ETV Bharat / state

Weather Forecast : বৃষ্টি কমলেও ঊর্ধ্বমুখী তাপমাত্রা, আর্দ্রতার পরিমাণ বাড়ায় অস্বস্তিকর গরম - উত্তরবঙ্গে বৃষ্টি

কাল দেশে বর্ষা বিদায়ের পালা শুরু হলেও পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় ৷ উত্তরবঙ্গে কমবে বৃষ্টি আর দক্ষিণবঙ্গেও কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ তবে বাড়বে অস্বস্তিকর গরম ৷

বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা
বৃষ্টি কমলেও বাড়বে তাপমাত্রা
author img

By

Published : Oct 5, 2021, 9:50 AM IST

কলকাতা, 5 অক্টোবর : আজ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমে স্বাভাবিক হবে । বিহার ও উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ায় উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে । আজ শুধু কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম । বিক্ষিপ্ত ভাবে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে । তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে । পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : Asansol Flood : আসানসোলে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষলেন মলয় ঘটক

আজ কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

বর্ষা-বিদায়ের আপডেট : আগামিকাল 6 অক্টোবর থেকে দেশে বর্ষা বিদায় নিতে শুরু করবে । উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার পালা শেষ হবে । ধাপে ধাপে গোটা দেশ থেকে চলে যাবে বর্ষা । উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া শুষ্ক থাকায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে । পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে আরও বেশ কয়েকদিন পর । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী অক্টোবরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজ্য থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । অর্থাৎ দুর্গাপুজোর 4 দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

কলকাতা, 5 অক্টোবর : আজ থেকে উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । উত্তরবঙ্গের বৃষ্টির পরিমাণ কমে স্বাভাবিক হবে । বিহার ও উত্তরপ্রদেশের উপরে থাকা নিম্নচাপ শক্তি হারিয়ে দুর্বল হয়ে পড়ায় উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে । আজ শুধু কোচবিহার ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । অন্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কম । বিক্ষিপ্ত ভাবে দুই-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে । তবে বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বাড়বে । পাশাপাশি বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তিও বাড়বে । দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটা বেড়ে যাওয়ায় গরমের অনুভূতি হবে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, নদিয়া ও বীরভূমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন : Asansol Flood : আসানসোলে বন্যা পরিস্থিতির জন্য ডিভিসিকে দুষলেন মলয় ঘটক

আজ কলকাতার আকাশ অংশত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 95 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

বর্ষা-বিদায়ের আপডেট : আগামিকাল 6 অক্টোবর থেকে দেশে বর্ষা বিদায় নিতে শুরু করবে । উত্তর-পশ্চিম ভারত থেকে বর্ষার পালা শেষ হবে । ধাপে ধাপে গোটা দেশ থেকে চলে যাবে বর্ষা । উত্তর-পশ্চিম ভারতের আবহাওয়া শুষ্ক থাকায় বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে । রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডিগড়, উত্তরপ্রদেশের বেশ কিছু অংশ থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বিদায় নিতে চলেছে । পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে আরও বেশ কয়েকদিন পর । মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী অক্টোবরের তৃতীয় সপ্তাহ নাগাদ রাজ্য থেকে বিদায় নেবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু । অর্থাৎ দুর্গাপুজোর 4 দিন রাজ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.