ETV Bharat / state

গ্রেটার নয়ডায় আটক রাহুল, ধিক্কার মান্নানের - rahul gandhi detained

হাথরসে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপর যোগী-মোদির পুলিশ যেভাবে কাপুরুষের মত আক্রমণ করেছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় কংগ্রেস। বললেন আবদুল মান্নান ৷

আবদুল মান্নান
আবদুল মান্নান
author img

By

Published : Oct 1, 2020, 6:18 PM IST

কলকাতা, 1 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরসে আজ ধর্ষিতার বাড়িতে যাওয়ার পথে আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধিকে। সেই ঘটনায় তীব্র নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ দেশের আইন-শৃঙ্খলা রসাতলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি‌। সেই সঙ্গে তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে রাজ্যেজুড়ে বিক্ষোভ প্রদর্শন করবে প্রদেশ কংগ্রেস ৷


তিনি বলেন, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্বে উত্তরপ্রদেশের হাথরসের একজন মহিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওই ধর্ষিতার মৃতদেহ পর্যন্ত পরিবারের সদস্যদের দেওয়া হয়নি। পুলিশ পরিবারের থেকে লুকিয়ে মৃতদেহ দাহ করে দেয়। যোগীর সরকারের এই ন্যক্কারজনক নৃশংস কাজের প্রতিবাদে দেশব্যাপী সমস্ত স্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন ৷

ধিক্কার মান্নানের


তিনি আরও বলেন, "ধর্ষিতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে আজ হাথরসে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপর যোগী-মোদির পুলিশ যেভাবে কাপুরুষের মত আক্রমণ করেছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় কংগ্রেস। অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করে, প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধিকে আক্রমণ এবং গ্রেপ্তার করে মোদি-যোগী অপরাধীদের আড়াল করার সুযোগ খুঁজছেন।"

কলকাতা, 1 অক্টোবর : উত্তরপ্রদেশের হাথরসে আজ ধর্ষিতার বাড়িতে যাওয়ার পথে আটক করা হয় কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধিকে। সেই ঘটনায় তীব্র নিন্দায় সরব রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ৷ দেশের আইন-শৃঙ্খলা রসাতলে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি‌। সেই সঙ্গে তিনি জানান, এই ঘটনার প্রতিবাদে রাজ্যেজুড়ে বিক্ষোভ প্রদর্শন করবে প্রদেশ কংগ্রেস ৷


তিনি বলেন, যোগী আদিত্যনাথের মুখ্যমন্ত্রীত্বে উত্তরপ্রদেশের হাথরসের একজন মহিলাকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছে। ওই ধর্ষিতার মৃতদেহ পর্যন্ত পরিবারের সদস্যদের দেওয়া হয়নি। পুলিশ পরিবারের থেকে লুকিয়ে মৃতদেহ দাহ করে দেয়। যোগীর সরকারের এই ন্যক্কারজনক নৃশংস কাজের প্রতিবাদে দেশব্যাপী সমস্ত স্তরের মানুষ ক্ষোভে ফেটে পড়েছেন ৷

ধিক্কার মান্নানের


তিনি আরও বলেন, "ধর্ষিতার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে আজ হাথরসে যাওয়ার পথে কংগ্রেস নেতা রাহুল গান্ধির উপর যোগী-মোদির পুলিশ যেভাবে কাপুরুষের মত আক্রমণ করেছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানায় কংগ্রেস। অপরাধীদের শাস্তির ব্যবস্থা না করে, প্রিয়াঙ্কা গান্ধি, রাহুল গান্ধিকে আক্রমণ এবং গ্রেপ্তার করে মোদি-যোগী অপরাধীদের আড়াল করার সুযোগ খুঁজছেন।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.