কলকাতা, 31 জুলাই : বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ ক্রমে সুস্পষ্ট হয়ে পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে। এই মুহূর্তে রাজ্য থেকে 300 কিলোমিটার দূরে দেওঘরের কাছাকাছি রয়েছে এই নিম্নচাপ। সুস্পষ্ট নিম্নচাপের প্রভাব অনেকটাই কেটে গিয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে।
তবে পশ্চিমের জেলাগুলোতে আগামী 24 ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তিন জেলায় ইতিমধ্যেই কমলা সর্তকতা জারি করেছে আবহাওয়া দফতর।
এই জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আনুমানিক 200 মিলিমিটার ও তার বেশি হওয়ারও সম্ভাবনা রয়েছে । এই সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে মুর্শিদাবাদ, মালদা, পূর্ব বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবে আগামী 48 ঘণ্টায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পংয়ে প্রবল বৃষ্টির জন্য সেখানেও কমলা সর্তকতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও।
আরও পড়ুন : দিনভর বর্ষণে রাজ্যের জলছবি
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে।
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.2 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 84.4 মিলিমিটার।