কলকাতা, 23 নভেম্বর: বকেয়া ডিএ (DA) আদায়ের দাবিতে বুধবার বিধানসভা অভিযানের ডাক দেয় 27টি বাম সংগঠন । আর এই অভিযানকে কেন্দ্র করেই রীতিমতো উত্তাল হয়ে ওঠে ধর্মতলা চত্বর । তবে ব্যারিকেড ভেঙে কিভাবে আন্দোলনকারীরা ছুটে পৌঁছে যেতে পারলেন বিধানসভা (West Bengal Assembly) গেটে ? কলকাতা পুলিশের (Kolkata Police) একাধিক উচ্চপদস্থ আইপিএস আধিকারিক থাকা সত্ত্বেও কিভাবে এই ঘটনা ঘটল ? এই প্রশ্নগুলি নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়েছে আইপিএস মহলে ।
আইপিএস মহলের একাংশের দাবি, এই ঘটনায় পুলিশের কর্তব্যের গাফিলতি ছিল । যেকোনও মিটিং মিছিল বা আন্দোলনের আগে স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে গোটা আন্দোলনের একটি রূপরেখা তুলে দেওয়া হয় লালবাজারের (Lalbazar) হাতে । এখানে উল্লেখ থাকে যে সঠিক কত সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারেন । কোন কোন দিক দিয়ে বিক্ষোভকারীরা ঢুকতে পারেন ৷ এছাড়া আরও বিস্তারিত গোপন তথ্য দেওয়া হয় । এক্ষেত্রে স্পেশাল ব্রাঞ্চের তরফ থেকে আদৌ কোনও ইনপুট এসেছিল কি না, তা দেখা প্রয়োজন বলে মনে করেন আইপিএস মহলের একাংশ ।
এছাড়াও আইপিএস মহলের অপর একটি অংশের দাবি, পুলিশ গোটা ঘটনার গুরুত্বই বুঝতে পারেনি । বা এর মধ্যে রয়েছে কোনও অন্তর্নিহিত অর্থ । ওয়াই চ্যানেল থেকে আন্দোলন করে কিভাবে আন্দোলনকারীদের একাংশ বিধানসভা গেটের কাছে পৌঁছে যেতে পারলেন, তা নিয়ে পুলিশের অন্তর্তদন্ত করা অত্যন্ত প্রয়োজন ৷
যদিও এই বিষয়ে কলকাতা পুলিশের প্রাক্তন আইপিএস (IPS) আধিকারিক সত্যজিৎ বন্দ্যোপাধ্যায় ইটিভি ভারতকে জানিয়েছেন, এতে পুলিশি গাফিলতি ছিল, এই ঘটনাটা ঠিক নয় । এটি পূর্ব ঘোষিত একটি আন্দোলন ছিল । কিন্তু তাঁরা যেখানে আন্দোলন করছেন, সেই জায়গাটি 144 ধারা অধীন । ফলে সেখানে আগে কর্মসূচির ঘোষণা করলেও পুলিশ সেখানে কোনও মতেই আন্দোলন করার অনুমতি দিতে পারে না ।
তাঁর মতে, যাঁরা এই আন্দোলনটি সংঘটিত করেছেন, তাঁদের পুরোটাই পূর্ব পরিকল্পিত ছিল ৷ কিভাবে আন্দোলন হবে, তা তারা সরেজমিনে আগেই দেখে রেখেছিলেন ৷ যাঁদের বিধানসভা বা ডালহৌসি চত্বরে অফিস, তাঁরা মিছিলে যোগ না দিয়েই বিনা বাধায় বিধানসভার কাছে যেতে পারেন ৷ এক্ষেত্রেও তেমনটাই ঘটে থাকতে পারে ৷
এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, প্রত্যেকবার দেখা যায় এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনায় পুলিশের ব্যারিকেড কংক্রিট বা পিচের রাস্তা খুঁড়ে তৈরি করা হয় । কিন্তু এক্ষেত্রে তা দেখা যায়নি । তাহলে কি পুলিশ আগে থেকে গোটা আন্দোলনের কতটা প্রভাব পড়তে পারে, তা অনুভব করতে পারেনি ? উঠছে সেই প্রশ্নও ৷
প্রসঙ্গত, আজ বকেয়া ডিএ-র দাবিতে 27টি বাম ও সরকারি চিকিৎসক, সরকারি কর্মী, শিক্ষক অশিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের বিধানসভা অভিযানের শুরুতেই ধর্মতলা চত্বরে কার্যত পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাঁধে আন্দোলনকারীদের । পুলিশের দেওয়া ব্যারিকেড ধাক্কা মেরে সরিয়ে বিধানসভার দিকে ছুটতে থাকেন আন্দোলনকারীরা । কিন্তু দেখা যায় পুলিশকর্মীরা আন্দোলনকারীদের ঘুষি মারছে ৷ পাশাপাশি ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁদের । এরপরে আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয় লালবাজারে । যদিও পুলিশ কেন আন্দোলনকারীদের গায়ে হাত দিল, এই বিষয়ে লালবাজারের তরফ থেকে কোনও বিবৃতি পাওয়া যায়নি ।
আরও পড়ুন: ডিএ-এর দাবিতে বিধানসভা অভিযান, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ সরকারি কর্মীদের