কলকাতা, 2 জুলাই :উত্তরবঙ্গ জুড়ে চলছে লাগাতার ভারী বৃষ্টি ৷ আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস ৷ তবে কিছু জেলায় ভারী বৃষ্টি হবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ৷
কলকাতার আকাশ আজ আংশিক মেঘলা থাকলেও । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরম থাকবে । দক্ষিণবঙ্গের জেলাগুলির মধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া ও মুর্শিদাবাদে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।
আজ ও আগামীকাল জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে । 200 মিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে । দার্জিলিং, কালিম্পংয়ে আজ ও আগামীকাল অতি ভারী বৃষ্টির সর্তকতা দেওয়া হয়েছে । মালদা উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।
আগামী রবিবার ও সোমবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে । উত্তরবঙ্গে লাগাতার চলতে থাকা বৃষ্টির ফলে পাহাড়ি এলাকাগুলিতে ধস নামার সম্ভাবনা রয়েছে । বাড়তে পারে নদীর জলস্তর ।
আরও পড়ুন : Coronavirus India: দেশে ফের কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু, কমেছে সক্রিয় রোগীও
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 দশমিক 7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 দশমিক 6 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 96 শতাংশ ও সর্বনিম্ন 77 শতাংশ । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টি হয়েছে 8.6 মিলিমিটার । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ও সর্বনিম্ন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর প্রদেশ থেকে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে একটি নিম্নচাপ অক্ষরেখা । এই অক্ষরেখা বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে । এর ফলে সমুদ্র থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে ভূখণ্ডে । সেই সঙ্গেই রাজ্যে মৌসুমী বায়ু সক্রিয় থাকার জন্যই রাজ্যজুড়ে বৃষ্টি হবে ।
এর পাশাপাশি বিহার আসাম ও মেঘালয়েও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । ভারতের উত্তর-পূর্ব দিকের রাজ্যগুলির মধ্যে মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও অনুচর প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।