কলকাতা, 27 জুলাই : বুধবার উত্তর বঙ্গোপসাগর ও তার সংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে । এর প্রভাবেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ 28 থেকে 30 তারিখ পর্যন্ত নিম্নচাপের জেরে রাজ্যজুড়ে চলবে বৃষ্টিপাত ৷ আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস ৷ 28 তারিখ থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷
আজ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ৷ আলিপুর আবহাওয়া অফিসের তরফে ইতিমধ্যেই সর্তকতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য । যারা সমুদ্রে গিয়েছেন তাঁদের আগামী 24 ঘণ্টায় ফিরে আসতে বলা হয়েছে ।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল ও পরশু উপকূলের জেলাগুলোতে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ দুই 24 পরগনা-সহ পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী শুক্রবার পশ্চিমের জেলাগুলোতে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷
আরও পড়ুন : Tokyo Olympics : 10 মিটার এয়ার পিস্তলের প্রথম ধাপে শীর্ষে মনু-সৌরভ জুটি
আগামিকাল বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হবে, তার প্রভাবে শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ এর ফলে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে । উপকূল সংলগ্ন নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সমুদ্র উপকূলে জলোচ্ছাসের সম্ভাবনা রয়েছে ।
আজ উত্তরবঙ্গের বেশকিছু জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । উত্তরবঙ্গের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ।
আজ কলকাতার আকাশ প্রধানত মেঘলা । নিম্নচাপের প্রভাবে আজও কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি বেশি । বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 14.1 মিলিমিটার ।
আরও পড়ুন : BJP Hastings : হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা