ETV Bharat / state

West Bengal Weather Update : মে-র প্রথম সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গ - rain possibility in south bengal in the 1st week of may

উফফ ! শুনেও শান্তি ৷ অপেক্ষা আর মাত্র কয়েকদিনের ৷ মে-র প্রথমেই দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনার কথা শোনাল আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather Update) ৷

Bengal Weather News
বাংলার আবহাওয়া
author img

By

Published : Apr 28, 2022, 7:42 AM IST

কলকাতা, 28 এপ্রিল : টানা 58 দিন বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে । কলকাতা দেখল দীর্ঘ শুষ্কতম গ্রীষ্ম । পরিসংখ্যান বলছে এর আগে 2006 সালে এরকম বৃষ্টিহীন পরিস্থিতি দেখেছিল কলকাতা । সেবার মার্চ এবং এপ্রিল মিলিয়ে 43 দিন বৃষ্টির দেখা পাওয়া যায়নি । 16 বছর পরে কেন ফের এই পরিস্থিতি ?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া (Weather Forecast of West Bengal) অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এবারের থেকেও বেশি তাপমাত্রার পারদ চড়ার নজির আমাদের কাছে রয়েছে । কিন্তু এবারের পরিস্থিতি আলাদা । কারণ একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহের এই নজির কম । আজ যদি দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস জোরালো থাকত তাহলে এই তাপপ্রবাহ বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকত । যেহেতু দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত বাতাস সেভাবে নেই ফলে গরম বাতাস প্রায় উপকূল পর্যন্ত চলে এসেছে । শুধুমাত্র তাপপ্রবাহ থেকে ছাড় পেয়েছে দিঘা, কলকাতা, ডায়মণ্ডহারবারের মত উপকূলবর্তী এলাকাগুলো । আগে কয়েকটি জায়গার মধ্যে তাপপ্রবাহ সীমাবদ্ধ থাকলেও এবারের মত পুরুলিয়া থেকে দমদম পর্যন্ত দীর্ঘ এলাকা তাপপ্রবাহের কবলে পড়েনি ।"

আরও পড়ুন : Heat In Bengal : তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

প্রায় একই সঙ্গে তিনি বলেন, "কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই । যে ধরনের শুষ্ক গরম আবহাওয়া রয়েছে তার বিশেষ পরিবর্তন হবে না । মার্চ-এপ্রিল মিলিয়ে ছ'টি কালবৈশাখী সাধারণত দেখা যায় । এবার তারও দেখা নেই । আবহাওয়ার এহেন পরিবর্তনের নেপথ্য কারণ জানাতে গিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝড় বৃষ্টির জন্য মূলত বাতাসে জলীয় বাষ্প দরকার । বৃষ্টি হতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন বাতাসে তা নেই । দ্বিতীয়ত হাওয়া যদি থাকে তা উপরে উঠে যাবে । হাওয়া যদি উপরে না ওঠে তাহলে হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প উপরে উঠবে না । হাওয়া উপরে না উঠলে ঝড় বৃষ্টি হয় না । এই সময় ছবিটা ভিন্ন । হাওয়া উপরে ওঠার বদলে নিচে নামছে । এর ফলে তাপমাত্রা বাড়ছে । ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে তা বঙ্গের দিকে চলে আসে । এবার জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে চলে যাওয়ায় হিমালয়ের পাদদেশ অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে ।"

বৃষ্টির জন্য আর ক'দিনের অপেক্ষা ? শুনুন আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য

আরও পড়ুন : Heat Wave in Malda : মালদায় তাপমাত্রার পারদ ছুঁল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

তাহলে কি বৃষ্টির দেখা কিংবা ঝড়ের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে ?

হাওয়া অফিস বলছে, মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে (Rain Possibility in South Bengal in the 1st Week of May) ৷ তবে এক সঙ্গে সব জেলায় বৃষ্টি নাও হতে পারে ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে-র প্রথম দু'দিনের মধ্যে ।

আপাতত পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে আরও 2 থেকে 3 দিন । বাঁকুড়া (42.7 ডিগ্রি), পশ্চিম বর্ধমানের আসানসোল (43.5), পুরুলিয়া (43.1), হুগলির মগরা (42), ঝাড়গ্রাম (42.5), মুর্শিদাবাদের বহরমপুরে (42) তাপপ্রবাহ চলেছে ।

বর্ষার মত বৃষ্টি হবে না এখন । তবে এই বৃষ্টি তীব্র গরম থেকে বেশ কিছুটা স্বস্তি দেবে । জলীয় বাষ্প ভরা আর্দ্র বায়ু দক্ষিণ-পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে । তাতেই পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস পিছু হটবে । ফলস্বরূপ বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার আশা থাকছে ।


উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে । একমাত্র মালদাতে বৃষ্টি কম হবে । 30 তারিখের পর উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা সেরকম বাড়বে না । কলকাতায় তাপমাত্রা একইরকম থাকবে । বুধবার সারাদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বৃহস্পতিবারও তাপমাত্রার পারদ 37 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন : Frog Wedding in Arambag : মালাবদল থেকে সিঁদুরদান, বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে !

কলকাতা, 28 এপ্রিল : টানা 58 দিন বৃষ্টি নেই দক্ষিণবঙ্গে । কলকাতা দেখল দীর্ঘ শুষ্কতম গ্রীষ্ম । পরিসংখ্যান বলছে এর আগে 2006 সালে এরকম বৃষ্টিহীন পরিস্থিতি দেখেছিল কলকাতা । সেবার মার্চ এবং এপ্রিল মিলিয়ে 43 দিন বৃষ্টির দেখা পাওয়া যায়নি । 16 বছর পরে কেন ফের এই পরিস্থিতি ?

