ETV Bharat / state

ফের চিঠি, রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চাইছে রেল - Railway ministry writes letter to Bengal government

রেলের দাবি, কোথাও কোনও অবরোধ হলে তা তৎক্ষণাৎ সামাল দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার ৷

রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চাইছে রেল, ফের চিঠি
রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চাইছে রেল, ফের চিঠি
author img

By

Published : Nov 9, 2020, 6:21 PM IST

Updated : Nov 9, 2020, 7:17 PM IST

কলকাতা, 9 নভেম্বর : হাতে মাত্র আর 24 ঘন্টা ৷ তারপরই চালু হবে লোকাল ট্রেন । দফায় দফায় রাজ্যের সঙ্গে দলের বৈঠকের পর এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন স্টেশনগুলোতে । তবে শেষ মুহূর্তে রেলের পক্ষ থেকে SOP সিস্টেমকে মাথায় রেখে রাজ্যের কাছে ফের চিঠি পাঠিয়েছে রেল । যেখানে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চাইছে রেল ।রাজ্য সরকারের কাছে রেলের তরফ থেকে মোট দশটি নির্দিষ্ট প্রস্তাব তালিকা করে পাঠানো হয়েছে । যেখানে সুষ্ঠুভাবে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের সাহায্য চাওয়া হয়েছে ।

1) রাজ্যের পক্ষ থেকে মেজর স্টেশনগুলোতে নোডাল অফিসার তৈরি করা হোক ।

2) আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সুরক্ষা বিধি পরিচালনা করুক রাজ্যের রেল পুলিশের সুপাররা ।

৩) অনধিকার প্রবেশ ও প্রস্থানে রাজ্য পুলিশের সহায়তায় দেখাশোনা করুক RPF ।

4) অ্যাকসেস কন্ট্রোলের এর জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করুক রাজ্য সরকার ।

5) প্রয়োজন হলে অথরাইজ়ড স্টেশন বেসড সিস্টমে চালু করুক রাজ্য সরকার ।

6) অনুনোমোদিত হকারদের স্টেশনে ঢুকতে দেওয়া যাবে না ।

7) প্রত্যেকটি স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা রাখুক রাজ্য সরকার ।

8) প্রবেশ ও প্রস্থানের জায়গায় ব্যরিকেড করতে সাহায্য করবে রেল ।

9) কোথাও কোনও অবরোধ হলে তা তৎক্ষণাৎ সামাল দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার ।

10) সকাল 8 টা থেকে 11:00 এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত 84% লোকাল ট্রেন চালাবে রেল ।

বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেনে চালানো নিয়ে নবান্নে 10টি জেলার DM, SP-দের নিয়ে বৈঠক হয় । স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নেতৃত্বে হয় এই ভিডিয়ো কনফারেন্স । বৈঠকে আলোচনা বিষয়বস্তুটি ছিল, রেল চালানোর দাবির ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া ও রেলের চিঠিকে কেন্দ্র করে আলোচনা । নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ কীভাবে সহযোগিতা করা যায় রেলকে, সেই আলোচনা উঠে আসে বৈঠকে । যাতে নির্বিঘ্নে ট্রেন চালানো যায় । যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে স্টেশনে বাইরে ও ভিতরে পর্যাপ্ত পুলিশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি সামাজিক দূরত্ববিধি বজায় রেখে, মাস্ক ব্যবহারকে অনিবার্য করে যাত্রীদের সুরক্ষা মাথা রেখে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে নবান্ন বলে সূত্রের খবর ।

কলকাতা, 9 নভেম্বর : হাতে মাত্র আর 24 ঘন্টা ৷ তারপরই চালু হবে লোকাল ট্রেন । দফায় দফায় রাজ্যের সঙ্গে দলের বৈঠকের পর এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছে হাওড়া, শিয়ালদা সহ বিভিন্ন স্টেশনগুলোতে । তবে শেষ মুহূর্তে রেলের পক্ষ থেকে SOP সিস্টেমকে মাথায় রেখে রাজ্যের কাছে ফের চিঠি পাঠিয়েছে রেল । যেখানে রাজ্যের সঙ্গে যৌথ উদ্যোগে লোকাল ট্রেন চালাতে চাইছে রেল ।রাজ্য সরকারের কাছে রেলের তরফ থেকে মোট দশটি নির্দিষ্ট প্রস্তাব তালিকা করে পাঠানো হয়েছে । যেখানে সুষ্ঠুভাবে লোকাল ট্রেন চালানোর জন্য রাজ্যের সাহায্য চাওয়া হয়েছে ।

1) রাজ্যের পক্ষ থেকে মেজর স্টেশনগুলোতে নোডাল অফিসার তৈরি করা হোক ।

2) আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সামাজিক সুরক্ষা বিধি পরিচালনা করুক রাজ্যের রেল পুলিশের সুপাররা ।

৩) অনধিকার প্রবেশ ও প্রস্থানে রাজ্য পুলিশের সহায়তায় দেখাশোনা করুক RPF ।

4) অ্যাকসেস কন্ট্রোলের এর জন্য পর্যাপ্ত পুলিশের ব্যবস্থা করুক রাজ্য সরকার ।

5) প্রয়োজন হলে অথরাইজ়ড স্টেশন বেসড সিস্টমে চালু করুক রাজ্য সরকার ।

6) অনুনোমোদিত হকারদের স্টেশনে ঢুকতে দেওয়া যাবে না ।

7) প্রত্যেকটি স্টেশনের বাইরে পর্যাপ্ত পরিমাণে পরিবহনের ব্যবস্থা রাখুক রাজ্য সরকার ।

8) প্রবেশ ও প্রস্থানের জায়গায় ব্যরিকেড করতে সাহায্য করবে রেল ।

9) কোথাও কোনও অবরোধ হলে তা তৎক্ষণাৎ সামাল দেওয়ার ব্যবস্থা করে রাজ্য সরকার ।

10) সকাল 8 টা থেকে 11:00 এবং বিকেল সাড়ে চারটে থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত 84% লোকাল ট্রেন চালাবে রেল ।

বুধবার থেকে রাজ্যে লোকাল ট্রেনে চালানো নিয়ে নবান্নে 10টি জেলার DM, SP-দের নিয়ে বৈঠক হয় । স্বরাষ্ট্র সচিব হরেকৃষ্ণ দ্বিবেদী নেতৃত্বে হয় এই ভিডিয়ো কনফারেন্স । বৈঠকে আলোচনা বিষয়বস্তুটি ছিল, রেল চালানোর দাবির ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া ও রেলের চিঠিকে কেন্দ্র করে আলোচনা । নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সহ কীভাবে সহযোগিতা করা যায় রেলকে, সেই আলোচনা উঠে আসে বৈঠকে । যাতে নির্বিঘ্নে ট্রেন চালানো যায় । যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে স্টেশনে বাইরে ও ভিতরে পর্যাপ্ত পুলিশ রাখার নির্দেশ দেওয়া হয়েছে । পাশাপাশি সামাজিক দূরত্ববিধি বজায় রেখে, মাস্ক ব্যবহারকে অনিবার্য করে যাত্রীদের সুরক্ষা মাথা রেখে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছে নবান্ন বলে সূত্রের খবর ।

Last Updated : Nov 9, 2020, 7:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.