কলকাতা, 20 অগস্ট: নীল আকাশে জমাট বেঁধে সাদা মেঘ । কখনও কখনও হালকা কালো মেঘ কয়েক পশলা বৃষ্টি দিয়ে চলে যাচ্ছে । বাংলা ক্যালেন্ডার বলছে, মাসটা ভাদ্র। কিন্তু হঠাৎ কয়েক পশলার বৃষ্টি জানান দিচ্ছে বর্ষা বিদায় নেয়নি। তেমন কিছু খুব দ্রুত হবে এমন ভাবার কোনও সঙ্গত কারণ নেই। আলিপুর আবহাওয়া দফতর এখনও বর্ষা বিদায়ের পূর্বাভাস দেয়নি। জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা ফের উত্তরের দিকে সরেছে । ফলে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। বাদ পড়বে না দক্ষিণবঙ্গও।
মানে আবারও আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে বাংলাজুড়ে। আজ রবিবার পর্যন্ত বৃষ্টি পরিমাণ কম থাকবে উত্তরবঙ্গে। আগামিকাল থেকে বদলাবে পরিস্থিতি। উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। 26 অগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বেশি পরিমাণে বৃষ্টি হবে। এর মধ্যে বুধ থেকে শুক্রবার পর্যন্ত কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উপরের দিকের বিভিন্ন জেলায় ৷ অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেই এই সতর্কতা জারি করে হাওয়া অফিস।
বাদ যাবে না দক্ষিণবঙ্গও । মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রপাত-সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উপকূলবর্তী এলাকার পাশাপাশি পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গে আজ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায় সোমবার পর্যন্ত আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। মঙ্গলবার থেকে কিছুটা বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস ৷ এটিও স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ। গত 24 ঘণ্টায় 4 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কয়েক পশলা বৃষ্টিও হতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 এবং 28 ডিগ্রির আশেপাশে থাকতে পারে।
আরও পড়ুন : চলতি সপ্তাহে ভাগ্যদেবী সুপ্রসন্ন কোন রাশির ? জেনে নিন সাপ্তাহিক রাশিফলে