ETV Bharat / state

খাদ্যমন্ত্রীকে অপসারণের দাবি রাহুল সিনহার

লকডাউনে রেশন দুর্নীতি নিয়ে খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন রাহুল সিনহা । বললেন, "এই অযোগ্য খাদ্যমন্ত্রী তাঁর পদে থাকার নৈতিক কোনও অধিকার নেই ।"

রাহুল
রাহুল
author img

By

Published : Apr 18, 2020, 3:18 PM IST

Updated : Apr 18, 2020, 4:46 PM IST

কলকাতা, 18 এপ্রিল : লকডাউনে গরিবরা যাতে দু 'বেলা খেতে পায় তার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাঁদের রেশন কার্ড নেই তাঁদের জন্য ব্যবস্থা করেছিলেন ফুড কুপনেরও । কিন্তু রাজ্যের একাধিক জায়গায় এই রেশন বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে । কোথাও নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম রেশন পাওয়ার অভিযোগ । কোথাও কুপন বিলি নিয়ে দুর্নীতি । এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার প্রদত্ত চাল-ডাল পশ্চিমবঙ্গের মানুষজন পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠে । যা নিয়ে এবার খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা । আজ নিজের বাসভবন থেকে একটি ভিডিয়ো বার্তায় তিনি এই দাবি করেন ।

ভিডিয়োয় রাহুল সিনহা বলেন, "কেন্দ্রীয় সরকার জনপ্রতি 5 কেজি চাল, 5 কেজি গম ও 1 কেজি ডাল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা এই রাজ্যে কার্যকর করা হচ্ছে না । তাই মুখ্যমন্ত্রী শুধু বিবৃতি দিয়ে দায় সারলে চলবে না । অবিলম্বে অযোগ্য, অপর্দাথ, দুর্নীতিগ্রস্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে । এই অযোগ্য খাদ্যমন্ত্রীর তাঁর পদে থাকার নৈতিক কোনও অধিকার নেই ।"

মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাহুল সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিবৃতি দিয়ে জনগণ আর প্রশাসনের আধিকারিকদের চমকাচ্ছেন- ধমকাচ্ছেন । এমন চলবে না । অবিলম্বে খাদ্যমন্ত্রীকে অপসারণ করুন । এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি । যদি রেশন ব্যবস্থাকে সচল করতে চান তাহলে ওঁকে সরিয়ে নতুন কাউকে ওই পদে আনুন । "

এবিষয়ে এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের তরফে কারোর মতামত পাওয়া যায়নি ।

কলকাতা, 18 এপ্রিল : লকডাউনে গরিবরা যাতে দু 'বেলা খেতে পায় তার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যাঁদের রেশন কার্ড নেই তাঁদের জন্য ব্যবস্থা করেছিলেন ফুড কুপনেরও । কিন্তু রাজ্যের একাধিক জায়গায় এই রেশন বিলি নিয়ে দুর্নীতির অভিযোগ এসেছে । কোথাও নির্দিষ্ট পরিমাণের তুলনায় কম রেশন পাওয়ার অভিযোগ । কোথাও কুপন বিলি নিয়ে দুর্নীতি । এর পাশাপাশি কেন্দ্রীয় সরকার প্রদত্ত চাল-ডাল পশ্চিমবঙ্গের মানুষজন পাচ্ছেন না বলেও অভিযোগ ওঠে । যা নিয়ে এবার খাদ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানালেন BJP নেতা রাহুল সিনহা । আজ নিজের বাসভবন থেকে একটি ভিডিয়ো বার্তায় তিনি এই দাবি করেন ।

ভিডিয়োয় রাহুল সিনহা বলেন, "কেন্দ্রীয় সরকার জনপ্রতি 5 কেজি চাল, 5 কেজি গম ও 1 কেজি ডাল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটা এই রাজ্যে কার্যকর করা হচ্ছে না । তাই মুখ্যমন্ত্রী শুধু বিবৃতি দিয়ে দায় সারলে চলবে না । অবিলম্বে অযোগ্য, অপর্দাথ, দুর্নীতিগ্রস্ত খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর পদ থেকে অপসারণ করতে হবে । এই অযোগ্য খাদ্যমন্ত্রীর তাঁর পদে থাকার নৈতিক কোনও অধিকার নেই ।"

মুখ্যমন্ত্রীর উদ্দেশে রাহুল সিনহা বলেন, "মুখ্যমন্ত্রী শুধুমাত্র বিবৃতি দিয়ে জনগণ আর প্রশাসনের আধিকারিকদের চমকাচ্ছেন- ধমকাচ্ছেন । এমন চলবে না । অবিলম্বে খাদ্যমন্ত্রীকে অপসারণ করুন । এটা মুখ্যমন্ত্রীর কাছে আমাদের দাবি । যদি রেশন ব্যবস্থাকে সচল করতে চান তাহলে ওঁকে সরিয়ে নতুন কাউকে ওই পদে আনুন । "

এবিষয়ে এখনও পর্যন্ত জ্যোতিপ্রিয় মল্লিক বা তৃণমূলের তরফে কারোর মতামত পাওয়া যায়নি ।

Last Updated : Apr 18, 2020, 4:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.