কলকাতা, 19 সেপ্টেম্বর : এবার রেল বেসরকারিকরণের বিরোধিতা করে পথে নামতে চলেছে রেল কর্মী সংগঠন । কেন্দ্র সরকারের রেল বেসরকারিকরণ নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গতকাল একটি বাইক ব়্যালির আয়োজন করা হয়েছে ।
ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের সভাপতি দিলীপ দত্ত চৌধুরি বলেন, " জন সম্পর্ক প্রচার প্রোগ্রাম ক্যাম্পেইনের অঙ্গ হিসেবে এই বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । বারাসাত, ব্যারাকপুর, শিয়ালদহ এবং অন্যান্য স্টেশন চত্বর ও রেল কলোনির কাছে স্কুটার, মোটরসাইকেল ব়্যালি, স্কোয়াড ও রেল কর্মীরা উপস্থিত থাকবে।"
তিনি আরও বলেন, "কোনওভাবেই রেল বেসরকারিকরণ করা যাবে না । জন সম্পর্ক প্রচার প্রোগ্রাম 14 সেপ্টেম্বর থেকে আরম্ভ হয়েছে । কর্মসূচিটি এ মাসের 20 তারিখে শেষ হবে । এই কর্মসূচির মাধ্যমে আমরা ছাত্রছাত্রী, যুব সমাজ, মহিলা ও শ্রমিক সংগঠনগুলি যাঁরা রেল বেসরকারিকরণের বিরুদ্ধে এঁদের সকলের কাছে পৌঁছবার চেষ্টা করব ।"
রেল বেসরকারিকরণ রুখতে একটি পাঁচ সদস্যের কমিটিও তৈরি করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে মেন্স ইউনিয়নের তরফে । পাশাপাশি অল ইন্ডিয়া লোকো রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের ডিভিশনাল সেক্রেটারি তন্ময় রায় বলেন, "এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে আমরা জনসাধারণকে কেন্দ্রের এই নীতির বিরুদ্ধে অবগত করার প্রচেষ্টা চালাচ্ছি । তাই শুধু ব়্যালিই নয় রাজ্যের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে স্লোগানের মাধ্যমে আমরা জন সাধারণকে সচেতন করার চেষ্টা চালাচ্ছি । 151 রেল রুটের মধ্যে 109টি রেল রুটকে বেসরকারিকরণের দিকে হাঁটছে কেন্দ্র সরকার । 2023 এর মধ্যে প্রথম পর্যায়ের বেসরকারিকরণের কাজ সম্পন্ন করার সময়সীমা রাখা হয়েছে । এরপর 2027 এর মধ্যে 151টি রুটকে সম্পূর্ণভাবে বেসরকারিকরণ করে দেওয়ার লক্ষ্য রয়েছে ।"
এর আগে তৃণমূল নেতা ও বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়েও রেল বেসরকারিকরণের বিরোধিতা করে পথে নামেন ।