ETV Bharat / state

Vacation Controversy: তীব্র গরমে কলেজ, বিশ্ববিদ্য়ালয়েও ছুটি, নাখুশ শিক্ষামহল - তীব্র গরমে ছুটি

তীব্র গরমে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে এক সপ্তাহের ছুটি ঘোষণা করা হয়েছে ৷ সরকারের এই পদক্ষেপের সমালোচনায় সরব শিক্ষা মহলের একাংশ ৷ কী বলছেন শিক্ষাব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ?

questions arise over One Week Vacation in College and Universities due to Hot Weather
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 17, 2023, 5:06 PM IST

কলকাতা, 17 এপ্রিল: তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে 17 এপ্রিল থেকে আপাতত এক সপ্তাহের জন্য রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ রবিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ তাতে রাজ্য়ের তরফে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয় ৷ একইসঙ্গে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও যাতে ছুটি ঘোষণা করা হয়, সরকারের তরফে সেই আবেদনও জানানো হয় ৷ সেই মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও পদক্ষেপ করেছে ৷ কিন্তু, চলতি সপ্তাহেই বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় একাধিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাক-এর প্রতিনিঝিদের পরিদর্শনে আসারও কথা রয়েছে ৷ তাই শিক্ষামহলের একাংশ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে ছুটির আওতায় আনা নিয়ে সমালোচনা শুরু করছেন ৷ তৈরি হয়েছে নয়া বিতর্ক ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (কুটা) সাধারণ সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "এভাবে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে গবেষণা এবং পরীক্ষা-সহ শিক্ষা সংক্রান্ত অন্য কাজগুলি পিছিয়ে যাবে ৷ এই ছুটি ঘোষণা করার আগে একবার ভালো করে ভাবনা-চিন্তা করা উচিত ছিল ৷ স্কুলের ক্লাস বন্ধ করা আর বিশ্ববিদ্যালয় বন্ধ করা এক জিনিস নয় ৷"

কুটার সভানেত্রী মহালয়া চট্টোপাধ্যায় জানান, এই ছুটি আগামিদিনে আরও বাড়লে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও গবেষণার মতো দৈনন্দিন কাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ৷ তিনি বলেন, একটা কথা মাথায় রাখতে হবে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠন ছাড়াও বিভিন্ন রকমের কাজ থাকে ৷ তাই হঠাৎ করে সেগুলি বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হয় ৷

মহলয়ার কথায়, "কলকাতা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে ইন্টারনাল পরীক্ষা নেওয়ার এটাই শেষ সপ্তাহ ছিল ৷ তা পিছিয়ে যাওয়ায় ছেলেমেয়েরা কিছুটা চিন্তিত ৷ রবিবার থেকেই আমি ছাত্রছাত্রীদের থেকে একাধিক ফোন পেয়েছি এই বিষয়ে ৷ তাই কয়েকটি বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, এই ছুটির মেয়াদ যদি আরও বাড়ে, তাহলেও আগামী সপ্তাহে ক্লাস চালু রেখেই বাদবাকি ইন্টারনাল পরীক্ষাগুলি অন্তত নিয়ে নেওয়া হবে ৷ কারণ এই বিভাগগুলি অনলাইনে পরীক্ষা নিতে রাজি নয় ৷ পাশাপাশি, এই সপ্তাহেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল ৷ তাও পিছিয়ে গেল ৷ ফলত, তৃতীয় সেমিস্টারের ফলাফল না জেনেই পড়ুয়াদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসে যেতে হবে !"

আরও পড়ুন: তাপপ্রবাহের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিনের ছুটি ঘোষণা মমতার

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের রুটিন একরকম হয় না ৷ তাই এভাবে যদি হঠাৎ ছুটি দিয়ে দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পক্ষে অনেক সমস্য়া তৈরি হয় ৷ তাছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে ক্লাস শুরু হয় ৷ চলে বিকেল 5টা পর্যন্ত ৷ দুপুরের তাপপ্রবাহের সময়টায় ছাত্রছাত্রীরা এই সপ্তাহের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলি দিতেন ৷ কিন্তু, তা পিছিয়ে গেল ৷ এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষা পিছিয়ে গেলে মে মাসের ফাইনাল পরীক্ষাতেও তাঁরা বসতে পারবে না ৷ ফলে যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন, তাঁদের চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে ৷ একটি পরীক্ষা নিতে গেলে অন্তত 10 দিন আগে তার রুটিন তৈরি করতে হয় ৷ তাই এভাবে পরীক্ষা পিছিয়ে গেলে পড়ুয়ারাই ক্ষতিগ্রস্ত হবে ৷"

