ETV Bharat / state

অনুপম হাজরা না গেলেই ভালো হত ; রাহুল সিনহা - kolkata

অনুপম হাজরার অনব্রত মণ্ডলের সঙ্গে দেখা করার বিষয়টি নিয়ে রাহুল সিনহা অসন্তোষ প্রকাশ করলেন। তিনি বলেন, অনুপম হাজরা অনুব্রত মণ্ডলের বাড়িতে না গেলেই ভালো হত।

রাহুল সিনহা
author img

By

Published : Apr 29, 2019, 11:43 PM IST

Updated : Apr 29, 2019, 11:52 PM IST

কলকাতা, 29 এপ্রিল : " আমাদের দল সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে । এতে মনোবল ভাঙাভাঙির কিছু নেই । তবে অনুপম হাজরা না গেলেই ভালো হত । মানুষের ভালোলাগার উপর কে কি বলতে পারে ? " আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন BJP নেতা রাহুল সিনহা ।

তিনি আরও বলেন, " আমি বলছি, 23 মে থেকে আপনি গুনবেন তৃণমূল সরকার থাকবে না । যে ফলাফলই হোক 6 মাসের মধ্যে তৃণমূলকে বিদায় নিতে হবে । আজ যেসব পুলিশ তৃণমূলকে টিকিয়ে রেখেছে তারাও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে । শুধুমাত্র বিধায়করাই নয়, বিভিন্ন পদের পুলিশ আধিকারিকরাও যোগাযোগ করছেন । তাঁরা বলছেন শুধুমাত্র চাকরি টিকিয়ে রাখতেই তৃণমূল করছি । তৃণমূলের ঘরে বাইরে যে অসন্তোষ, ফলে যে ভূমিকম্প অপেক্ষা করছে তা নির্বাচনের ফলাফলের পরই আপনারা পরিষ্কার দেখতে পাবেন । "

দেখুন ভিডিয়ো

আজ শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "40 জন তৃণমূল সাংসদ BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন । 23 মে-র পর সবাই BJP-তে যোগ দেবে । এই প্রসঙ্গে রাহুল বলেন, "উত্তর কলকাতায় আজকের এই মঞ্চে যোগদান করবেন 3 নম্বর ওয়ার্ড থেকে 25 জন, 17 নম্বর ওয়ার্ড থেকে 30 জন, 18 নম্বর ওয়ার্ড থেকে 40 জন এবং 26 নম্বর ওয়ার্ড থেকে 22 জন । সব মিলিয়ে আজ এই মঞ্চে তৃণমূল ও অন্যান্য দল থেকে প্রায় 150 জন BJP তে যোগ দেবেন । স্বাভাবিকভাবেই এরা দলে আসাতে BJP-র শক্তি বৃদ্ধি হল । উত্তর কলকাতায় আমাদের লড়াই আরও সহজ হল । এখানে আরও লোককে দলে যোগদানের ক্ষেত্রে এরাই প্রেরণা দেবে ।"

কলকাতা, 29 এপ্রিল : " আমাদের দল সৌজন্যের রাজনীতিতে বিশ্বাস করে । এতে মনোবল ভাঙাভাঙির কিছু নেই । তবে অনুপম হাজরা না গেলেই ভালো হত । মানুষের ভালোলাগার উপর কে কি বলতে পারে ? " আজ সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন BJP নেতা রাহুল সিনহা ।

তিনি আরও বলেন, " আমি বলছি, 23 মে থেকে আপনি গুনবেন তৃণমূল সরকার থাকবে না । যে ফলাফলই হোক 6 মাসের মধ্যে তৃণমূলকে বিদায় নিতে হবে । আজ যেসব পুলিশ তৃণমূলকে টিকিয়ে রেখেছে তারাও ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যাবে । শুধুমাত্র বিধায়করাই নয়, বিভিন্ন পদের পুলিশ আধিকারিকরাও যোগাযোগ করছেন । তাঁরা বলছেন শুধুমাত্র চাকরি টিকিয়ে রাখতেই তৃণমূল করছি । তৃণমূলের ঘরে বাইরে যে অসন্তোষ, ফলে যে ভূমিকম্প অপেক্ষা করছে তা নির্বাচনের ফলাফলের পরই আপনারা পরিষ্কার দেখতে পাবেন । "

দেখুন ভিডিয়ো

আজ শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদি বলেন, "40 জন তৃণমূল সাংসদ BJP-র সঙ্গে যোগাযোগ রাখছেন । 23 মে-র পর সবাই BJP-তে যোগ দেবে । এই প্রসঙ্গে রাহুল বলেন, "উত্তর কলকাতায় আজকের এই মঞ্চে যোগদান করবেন 3 নম্বর ওয়ার্ড থেকে 25 জন, 17 নম্বর ওয়ার্ড থেকে 30 জন, 18 নম্বর ওয়ার্ড থেকে 40 জন এবং 26 নম্বর ওয়ার্ড থেকে 22 জন । সব মিলিয়ে আজ এই মঞ্চে তৃণমূল ও অন্যান্য দল থেকে প্রায় 150 জন BJP তে যোগ দেবেন । স্বাভাবিকভাবেই এরা দলে আসাতে BJP-র শক্তি বৃদ্ধি হল । উত্তর কলকাতায় আমাদের লড়াই আরও সহজ হল । এখানে আরও লোককে দলে যোগদানের ক্ষেত্রে এরাই প্রেরণা দেবে ।"

Intro:রাহুল সিনহার প্রেস মিটের বাইটBody:বাইট।Conclusion:
Last Updated : Apr 29, 2019, 11:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.