কলকাতা, 14 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে বাংলা। তাপমাত্রার পারদ পঁয়ত্রিশের নীচে। তবুও ঘামছে বাংলা। কারণ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী তিনদিন। দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে চলবে মাঝারি বৃষ্টি, জানাল হাওয়া অফিস ৷ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে সীতামারি কিষাণগঞ্জ থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত।
আরেকটি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি চলবে। তা কখনও ভারী, আবার বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি। রবিবার বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে দক্ষিণ 24 পরগনা এবং উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তবে এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হলেও তা কখনও ভারী বৃষ্টি হবে না। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আর তা সেটা হালকা থেকে মাঝারি। এককথায় যেখানে মেঘ, সেখানে বৃষ্টি।
আরও পড়ুন: চলতি সপ্তাহে আর্থিক ক্ষতির আশঙ্কা কোন রাশির ? জেনে নিন সাপ্তাহিক রাশিফলে
ইতিমধ্যে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি বেশি হওয়ায় আর্দ্রতাজনিত গরম অনুভূত হচ্ছে। হাওয়া অফিস বলছে, এই আবহাওয়াই চলবে আগামী কয়েকদিন। শ্রাবণ মাসের শেষে বৃষ্টি স্বাভাবিক। কিন্তু অঝোর ধারায় বৃষ্টি দক্ষিণবঙ্গে সেভাবে হয়নি। ফলে বৃষ্টির ঘাটতি বেড়েছে। জুন থেকে অগস্ট মাস পর্যন্ত বৃষ্টির পর সেই ঘাটতি কতোটা মেটে, সেদিকেই তাকিয়ে হাওয়া অফিস। রবিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.9 ডিগ্রি সেলসিয়াস কম।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 94 শতাংশ। বৃষ্টিপাত সামান্যই। আজ, সোমবার দিনের আকাশ মেঘলা। কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা কাদের ? জানুন রাশিফলে