনরাজভবনের আনুষ্ঠানিক সূচনা করেন । বিভিন্ন রাজ্যের প্রতিনিধি-সহ প্রখ্যাত গায়িকা কবিতা কৃষ্ণমূর্তি ও কলকাতার একাধিক প্রতিষ্ঠানের পড়ুয়ারা এদিন উপস্থিত ছিলেন সেখানে ।

Jana Raj Bhavan
জনসাধারণের জন্য খুলে গেল রাজভবন

এদিন প্রথমে আনুষ্ঠানিকভাবে জনরাজভবনের সূচনা করেন রাজ্যপাল ৷ এরপরে কবিতা কৃষ্ণমূর্তি গান করেন ৷ তারপর তিনটে দলে ভাগ করে উপস্থিত দর্শনার্থীদের রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হয় । তার মধ্যে লাইব্রেরি, ঝুলন্ত সেতু, মিউজিয়াম থেকে শুরু করে একাধিক ইতিহাসে সমৃদ্ধ জায়গা ছিল । এই হেরিটেজ ওয়াকের ট্যুর গাইড হিসেবে ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টেকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজভবনের তরফে । রাজ্যপাল সিভি আনন্দ বোস এদিন বলেন,"আমরা সকলে সমান ৷ কেউ বড় ছোট নয় । দুশো বছরের ইতিহাসে আজকে বদল ঘটল । এবার জনসাধারণ ঘুরে দেখতে পারবেন রাজভবন ।"

Jana Raj Bhavan
রাজ্যপাল জনরাজভবনের সূচনা করেন

ইন্ডিয়ান মিউজিয়ামের এডুকেশন ডিপার্টমেন্টের ডিরেক্টর সায়ন ভট্টাচার্য জানান, আজকের এই সূচনায় সকলেই খুশি । প্রাথমিকভাবে আমন্ত্রিতদের আজকে তিনটি দলে ভাগ করে রাজভবনের দশটি জায়গা ঘুরে দেখানো হচ্ছে । আগামী কয়েক সপ্তাহ প্রতি শনিবার বিকেল সাড়ে চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এই হেরিটেজ ওয়াক চলবে ৷ দর্শকরা সকলেই আমন্ত্রিত থাকবেন । চার-পাঁচ সপ্তাহ পরে রাজভবনের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে এখানে প্রবেশের জন্য । এই প্রবেশের জন্য নির্দিষ্ট কোনও মূল্য নেওয়া হবে কি না, তা এখনও পর্যন্ত রাজভবনের তরফে ঠিক করা হয়নি ।

Jana Raj Bhavan
রাজভবনের অন্দরমহল পরিদর্শন

উল্লেখ্য, 1803 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয় ঐতিহ্যবাহী এই রাজভবন । স্বাধীনতার পর এতদিন সেখানে বিশেষ পদ, মর্যাদা, রাজনৈতিক দলের নেতা বা ব্যক্তি বিশেষ অনুমতি নিয়েই তবে রাজভবনে প্রবেশ করতে পারতেন । জনসাধারণ চাইলেও ঢুকতে পারতেন না এতদিন । ফলে, আজ, পয়লা বৈশাখে সেই ঐতিহাসিক নিয়মের অবসান ঘটল । তবে, রাজভবনের প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষ চাইলেও ঘুরতে পারবেন এমনটা নয় । বরং, নির্দিষ্ট কিছু জায়গায় ঘোরার অনুমতি দেওয়া হয়েছে ।

Jana Raj Bhavan
রাজভবনে হেরিটেজ ওয়াক শুরু

আরও পড়ুন: দক্ষিণেশ্বরে মানুষের ঢল, তীব্র দাবদাহ উপেক্ষা করে মায়ের দুয়ারে ভক্তরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.