ETV Bharat / state

পুজোর 4 দিনই বৃষ্টি হতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গে

19 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা পরবর্তী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷

rain-forecast-on-durga-puja-time-in-kolkata-and-other-districts
দুর্গাপুজোর 4 দিন বৃষ্টির পূর্বাভাস প্রবল
author img

By

Published : Oct 16, 2020, 6:15 PM IST

Updated : Oct 16, 2020, 6:24 PM IST

কলকাতা, 16 অক্টোবর : এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ তাতে পুজোর 4 দিন ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি ৷ 19 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা পরবর্তী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে ৷ তাই দক্ষিণবঙ্গে 22 থেকে 24 অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে ৷ কিন্তু, নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে থাকবে ৷ একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ৷ তার জেরে বর্ষা এবার দেরিতে বিদায় নেবে ৷ পুজোর আগে যেহেতু বর্ষা বিদায় নিচ্ছে না তাই পুজোর 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম । তবে, দুর্গাপুজোর 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তরবঙ্গে পুজোর 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এবিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রাক পুজো অর্থাৎ 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ও পুজোর ক'দিন অর্থাৎ 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে । সেইসঙ্গে হাওয়ার গতিবেগ বেশ কিছুটা বৃদ্ধি পাবে । 22 থেকে 24 অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷"

কলকাতায় আজ থেকে আগামী 20 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 21 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সন্ধের পর বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 57 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

কলকাতা, 16 অক্টোবর : এবার পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস ৷ জানিয়েছে, বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে ৷ তাতে পুজোর 4 দিন ভাসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলি ৷ 19 অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তা পরবর্তী 24 ঘণ্টায় আরও শক্তিশালী হয়ে উঠবে ৷

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করবে ৷ তাই দক্ষিণবঙ্গে 22 থেকে 24 অক্টোবর ভারী বৃষ্টি হতে পারে ৷ কিন্তু, নিম্নচাপের অভিমুখ অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার দিকে থাকবে ৷ একের পর এক নিম্নচাপ তৈরি হওয়ায় সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ৷ তার জেরে বর্ষা এবার দেরিতে বিদায় নেবে ৷ পুজোর আগে যেহেতু বর্ষা বিদায় নিচ্ছে না তাই পুজোর 4 দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম । তবে, দুর্গাপুজোর 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে । উত্তরবঙ্গে পুজোর 4 দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ এবিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রাক পুজো অর্থাৎ 16 থেকে 20 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ও পুজোর ক'দিন অর্থাৎ 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে । সেইসঙ্গে হাওয়ার গতিবেগ বেশ কিছুটা বৃদ্ধি পাবে । 22 থেকে 24 অক্টোবর দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা প্রবল ৷"

কলকাতায় আজ থেকে আগামী 20 অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 21 অক্টোবর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে । 21 থেকে 26 অক্টোবর পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ কলকাতায় আজ সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে । সন্ধের পর বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 দশমিক 1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 দশমিক 5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 94 শতাংশ, সর্বনিম্ন 57 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।

Last Updated : Oct 16, 2020, 6:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.