ETV Bharat / state

কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেলের MSVP - coronavirus news

 কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল । বাড়িতেই পর্যবেক্ষণে রয়েছেন তিনি ।

NRS MSVP tested positive for covid 19
কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেলের MSVP
author img

By

Published : Sep 12, 2020, 8:39 AM IST

কলকাতা, 12 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) । তিনি আপাতত হোম আইসোলেশনে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


কয়েকদিন সংক্রমণের হার কম থাকলেও আবার রাজ্যে কোভিড গ্রাফ উর্ধ্বমুখী । স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে আরও 3 হাজার 157 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 96 হাজার 332 । কোরোনায় আক্রান্ত হয়ে আরও 57 জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে 3 হাজার 828 জনের মৃত্যু হয়েছে । NRS কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার অর্থাৎ 11সেপ্টেম্বর MSVP-র কোভিড-19 পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ ।

MSVP এখন হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে আর জি কর কর্তৃপক্ষ । একইসঙ্গে তারা জানিয়েছে, MSVP-র সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁদের মধ্যে কারও কোরোনার কোনও উপসর্গ দেখা দিলে সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ।

কলকাতা, 12 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল (MSVP) । তিনি আপাতত হোম আইসোলেশনে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।


কয়েকদিন সংক্রমণের হার কম থাকলেও আবার রাজ্যে কোভিড গ্রাফ উর্ধ্বমুখী । স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাজ্যে আরও 3 হাজার 157 জন কোরোনা সংক্রমিত হয়েছেন । মোট আক্রান্তের সংখ্যা 1 লাখ 96 হাজার 332 । কোরোনায় আক্রান্ত হয়ে আরও 57 জনের মৃত্যু হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে 3 হাজার 828 জনের মৃত্যু হয়েছে । NRS কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার অর্থাৎ 11সেপ্টেম্বর MSVP-র কোভিড-19 পরীক্ষার রিপোর্ট আসে । জানা যায় তিনি কোরোনা পজ়িটিভ ।

MSVP এখন হোম আইসোলেশনে রয়েছেন বলে জানিয়েছে আর জি কর কর্তৃপক্ষ । একইসঙ্গে তারা জানিয়েছে, MSVP-র সংস্পর্শে যাঁরা এসেছেন, তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে । তাঁদের মধ্যে কারও কোরোনার কোনও উপসর্গ দেখা দিলে সোয়াবের নমুনা পরীক্ষা করা হবে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.