ETV Bharat / state

Madhyamik Question Paper Leak: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান - Sukanta Majumdar on Madhyamik question paper

শুক্রবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা ৷ এই পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই কিছু প্রশ্নপত্রের ছবি টুইট করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar on Madhyamik question paper) ৷

ETV Bharat
মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন নিয়ে সুকান্ত মজুমদারের টুইট ঘিরে জল্পনা
author img

By

Published : Feb 24, 2023, 5:31 PM IST

Updated : Feb 24, 2023, 6:21 PM IST

কলকাতা, 24 ফেব্রুয়ারি: তবে কি মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ফাঁস হয়ে গেল ইংরেজির প্রশ্নপত্র ? এই প্রশ্ন উসকে দিয়েছে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি টুইট ৷ শুক্রবার দুপুরে এই টুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এই টুইটে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ইংরেজি প্রশ্নপত্রের ছবিও দেন তিনি (Sukanta Majumdar) ৷ তবে ওই 3টি পাতা যে এবারের ইংরেজি প্রশ্নপত্রেরই অংশ তা মেনে নিয়েছে পর্ষদ ৷ যদিও প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ বিষয়টিকে তিনি পরিকল্পিত অন্তর্ঘাত বলে উল্লেখ করেছেন ৷

সুকান্তর ওই টুইটের পরেই জল্পনা ছড়ায়, তবে কি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবারের ইংরেজি প্রশ্নপত্র ? তা না-হলে পরীক্ষা শেষের আগে সুকান্ত মজুমদারের কাছে ওই প্রশ্ন পত্রের ছবি এল কোথা থেকে ? এদিন ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজির পরীক্ষা (English exam of Madhyamik) ৷ পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, 16 পাতার প্রশ্ন পত্রের 3টি পাতার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় দুপুর 1টা 40 নাগাদ ৷ পরীক্ষা শুরু হয় 12টায় ৷ এটা পরিকল্পিত ৷ প্রশ্নপত্র ফাঁস হয়নি, কারণ ফাঁস হলে 16টি পাতাই পরীক্ষা শুরুর আগে ছড়িয়ে পড়ত ৷ বিষয়টি নিয়ে প্রশাসনকে তদন্ত করতে বলা হয়েছে ৷

ETV Bharat
পর্ষদের বিবৃতি

এদিন টুইটে সুকান্ত মজুমদার লেখেন, "আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা । সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই । যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে । কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। " এর সঙ্গে তিনি প্রশ্নপত্রের ছবিও দেন । যেখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে 10 নম্বর পৃষ্ঠায় ভয়েস চেঞ্জ, ইনডায়রেক্ট স্পিচ এবং সিম্পেল সেন্টেন্সের তিনটি এবং ফ্রেজাল ভার্বের 3টি প্রশ্ন রয়েছে (Madhyamik examination 2023)।

  • আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার ওই একই পৃষ্ঠায় ছয় নম্বর প্রশ্নে চারটি শব্দ দেওয়া রয়েছে । শব্দগুলি হল 'লস', 'আনপ্রোটেক্টেড', 'আ পারসন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার' এবং 'ওয়ার্ক'। প্রশ্নপত্রের ছয় নম্বরে একটি কম্প্রিহেনশন রয়েছে । সেখান থেকে এই শব্দগুলির মানে খুঁজতে বলা হয়েছে পরীক্ষার্থীদের । এছাড়াও একইভাবে প্রশ্নপত্রের দুইয়ের পাতায় গান্ধিজি সংক্রান্ত একটি কম্প্রিহেনশন দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ি উলটে আহত 9 মাধ্যমিক পরীক্ষার্থী

ভাইরাল হওয়া প্রশ্নপত্র অনুযায়ী, 2 এবং 3 এর পাতা মিলিয়ে এই প্যাসেজ থেকে মোট 4টি পাঁচ নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন করা হয়েছে । এই প্রশ্নপত্র সামনে এসেছে এদিন পরীক্ষা শুরু হওয়ার প্রায় একঘণ্টা পরেই । তবে নিরাপত্তার বলয় এড়িয়ে কীভাবে এই ছবি ভাইরাল হল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা । এই বিষয় এখনও পর্যন্ত মুখ খোলেনি মধ্যশিক্ষা পর্ষদ । অন্যদিকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য এই বিষয়টি উল্লেখ করে সামাজিক মাধ্যমে লেখেন, "মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল ? দ্রুত খোলসা করুক পর্ষদ । এসবের মধ্যেও কোনও কুন্তল, তাপস, মানিক লুকিয়ে নেই তো ?"

