কলকাতা, 28 জুন: তৃণমূল কংগ্রেস ওদের চুরি, শিক্ষক নিয়োগে দুর্নীতি, তোলাবাজি এইসব বিষয় থেকে বাংলার মানুষের নজর ঘোরাতে সাম্প্রদায়িকতাকে সম্বল করে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে । পয়গম্বর নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিজেপি নেতা নবীন কুমার জিন্দলের বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় এফআইআর দায়ের নিয়ে এই কথা বললেন রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহা (Rahul Sinha slams Bengal Govt)।
বিতর্কিত মন্তব্য করার অভিযোগে প্রথমে বিজেপি নেত্রী নূপুর শর্মা এবং তারপর নবীন কুমার জিন্দলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে জোড়াসাঁকো থানা । জানা গিয়েছে, নবীনের বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে । শুধু এখানেই নয়, এর আগে মুম্বই, থানে এবং দিল্লিতেও বিজেপি নেতা নবীন জিন্দালের বিরুদ্ধে এফআইআর করা হয় ৷
আরও পড়ুন : মমতা-মুকুলকেও গ্রেফতারের দাবি তোলা উচিত, তৃণমূলের বিক্ষোভ নিয়ে মন্তব্য সুজনের
এই বিষয়ে পাল্টা তোপ দেগেছেন বিজেপি নেতা রাহুল সিনহা । তিনি বলেন, "তৃণমূল কংগ্রেসের চুরি, শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং তোলাবাজি এইসব থেকে বাংলার মানুষের নজর ঘোরাতে সাম্প্রদায়িকতাকে সম্বল করে বাংলাকে ভাগ করার চেষ্টা করা হচ্ছে । এটা বাংলার পক্ষে এবং বাংলার সংস্কৃতির পক্ষে ক্ষতিকারক ।"
তিনি আরও বলেন, "আসলে একাধিক সমস্যায় জর্জরিত হয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস । তাই তার থেকে নজর ঘোরাতে এসব ওদের পুরনো কৌশল । তৃণমূলের এই জাতীয় নীতির আমরা তীব্র নিন্দা করছি ।"