ETV Bharat / state

Rabindra Sarabor And Subhas Sarobar: পরিবেশ আদালতের নির্দেশ, ছটপুজোর আগে বন্ধ কলকাতার দুই সরোবরের গেট - Chhath puja

পরিবেশ রক্ষার স্বার্থে দু'দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে কলকাতার রবীন্দ্র সরোবর (Rabindra Sarabor) ও সুভাষ সরোবর (Subhas Sarobar) ৷ কেএমডিএ'র তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ETV Bharat
ছট পুজোর আগে বন্ধ কলকাতার দুই সরোবরের গেট
author img

By

Published : Oct 29, 2022, 5:43 PM IST

কলকাতা, 29 অক্টোবর: এবছর ছট নিয়ে তৎপর কেএমডিএ ৷ পরিবেশ দূষণ ও জলাশয়ের ক্ষতি আটকাতে রবীন্দ্র সরোবর (Rabindra Sarabor) ও সুভাষ সরোবরে (Subhas Sarobar) শনিবার সন্ধে 7টা থেকে রবিবার বিকেল 4টে পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে (Rabindra Sarabor And Subhas Sarobar)৷ শহরের দুই প্রান্তে দুই সরোবর কলকাতার দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে বিভিন্ন অনুষ্ঠানে শব্দবাজি ফাটানো থেকে শুরু করে সরোবরের জলে নানা জিনিস ফেলা ও তার জেরে দূষণ দুই সরোবরের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলেছে । তাই পরিবেশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর ধরেই নিষিদ্ধ হয়েছে পুজোর ভাসান, ছট পুজোর আচার পালন ।

তবে সেই নির্দেশ পালনে এই দুই সরোবরের দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ ব্যর্থ বলেই কয়েকবছর অভিযোগ তুলেছিলেন পরিবেশ কর্মী থেকে শুরু করে প্রাতঃভ্রমণকারীরা । এই দুই জলাশয় বাঁচানোর দাবিতে বহুবার রাস্তায় নেমেছেন তাঁরা । তাতে ফল হয়েছে, কিছুটা নড়েচড়ে বসেছে কেএমডিএও ৷ কয়েক বছর ধরে দুই সরোবরের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় । এবারও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে । পাশাপাশি গেটেই নির্দেশিকা দেওয়া হয়েছে শনিবার সন্ধে থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে এই দুই সরোবর (Rabindra Sarabor And Subhas Sarobar closed before Chhath puja)।

ETV Bharat
বিকল্প জলাশয়ের তালিকা

আরও পড়ুন: ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি

ছট পালনের জন্য কেউ সেখানে এলেও যাতে বিকল্প জায়গায় তাঁরা যেতে পারেন তার জন্য অস্থায়ী জলাশয়ের তালিকাও টাঙানো হয়েছে । এই সিদ্ধান্তে খুশি পরিবেশ কর্মী থেকে প্রাতঃভ্রমণকারীরা । তবে তাঁরা জানান, এই দু'দিন তাঁরা নজরে রাখবেন যাতে কেউ ভিতরে না যেতে পারেন । পাশাপশি, প্রশাসন ও পুলিশের ভূমিকার উপরও লক্ষ্য রাখা হবে । প্রসঙ্গত, আগে কাতারে কাতারে মানুষ শোভাযাত্রা নিয়ে আসতেন রবীন্দ্র ও সুভাষ সরোবরে । জলে নেমে আচার পালন করা হতো । লাগামহীন ভাবে বাজি ফাটানোর জেরে যেমন, শব্দদূষণ হতো তেমনই বায়ুদূষণও ছিল ৷ যার প্রভাব পড়ত প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে ৷ পাখি থেকে গাছ, ক্ষতি হতো সকলের। জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে একাধিক মাছ মারা যেত । জলজ প্রাণীর উপর ক্ষতিকারক প্রভাব পড়ত।

কলকাতা, 29 অক্টোবর: এবছর ছট নিয়ে তৎপর কেএমডিএ ৷ পরিবেশ দূষণ ও জলাশয়ের ক্ষতি আটকাতে রবীন্দ্র সরোবর (Rabindra Sarabor) ও সুভাষ সরোবরে (Subhas Sarobar) শনিবার সন্ধে 7টা থেকে রবিবার বিকেল 4টে পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে (Rabindra Sarabor And Subhas Sarobar)৷ শহরের দুই প্রান্তে দুই সরোবর কলকাতার দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে বিভিন্ন অনুষ্ঠানে শব্দবাজি ফাটানো থেকে শুরু করে সরোবরের জলে নানা জিনিস ফেলা ও তার জেরে দূষণ দুই সরোবরের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলেছে । তাই পরিবেশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর ধরেই নিষিদ্ধ হয়েছে পুজোর ভাসান, ছট পুজোর আচার পালন ।

তবে সেই নির্দেশ পালনে এই দুই সরোবরের দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ ব্যর্থ বলেই কয়েকবছর অভিযোগ তুলেছিলেন পরিবেশ কর্মী থেকে শুরু করে প্রাতঃভ্রমণকারীরা । এই দুই জলাশয় বাঁচানোর দাবিতে বহুবার রাস্তায় নেমেছেন তাঁরা । তাতে ফল হয়েছে, কিছুটা নড়েচড়ে বসেছে কেএমডিএও ৷ কয়েক বছর ধরে দুই সরোবরের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় । এবারও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে । পাশাপাশি গেটেই নির্দেশিকা দেওয়া হয়েছে শনিবার সন্ধে থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে এই দুই সরোবর (Rabindra Sarabor And Subhas Sarobar closed before Chhath puja)।

ETV Bharat
বিকল্প জলাশয়ের তালিকা

আরও পড়ুন: ফের এসি বাস পরিষেবা চালু করছে এনবিএসটিসি

ছট পালনের জন্য কেউ সেখানে এলেও যাতে বিকল্প জায়গায় তাঁরা যেতে পারেন তার জন্য অস্থায়ী জলাশয়ের তালিকাও টাঙানো হয়েছে । এই সিদ্ধান্তে খুশি পরিবেশ কর্মী থেকে প্রাতঃভ্রমণকারীরা । তবে তাঁরা জানান, এই দু'দিন তাঁরা নজরে রাখবেন যাতে কেউ ভিতরে না যেতে পারেন । পাশাপশি, প্রশাসন ও পুলিশের ভূমিকার উপরও লক্ষ্য রাখা হবে । প্রসঙ্গত, আগে কাতারে কাতারে মানুষ শোভাযাত্রা নিয়ে আসতেন রবীন্দ্র ও সুভাষ সরোবরে । জলে নেমে আচার পালন করা হতো । লাগামহীন ভাবে বাজি ফাটানোর জেরে যেমন, শব্দদূষণ হতো তেমনই বায়ুদূষণও ছিল ৷ যার প্রভাব পড়ত প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যে ৷ পাখি থেকে গাছ, ক্ষতি হতো সকলের। জলের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে একাধিক মাছ মারা যেত । জলজ প্রাণীর উপর ক্ষতিকারক প্রভাব পড়ত।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.