কলকাতা, 24 ফেব্রুয়ারি: তবে কি মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ফাঁস হয়ে গেল ইংরেজির প্রশ্নপত্র ? এই প্রশ্ন উসকে দিয়েছে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি টুইট ৷ শুক্রবার দুপুরে এই টুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এই টুইটে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ইংরেজি প্রশ্নপত্রের ছবিও দেন তিনি (Sukanta Majumdar) ৷ তবে ওই 3টি পাতা যে এবারের ইংরেজি প্রশ্নপত্রেরই অংশ তা মেনে নিয়েছে পর্ষদ ৷ যদিও প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ বিষয়টিকে তিনি পরিকল্পিত অন্তর্ঘাত বলে উল্লেখ করেছেন ৷

সুকান্তর ওই টুইটের পরেই জল্পনা ছড়ায়, তবে কি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবারের ইংরেজি প্রশ্নপত্র ? তা না-হলে পরীক্ষা শেষের আগে সুকান্ত মজুমদারের কাছে ওই প্রশ্ন পত্রের ছবি এল কোথা থেকে ? এদিন ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজির পরীক্ষা (English exam of Madhyamik) ৷ পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, 16 পাতার প্রশ্ন পত্রের 3টি পাতার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় দুপুর 1টা 40 নাগাদ ৷ পরীক্ষা শুরু হয় 12টায় ৷ এটা পরিকল্পিত ৷ প্রশ্নপত্র ফাঁস হয়নি, কারণ ফাঁস হলে 16টি পাতাই পরীক্ষা শুরুর আগে ছড়িয়ে পড়ত ৷ বিষয়টি নিয়ে প্রশাসনকে তদন্ত করতে বলা হয়েছে ৷

ETV Bharat
পর্ষদের বিবৃতি

এদিন টুইটে সুকান্ত মজুমদার লেখেন, "আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা । সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই । যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে । কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। " এর সঙ্গে তিনি প্রশ্নপত্রের ছবিও দেন । যেখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে 10 নম্বর পৃষ্ঠায় ভয়েস চেঞ্জ, ইনডায়রেক্ট স্পিচ এবং সিম্পেল সেন্টেন্সের তিনটি এবং ফ্রেজাল ভার্বের 3টি প্রশ্ন রয়েছে (Madhyamik examination 2023)।

  • আজ মাধ্যমিকের ইংরেজি পরিক্ষা। সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই। যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরিক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। pic.twitter.com/sVaNqJiJvE

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) February 24, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আবার ওই একই পৃষ্ঠায় ছয় নম্বর প্রশ্নে চারটি শব্দ দেওয়া রয়েছে । শব্দগুলি হল 'লস', 'আনপ্রোটেক্টেড', 'আ পারসন হু মুভস ফ্রম ওয়ান প্লেস টু আনাদার' এবং 'ওয়ার্ক'। প্রশ্নপত্রের ছয় নম্বরে একটি কম্প্রিহেনশন রয়েছে । সেখান থেকে এই শব্দগুলির মানে খুঁজতে বলা হয়েছে পরীক্ষার্থীদের । এছাড়াও একইভাবে প্রশ্নপত্রের দুইয়ের পাতায় গান্ধিজি সংক্রান্ত একটি কম্প্রিহেনশন দেওয়া হয়েছে ।

আরও পড়ুন: পরীক্ষা দিয়ে ফেরার পথে গাড়ি উলটে আহত 9 মাধ্যমিক পরীক্ষার্থী

ভাইরাল হওয়া প্রশ্নপত্র অনুযায়ী, 2 এবং 3 এর পাতা মিলিয়ে এই প্যাসেজ থেকে মোট 4টি পাঁচ নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন করা হয়েছে । এই প্রশ্নপত্র সামনে এসেছে এদিন পরীক্ষা শুরু হওয়ার প্রায় একঘণ্টা পরেই । তবে নিরাপত্তার বলয় এড়িয়ে কীভাবে এই ছবি ভাইরাল হল, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা । এই বিষয় এখনও পর্যন্ত মুখ খোলেনি মধ্যশিক্ষা পর্ষদ । অন্যদিকে এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য এই বিষয়টি উল্লেখ করে সামাজিক মাধ্যমে লেখেন, "মাধ্যমিকে ইংরেজির প্রশ্নপত্র কি ফাঁস হল ? দ্রুত খোলসা করুক পর্ষদ । এসবের মধ্যেও কোনও কুন্তল, তাপস, মানিক লুকিয়ে নেই তো ?"

Last Updated : Feb 24, 2023, 6:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.