কলকাতা, 8 জানুয়ারি : চলতি সপ্তাহে আগামী দু'দিন আবহাওয়া শুষ্ক থাকলেও ফের বৃষ্টিতে ভিজতে চলেছে দক্ষিণবঙ্গ । অর্থাৎ, বেলাশেষের শীতেও রাজ্যে বৃষ্টি সঙ্গী (Bengal Weather Forecast)। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তারপর আবার শুকনো আবহাওয়ার মধ্যে দিয়ে শীত বিদায় ও বসন্ত স্বাগত ৷
ইতিমধ্যে দিনে গরম অনুভব হলেও রাতে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে । গত দু'দিন রাতের ঠান্ডার তুলনায় তাপমাত্রার পারদ একটু হলেও বেশি । হাওয়া অফিস বলছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 24.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি কমে হয়েছিল 13.6 ডিগ্রি সেলসিয়াস ।
মঙ্গলবার ভোরের দিকে কুয়াশা থাকলেও রৌদ্রোজ্জ্বল দিন কাটবে (Update Weather News of Bengal)। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি এবং 15 ডিগ্রির আশেপাশে থাকবে । তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও সিকিম-সহ উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারের কয়েকটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে এবার থেকে ধীরে ধীরে রাতের তাপমাত্রা বাড়তে থাকার পাশাপাশি বিদায় নেবে শীত । তার আগে শীতের শেষ ইনিংসে ফের বাধা বৃষ্টি ৷