কলকাতা,২২ ফেব্রুয়ারি : ফের রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল অলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝা কারণে আগামী রবি, সোম ও মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে হাল্কা বৃষ্টি হতে পারে।
আবাহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী রবি ও সোমাবার পশ্চিম মেদিনীপুরী, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন কলকাতার আকাশ ও মেঘলা থাকবে। পাশাপাশি হাল্কা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, বিগত কয়েকদিনে পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্যেরই তাপমাত্রা বেড়েছে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এরফলে সকালের দিকে কুয়াশা দেখা যাচ্ছে। আবহাওয়া দপ্তর সূত্রের খবর, আগামী কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। রাতে তাপমাত্রা নামার সম্ভাবনা নেই। কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৩-৩৪ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ২১-২২ ডিগ্রির মধ্যেই ঘোরাফেরা করবে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কাটলে আবার তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে।