ETV Bharat / state

Local Train : সংক্রমণ রুখতে প্যাসেঞ্জার ট্রেনে ভাড়া বাড়ল তিনগুণ - পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন চালু

31 অক্টোবর থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালু হলেও ভাড়া বেড়েছে তিনগুণ ৷ রেল কর্তৃপক্ষের যুক্তি ট্রেনে অপ্রয়োজনীয় ভিড় ঠেকাতে এই ব্যবস্থা ৷

ভাড়া বাড়ল প্যাসেঞ্জার ট্রেনের
ভাড়া বাড়ল প্যাসেঞ্জার ট্রেনের
author img

By

Published : Nov 2, 2021, 6:58 AM IST

Updated : Nov 2, 2021, 7:37 AM IST

কলকাতা, 2 নভেম্বর : দীর্ঘ পাঁচ মাস পর ফের গড়িয়েছে লোকাল ট্রেনের চাকা । 31 অক্টোবর প্রথম দিনে বেশ কিছু রুটের নিত্য ট্রেন যাত্রীরা বর্ধিত ভাড়া নেওয়ার অভিযোগ জানান । শুধু ভাড়া বৃদ্ধি নয়, একলাফে ভাড়া বাড়ানো হয়েছে তিনগুণ । অর্থাৎ লোকাল ট্রেনে যে দূরত্ব যেতে 10 টাকা লাগত, এখন সেখানে যেতে দিত হচ্ছে 30 টাকা ।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে যাতে খুব প্রয়োজন না পড়লে মানুষজন ট্রেনে না ওঠেন, তাই এমন নির্দেশ এসেছে রেল বোর্ডের তরফে । ভাড়া বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । লোকাল ট্রেন আবার চালু হলেও রেলের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ট্রেনে সফর না করেন । নাহলে ট্রেনে ভিড় হলে সংক্রমণও বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে ।

আরও পড়ুন : local train : মাস্ক ছাড়াই লোকাল ট্রেন সফরে বহু যাত্রী

রেল কর্তৃপক্ষ 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর যে ঘোষণা করেছে, তাতে যাত্রীদের 100 শতাংশ সহযোগিতা না থাকলে তা বাস্তবায়িত করা সম্ভব নয় । ভাড়া বেড়েছে বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-আসানসোল, বর্ধমান-গুসকরা, বর্ধমান-বোলপুর স্টেশন-সহ আরও বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনের ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, করোনাকালে যাতে কম সংখ্যক যাত্রী ট্রেনে সফর করেন, সে কথা ভেবে রেল বোর্ডের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে । রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেনের ক্ষেত্রে আজ থেকে লাগু হচ্ছে এই বর্ধিত ভাড়া । এই ট্রেনগুলির ক্ষেত্রে মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হবে ।

কলকাতা, 2 নভেম্বর : দীর্ঘ পাঁচ মাস পর ফের গড়িয়েছে লোকাল ট্রেনের চাকা । 31 অক্টোবর প্রথম দিনে বেশ কিছু রুটের নিত্য ট্রেন যাত্রীরা বর্ধিত ভাড়া নেওয়ার অভিযোগ জানান । শুধু ভাড়া বৃদ্ধি নয়, একলাফে ভাড়া বাড়ানো হয়েছে তিনগুণ । অর্থাৎ লোকাল ট্রেনে যে দূরত্ব যেতে 10 টাকা লাগত, এখন সেখানে যেতে দিত হচ্ছে 30 টাকা ।

জানা গিয়েছে, করোনা পরিস্থিতিতে যাতে খুব প্রয়োজন না পড়লে মানুষজন ট্রেনে না ওঠেন, তাই এমন নির্দেশ এসেছে রেল বোর্ডের তরফে । ভাড়া বাড়িয়ে ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে । লোকাল ট্রেন আবার চালু হলেও রেলের পক্ষ থেকে বারবার প্রচার করা হচ্ছে, জরুরি প্রয়োজন ছাড়া মানুষ যেন ট্রেনে সফর না করেন । নাহলে ট্রেনে ভিড় হলে সংক্রমণও বাড়ার আশঙ্কা রয়ে যাচ্ছে ।

আরও পড়ুন : local train : মাস্ক ছাড়াই লোকাল ট্রেন সফরে বহু যাত্রী

রেল কর্তৃপক্ষ 50 শতাংশ যাত্রী নিয়ে লোকাল ট্রেন চালুর যে ঘোষণা করেছে, তাতে যাত্রীদের 100 শতাংশ সহযোগিতা না থাকলে তা বাস্তবায়িত করা সম্ভব নয় । ভাড়া বেড়েছে বর্ধমান-রামপুরহাট, বর্ধমান-আসানসোল, বর্ধমান-গুসকরা, বর্ধমান-বোলপুর স্টেশন-সহ আরও বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনের ।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী জানিয়েছেন, করোনাকালে যাতে কম সংখ্যক যাত্রী ট্রেনে সফর করেন, সে কথা ভেবে রেল বোর্ডের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে । রেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী প্যাসেঞ্জার ট্রেন ও মেমু ট্রেনের ক্ষেত্রে আজ থেকে লাগু হচ্ছে এই বর্ধিত ভাড়া । এই ট্রেনগুলির ক্ষেত্রে মেল বা এক্সপ্রেস ট্রেনের ভাড়া নেওয়া হবে ।

Last Updated : Nov 2, 2021, 7:37 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.