কলকাতা, 9 মার্চ : গতরাতের বিভীষিকা এখনও ভুলতে পারেনি শহর ৷ আগুনের জেরে বিপর্যস্ত হয়ে গিয়েছে রেলের টিকিট বুকিং পরিষেবা ৷ ভোগান্তির শিকার হতে হচ্ছে রেলযাত্রীদের ৷ তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হতে শুরু করেছে টিকিট বুকিং পরিষেবা ৷ কিছু কিছু লাইনে অনলাইন পরিষেবা ইতিমধ্যেই স্বাভাবিক হয়েছে ৷
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলির রেলের বুকিং নিউ কয়লাঘাট বিল্ডিং থেকে চলে ৷ সেগুলিও ব্যাহত হয়েছে গতরাতের আগুনের জেরে ৷ বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে বুকিং পরিষেবা বন্ধ রয়েছে ৷ তবে ইউটিএস পরিষেবার মাধ্যমে অসংরক্ষিত টিকিট কাটা যাচ্ছে ৷
আরও পড়ুন : ম্যাপ দেওয়া হয়নি দমকলকে, আগুন নিয়ে মমতার অভিযোগ মেনে নিল রেল
বহুতল ভবনটির তিন তলায় রয়েছে সেন্টার ফর রেলওয়ে ইনফর্মেশন সিস্টেমস-এর অফিস । আগুনের প্রভাব পড়ে সেখানেও ৷ গোটা বিল্ডিংয়ের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় । বন্ধ হয়ে যায় টিকিট বুকিংয়ের সার্ভার ।
ব্যাটারির মাধ্যমে কিছুক্ষণ অনলাইন টিকিট কাটার ব্যবস্থা চালু করা হলেও তা বেশিক্ষণ টিকিয়ে রাখা যায়নি । সার্ভার বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কলকাতা থেকে প্রায় গোটা দেশের অনলাইন টিকিট বুকিং ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে ৷ রেলের আধিকারিক সূত্রে খবর, সার্ভার রুমের বিদ্যুত সংযোগ স্বাভাবিক হলেই ফের অনলাইন টিকিট কাটার ব্যবস্থা চালু হবে।
এদিকে পূর্ব রেল সূত্রে খবর, সোমবারের অগ্নিকাণ্ডের জেরে সুদীপ দাস নামে পূর্ব রেলের এক কর্মীর মৃত্যু হয়েছে ৷ তিনি তাঁর সহকর্মীদের উদ্ধার করার সময় অগ্নিদগ্ধ হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে ।