কলকাতা, 4 জুলাই: সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে । ইতিমধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকলেও তার প্রভাব এখনও সেভাবে দেখা যাচ্ছে না । নামেই বর্ষাকাল, বৃষ্টির দেখা সেভাবে নেই কলকাতা এবং আশেপাশে অঞ্চলের আকাশে । ইতিমধ্যে বলা হয়েছে নিম্নচাপ অক্ষরেখা এবং ঘূর্নাবর্ত তৈরি হয়েছে উত্তর ওড়িশা উপকুলে । এই ঘূর্নাবর্ত ধীরে ধীরে শক্তি বাড়াচ্ছে । ফলে সপ্তাহের প্রথম দিন থেকেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে (Weather in West Bengal) ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার থেকে বৃষ্টি বাড়বে জেলার উপকূলবর্তী অঞ্চলেও । বাকি অংশে যেভাবে বৃষ্টি হচ্ছে তা অব্যাহত থাকবে । রবিবার কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলের আকাশ ছিল মেঘলা । দুই মেদিনীপুর, হাওড়া, হুগলিতে দুপুরে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টি হয়েছে ৷ পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামেও ঝড়-বৃষ্টি হয়েছে । কিন্তু আকাশে মেঘ থাকলেও বৃষ্টির দেখা মেলেনি কলকাতার আকাশে ।
আরও পড়ুন: বর্ষা মানেই ডেঙ্গুর ভয় ! জেনে নিন উপসর্গ, লক্ষণ ও প্রতিরোধের উপায়
রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম । তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ নয়ের ঘরে ঘোরাফেরা করায় অস্বস্তি বেড়েছে । সোমবার আকাশ মেঘলা । সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রির আশেপাশে থাকবে । বিকেল বা সন্ধেয় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টির ছবি দেখা গেলেও উত্তরবঙ্গে বৃষ্টির সাময়িক বিরতি । যা জেলাগুলোর পক্ষে স্বস্তিরও বটে । তবে বঙ্গে বর্ষা প্রবেশ করলেও সে দিগভ্রান্ত । ফলে নামেই বর্ষাকাল বৃষ্টির দেখা সেভাবে নেই ।