কলকাতা, 12 অগস্ট: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা সেভাবে মিলছে না (West Bengal Weather Update)। ফলে বৃষ্টির ঘাটতি মেটার যে আশা নিম্নচাপের হাত ধরে আশা করেছিল দক্ষিণবঙ্গ, সেই আশায় জল । আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে নিম্নচাপের শক্তি কমেছে । পশ্চিমবঙ্গের উপকুলে আরও একটি ঘূর্ণাবর্ত উপস্থিত । ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও তা বর্ষার প্রত্যাশিত বৃষ্টি নয় । পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবেই হয়েছে । আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে । একইভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি হবে । রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টি হবে না । ফলে পুরো রাজ্য জুড়েই বৃষ্টিকে তার প্রত্যাশিত মেজাজে পাওয়ার সম্ভাবনা কম ।
আরও পড়ুন: নক্ষত্রগত অবস্থানের কারণে আত্মবিশ্বাসী থাকবেন কারা! জানুন রাশিফলে
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচদিন হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । তাপমাত্রার বিশেষ পরিবর্তনের পূর্বাভাস নেই । ফলে তাপমাত্রার পারদ সেভাবে না বাড়লেও আদ্রতাজনিত গরমে অস্বস্তিকর গরম অব্যাহত থাকবে । বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় তিন ডিগ্রি কম । বাতাসের আপেক্ষিক আদ্রতা শতকরা 95 শতাংশ হওয়ায় গরমের অস্বস্তি রয়েই গিয়েছে । শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রির আশেপাশে থাকবে । দিনের আকাশ মেঘলা হলেও কয়েক পশলা বৃষ্টি হবে ।