কলকাতা, 2 জুলাই: রথে বৃষ্টি দেখা মেলেনি । তা সত্ত্বেও মুখ ভার ছিল কলকাতার আকাশের । আলিপুর আবহাওয়া দফতর দক্ষিণবঙ্গের বেশকিছু জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা দিলেও তা বিক্ষিপ্ত বৃষ্টি, বর্ষার প্রত্যাশিত ধারাস্নান নয় (West Bengal Weather Update)। যদিও, তা লঘুভাবে না নেওয়ার পরামর্শই দিচ্ছেন আবহাওয়াবিদরা । ইতিমধ্যেই ঝড়-বৃষ্টি-বজ্রপাতের সতর্কতাকে পাত্তা না দিয়ে নিরাপদ জায়গায় না থাকার মাসুল দিয়েছেন দীঘায় পর্যটকরা ।
হাওয়া অফিস সূত্রে খবর, জুলাই মাসের প্রথম দিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে । যা এতদিন অধরা ছিল । পূর্বাভাসে বলা বাক্যগুলি দক্ষিণবঙ্গের পক্ষে আশার আলো জ্বালালেও তার হদিশ অন্তত প্রথম দিন ধরা পড়েনি । কলকাতা এবং দুই চব্বিশ পরগনার পড়শি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রার পারদ চড়তে পারেনি । বরং ভেসে আসা ঠান্ডা হাওয়ায় কিছুটা উৎসবের আবহে আরাম হয়েছে । শুক্রবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম ।
আরও পড়ুন : বর্ষায় ত্বকের সমস্য়া থেকে বাঁচতে দেখে নিন কিছু টিপস
শনিবার রথের সপ্তাহে দিনের আকাশ মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে । অন্যদিকে, দক্ষিণবঙ্গে আশার আলো দেখা গেলেও উত্তরবঙ্গে সাময়িক বৃষ্টি-বিরতির ইঙ্গিত । আগামী পাঁচদিনের যে পূর্বাভাস আলিপুর দিচ্ছে, তাতে উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দূর্বলভাবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তার গতি বাড়ানোতে স্বস্তি খুঁজছে দক্ষিণবঙ্গ । অন্যদিকে, ধারাস্নানের রাশে স্বস্তি উত্তরবঙ্গে । দুই জলচ্ছবি বঙ্গের বর্ষার ক্যানভাসে ।