এই বিষয়ে আলিপুর আবহাওয়া (Weather Forecast of West Bengal) অফিসের উপ-অধিকর্তা সঞ্জীবকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "এবারের থেকেও বেশি তাপমাত্রার পারদ চড়ার নজির আমাদের কাছে রয়েছে । কিন্তু এবারের পরিস্থিতি আলাদা । কারণ একসঙ্গে এতগুলো জেলায় তাপপ্রবাহের এই নজির কম । আজ যদি দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা বাতাস জোরালো থাকত তাহলে এই তাপপ্রবাহ বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকত । যেহেতু দক্ষিণ-পশ্চিম দিক থেকে আগত বাতাস সেভাবে নেই ফলে গরম বাতাস প্রায় উপকূল পর্যন্ত চলে এসেছে । শুধুমাত্র তাপপ্রবাহ থেকে ছাড় পেয়েছে দিঘা, কলকাতা, ডায়মণ্ডহারবারের মত উপকূলবর্তী এলাকাগুলো । আগে কয়েকটি জায়গার মধ্যে তাপপ্রবাহ সীমাবদ্ধ থাকলেও এবারের মত পুরুলিয়া থেকে দমদম পর্যন্ত দীর্ঘ এলাকা তাপপ্রবাহের কবলে পড়েনি ।"

আরও পড়ুন : Heat In Bengal : তীব্র গরমে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর

প্রায় একই সঙ্গে তিনি বলেন, "কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে আপাতত তাপপ্রবাহের সতর্কতা নেই । যে ধরনের শুষ্ক গরম আবহাওয়া রয়েছে তার বিশেষ পরিবর্তন হবে না । মার্চ-এপ্রিল মিলিয়ে ছ'টি কালবৈশাখী সাধারণত দেখা যায় । এবার তারও দেখা নেই । আবহাওয়ার এহেন পরিবর্তনের নেপথ্য কারণ জানাতে গিয়ে সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "ঝড় বৃষ্টির জন্য মূলত বাতাসে জলীয় বাষ্প দরকার । বৃষ্টি হতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন বাতাসে তা নেই । দ্বিতীয়ত হাওয়া যদি থাকে তা উপরে উঠে যাবে । হাওয়া যদি উপরে না ওঠে তাহলে হাওয়ার সঙ্গে জলীয় বাষ্প উপরে উঠবে না । হাওয়া উপরে না উঠলে ঝড় বৃষ্টি হয় না । এই সময় ছবিটা ভিন্ন । হাওয়া উপরে ওঠার বদলে নিচে নামছে । এর ফলে তাপমাত্রা বাড়ছে । ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকে তা বঙ্গের দিকে চলে আসে । এবার জলীয় বাষ্পপূর্ণ বাতাস উত্তর-পূর্ব ভারতের দিকে চলে যাওয়ায় হিমালয়ের পাদদেশ অঞ্চলে ঝড় বৃষ্টি হচ্ছে ।"

বৃষ্টির জন্য আর ক'দিনের অপেক্ষা ? শুনুন আলিপুর আবহাওয়া অফিসের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্য

আরও পড়ুন : Heat Wave in Malda : মালদায় তাপমাত্রার পারদ ছুঁল 43 ডিগ্রি, বৃষ্টির সম্ভাবনা নেই

তাহলে কি বৃষ্টির দেখা কিংবা ঝড়ের পূর্বাভাস নেই দক্ষিণবঙ্গে ?

হাওয়া অফিস বলছে, মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে (Rain Possibility in South Bengal in the 1st Week of May) ৷ তবে এক সঙ্গে সব জেলায় বৃষ্টি নাও হতে পারে ৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মে-র প্রথম দু'দিনের মধ্যে ।

আপাতত পশ্চিমের জেলাগুলোতে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে আরও 2 থেকে 3 দিন । বাঁকুড়া (42.7 ডিগ্রি), পশ্চিম বর্ধমানের আসানসোল (43.5), পুরুলিয়া (43.1), হুগলির মগরা (42), ঝাড়গ্রাম (42.5), মুর্শিদাবাদের বহরমপুরে (42) তাপপ্রবাহ চলেছে ।

বর্ষার মত বৃষ্টি হবে না এখন । তবে এই বৃষ্টি তীব্র গরম থেকে বেশ কিছুটা স্বস্তি দেবে । জলীয় বাষ্প ভরা আর্দ্র বায়ু দক্ষিণ-পশ্চিম দিকে আসার সম্ভাবনা রয়েছে । তাতেই পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস পিছু হটবে । ফলস্বরূপ বৃষ্টির সম্ভাবনা তৈরি হওয়ার আশা থাকছে ।


উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস জারি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ বিশেষ করে উপরের পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হবে । একমাত্র মালদাতে বৃষ্টি কম হবে । 30 তারিখের পর উপকূলবর্তী জেলাতে তাপমাত্রা সেরকম বাড়বে না । কলকাতায় তাপমাত্রা একইরকম থাকবে । বুধবার সারাদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি বেশি । বৃহস্পতিবারও তাপমাত্রার পারদ 37 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

আরও পড়ুন : Frog Wedding in Arambag : মালাবদল থেকে সিঁদুরদান, বৃষ্টির আশায় ব্যাঙের বিয়ে !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.