কলকাতা, 17 এপ্রিল: তীব্র গরমের হাত থেকে পড়ুয়াদের বাঁচাতে 17 এপ্রিল থেকে আপাতত এক সপ্তাহের জন্য রাজ্যের স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিতে ছুটি ঘোষণা করা হয়েছে ৷ রবিবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্য শিক্ষা দফতর ৷ তাতে রাজ্য়ের তরফে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছুটি ঘোষণা করা হয় ৷ একইসঙ্গে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও যাতে ছুটি ঘোষণা করা হয়, সরকারের তরফে সেই আবেদনও জানানো হয় ৷ সেই মতো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলিও পদক্ষেপ করেছে ৷ কিন্তু, চলতি সপ্তাহেই বেশ কিছু কলেজ এবং বিশ্ববিদ্যালয় একাধিক পরীক্ষা হওয়ার কথা ছিল ৷ পাশাপাশি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ন্যাক-এর প্রতিনিঝিদের পরিদর্শনে আসারও কথা রয়েছে ৷ তাই শিক্ষামহলের একাংশ কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে ছুটির আওতায় আনা নিয়ে সমালোচনা শুরু করছেন ৷ তৈরি হয়েছে নয়া বিতর্ক ৷

কলকাতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির (কুটা) সাধারণ সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "এভাবে সমস্ত বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিলে গবেষণা এবং পরীক্ষা-সহ শিক্ষা সংক্রান্ত অন্য কাজগুলি পিছিয়ে যাবে ৷ এই ছুটি ঘোষণা করার আগে একবার ভালো করে ভাবনা-চিন্তা করা উচিত ছিল ৷ স্কুলের ক্লাস বন্ধ করা আর বিশ্ববিদ্যালয় বন্ধ করা এক জিনিস নয় ৷"

কুটার সভানেত্রী মহালয়া চট্টোপাধ্যায় জানান, এই ছুটি আগামিদিনে আরও বাড়লে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও গবেষণার মতো দৈনন্দিন কাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে ৷ তিনি বলেন, একটা কথা মাথায় রাখতে হবে ৷ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠনপাঠন ছাড়াও বিভিন্ন রকমের কাজ থাকে ৷ তাই হঠাৎ করে সেগুলি বন্ধ হয়ে গেলে স্বাভাবিকভাবেই সমস্যা তৈরি হয় ৷

মহলয়ার কথায়, "কলকাতা বিশ্ববিদ্যালয়ে চতুর্থ সেমিস্টারের ক্ষেত্রে ইন্টারনাল পরীক্ষা নেওয়ার এটাই শেষ সপ্তাহ ছিল ৷ তা পিছিয়ে যাওয়ায় ছেলেমেয়েরা কিছুটা চিন্তিত ৷ রবিবার থেকেই আমি ছাত্রছাত্রীদের থেকে একাধিক ফোন পেয়েছি এই বিষয়ে ৷ তাই কয়েকটি বিভাগ সিদ্ধান্ত নিয়েছে, এই ছুটির মেয়াদ যদি আরও বাড়ে, তাহলেও আগামী সপ্তাহে ক্লাস চালু রেখেই বাদবাকি ইন্টারনাল পরীক্ষাগুলি অন্তত নিয়ে নেওয়া হবে ৷ কারণ এই বিভাগগুলি অনলাইনে পরীক্ষা নিতে রাজি নয় ৷ পাশাপাশি, এই সপ্তাহেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ফলাফল প্রকাশিত হওয়ার কথা ছিল ৷ তাও পিছিয়ে গেল ৷ ফলত, তৃতীয় সেমিস্টারের ফলাফল না জেনেই পড়ুয়াদের চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসে যেতে হবে !"

আরও পড়ুন: তাপপ্রবাহের জেরে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 5 দিনের ছুটি ঘোষণা মমতার

এই বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সংগঠনের (জুটা) সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "স্কুল এবং বিশ্ববিদ্যালয়ের রুটিন একরকম হয় না ৷ তাই এভাবে যদি হঠাৎ ছুটি দিয়ে দেওয়া হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের পক্ষে অনেক সমস্য়া তৈরি হয় ৷ তাছাড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকাল 10টা থেকে ক্লাস শুরু হয় ৷ চলে বিকেল 5টা পর্যন্ত ৷ দুপুরের তাপপ্রবাহের সময়টায় ছাত্রছাত্রীরা এই সপ্তাহের সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলি দিতেন ৷ কিন্তু, তা পিছিয়ে গেল ৷ এদিকে, সাপ্লিমেন্টারি পরীক্ষা পিছিয়ে গেলে মে মাসের ফাইনাল পরীক্ষাতেও তাঁরা বসতে পারবে না ৷ ফলে যাঁরা ইতিমধ্যেই চাকরি পেয়ে গিয়েছেন, তাঁদের চাকরির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হবে ৷ একটি পরীক্ষা নিতে গেলে অন্তত 10 দিন আগে তার রুটিন তৈরি করতে হয় ৷ তাই এভাবে পরীক্ষা পিছিয়ে গেলে পড়ুয়ারাই ক্ষতিগ্রস্ত হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.