কলকাতা, 29 অগাস্ট : আপাতত ভারী বৃষ্টির পূর্বাভাস নেই রাজ্যে । তবে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আগামী 48 ঘণ্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও ।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সোমবার, 2 সেপ্টেম্বর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে । যার ফলে 2 তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।
পশ্চিমবঙ্গ- ওড়িশা লাগোয়া উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল তা নিম্নচাপে পরিণত হয়েছে । সেই সঙ্গে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে রাজ্যের উপর । যার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হবে ।
আলিপুর আবহাওয়া অফিস অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই নিম্নচাপের জেরে বেশি বৃষ্টি হবে ওড়িশাতে । দক্ষিণবঙ্গের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও । এই মুহূর্তে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কবার্তা নেই ।
কলকাতায় আগামী 24 ঘণ্টায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.6 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 36.7 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিক ।