ETV Bharat / state

উচ্চমাধ্যমিকে নতুন প্রশ্নপত্র, জেনে নিন কত নম্বরের জন্য লিখতে হবে কত শব্দ - উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস

২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট (QCAB) চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কত নম্বরের জন্য কত শব্দ লিখতে হবে আজ সেই বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছে সংসদ ।

ছবি
author img

By

Published : Sep 25, 2019, 11:50 PM IST

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই নতুন কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট (QCAB) ৷ চালু করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস । এবার প্রশ্ন ও উত্তর একই বুকলেটে থাকবে । প্রতি নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট শব্দসীমা নির্ধারণ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কত নম্বরের জন্য কত শব্দ লিখতে হবে আজ সেই বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছে সংসদ ।

2019 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন, তাঁরা QCAB চালু করার কথা ভাবছেন । তারপর কয়েকমাস আগেই সংসদ জানায়, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই এই নতুন প্রশ্নপত্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন QCAB প্রশ্নপত্র 2020 সাল থেকেই চালু করার কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদ্ধতি বা ব্যবস্থায় আগের মতো পার্ট-A-র রচনাধর্মী প্রশ্নপত্র এবং তার জন্য নির্দিষ্ট উত্তরপত্র পৃথকভাবে থাকছে না । নতুন পদ্ধতিতে একটাই QCAB (কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট) থাকছে, যেখানে MCQ ও SAQ এবং রচনাধর্মী প্রশ্ন একত্রে একটিই প্রশ্নপত্রে থাকছে । শুধু প্রশ্নপত্র বা উত্তরপত্র বলে কিছু থাকছে না । এই কারণে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিও আর থাকছে না ।

নতুন ধরনের প্রশ্নপত্র তথা উত্তরপত্র চালু করার কারণ হিসেবে সংসদ জানিয়েছে, এতে পরীক্ষা হলে নকল করার প্রবণতা কমবে । বৈদ্যুতিন যন্ত্র বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো বন্ধ হবে । প্রশ্নপত্র পৃথক না থাকায় সঙ্গে করে পরীক্ষা হলের বাইরে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই । দুটি আলাদা উত্তরপত্র না যাওয়ায় খুলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না । পরীক্ষার হলে পরিদর্শক ও মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের সুবিধা হবে ।

এছাড়া, এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির পদ্ধতির সঙ্গেও পরিচয় ঘটবে বলে মনে করছে সংসদ । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, বুকলেটে রচনাধর্মী প্রশ্নের জন্য নির্দিষ্ট শব্দসীমা উল্লেখ করা থাকবে এবং উত্তর লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে । MCQ এবং SAQ প্রশ্নের জন্য আগের মতোই বক্স রাখা থাকবে । প্রতিটি প্রশ্ন তিনটি ভাষায় থাকবে এবং প্রশ্নের উত্তর লেখার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে । এছাড়া, বুকলেটের শেষে অতিরিক্ত পেজ দেওয়া থাকবে । খুব প্রয়োজন হলে পরীক্ষার্থীদের জন্য লুজ শিট নেওয়ারও ব্যবস্থা রাখা হবে । তবে, বুকলেটে অতিরিক্ত পেজ এবং লুজ শিটের ব্যবস্থা থাকলেও পরীক্ষার্থীদের শব্দসীমা অনুসরণ করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কোনও প্রশ্নে বা গাণিতিক প্রশ্নে শব্দসীমার উল্লেখ না থাকলে, সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য যে জায়গা রাখা থাকবে তাতেই উত্তর লিখতে হবে । অবাঞ্ছিত বা অতিরিক্ত উত্তর লেখার অভ্যাস বন্ধ করতেও নির্দেশ দিয়েছে সংসদ ।

কত নম্বরের প্রশ্নের জন্য কত শব্দ লিখতে হবে তাও আজ জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । 4 নম্বরের প্রশ্নের জন্য শব্দ সংখ্যা 80, 5 নম্বরের জন্য 100, 6 নম্বরের জন্য 120, 7 অথবা 8 নম্বরের প্রশ্নের জন্য শব্দ সংখ্যা 150, 10 নম্বরের জন্য 200 ও 15 নম্বরের জন্য শব্দ সংখ্যা 300 দেওয়া হয়েছে । তবে, কিছু বিষয় বা প্রশ্নের ক্ষেত্রে এই শব্দ সংখ্যা তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংসদ । সে ক্ষেত্রে প্রশ্নের জন্য নির্ধারিত জায়গাতেই উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের ।

কলকাতা, ২৫ সেপ্টেম্বর : 2020 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই নতুন কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট (QCAB) ৷ চালু করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস । এবার প্রশ্ন ও উত্তর একই বুকলেটে থাকবে । প্রতি নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট শব্দসীমা নির্ধারণ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কত নম্বরের জন্য কত শব্দ লিখতে হবে আজ সেই বিষয় সম্পর্কিত যাবতীয় তথ্য জানিয়ে দিয়েছে সংসদ ।

2019 সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন, তাঁরা QCAB চালু করার কথা ভাবছেন । তারপর কয়েকমাস আগেই সংসদ জানায়, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই এই নতুন প্রশ্নপত্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আজ স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন QCAB প্রশ্নপত্র 2020 সাল থেকেই চালু করার কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদ্ধতি বা ব্যবস্থায় আগের মতো পার্ট-A-র রচনাধর্মী প্রশ্নপত্র এবং তার জন্য নির্দিষ্ট উত্তরপত্র পৃথকভাবে থাকছে না । নতুন পদ্ধতিতে একটাই QCAB (কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট) থাকছে, যেখানে MCQ ও SAQ এবং রচনাধর্মী প্রশ্ন একত্রে একটিই প্রশ্নপত্রে থাকছে । শুধু প্রশ্নপত্র বা উত্তরপত্র বলে কিছু থাকছে না । এই কারণে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিও আর থাকছে না ।

নতুন ধরনের প্রশ্নপত্র তথা উত্তরপত্র চালু করার কারণ হিসেবে সংসদ জানিয়েছে, এতে পরীক্ষা হলে নকল করার প্রবণতা কমবে । বৈদ্যুতিন যন্ত্র বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো বন্ধ হবে । প্রশ্নপত্র পৃথক না থাকায় সঙ্গে করে পরীক্ষা হলের বাইরে নিয়ে যাওয়ার প্রশ্নই নেই । দুটি আলাদা উত্তরপত্র না যাওয়ায় খুলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না । পরীক্ষার হলে পরিদর্শক ও মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের সুবিধা হবে ।

এছাড়া, এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির পদ্ধতির সঙ্গেও পরিচয় ঘটবে বলে মনে করছে সংসদ । উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, বুকলেটে রচনাধর্মী প্রশ্নের জন্য নির্দিষ্ট শব্দসীমা উল্লেখ করা থাকবে এবং উত্তর লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে । MCQ এবং SAQ প্রশ্নের জন্য আগের মতোই বক্স রাখা থাকবে । প্রতিটি প্রশ্ন তিনটি ভাষায় থাকবে এবং প্রশ্নের উত্তর লেখার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে । এছাড়া, বুকলেটের শেষে অতিরিক্ত পেজ দেওয়া থাকবে । খুব প্রয়োজন হলে পরীক্ষার্থীদের জন্য লুজ শিট নেওয়ারও ব্যবস্থা রাখা হবে । তবে, বুকলেটে অতিরিক্ত পেজ এবং লুজ শিটের ব্যবস্থা থাকলেও পরীক্ষার্থীদের শব্দসীমা অনুসরণ করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । কোনও প্রশ্নে বা গাণিতিক প্রশ্নে শব্দসীমার উল্লেখ না থাকলে, সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য যে জায়গা রাখা থাকবে তাতেই উত্তর লিখতে হবে । অবাঞ্ছিত বা অতিরিক্ত উত্তর লেখার অভ্যাস বন্ধ করতেও নির্দেশ দিয়েছে সংসদ ।

কত নম্বরের প্রশ্নের জন্য কত শব্দ লিখতে হবে তাও আজ জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ । 4 নম্বরের প্রশ্নের জন্য শব্দ সংখ্যা 80, 5 নম্বরের জন্য 100, 6 নম্বরের জন্য 120, 7 অথবা 8 নম্বরের প্রশ্নের জন্য শব্দ সংখ্যা 150, 10 নম্বরের জন্য 200 ও 15 নম্বরের জন্য শব্দ সংখ্যা 300 দেওয়া হয়েছে । তবে, কিছু বিষয় বা প্রশ্নের ক্ষেত্রে এই শব্দ সংখ্যা তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংসদ । সে ক্ষেত্রে প্রশ্নের জন্য নির্ধারিত জায়গাতেই উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের ।

Intro:কলকাতা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই নতুন কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট (QCAB)
চালু করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। নতুন এই প্রশ্নপত্র তথা উত্তরপত্রে প্রশ্ন ও উত্তর একই বুকলেটে থাকবে। এই প্রশ্নপত্র তথা উত্তরপত্রে প্রতি নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট শব্দসীমা নির্ধারণ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ কত নম্বরের জন্য কতো শব্দ লিখতে হবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে সংসদ।
Body:কলকাতা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই নতুন কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট (QCAB)
চালু করার কথা আগেই জানিয়ে দিয়েছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। নতুন এই প্রশ্নপত্র তথা উত্তরপত্রে প্রশ্ন ও উত্তর একই বুকলেটে থাকবে। এই প্রশ্নপত্র তথা উত্তরপত্রে প্রতি নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নির্দিষ্ট শব্দসীমা নির্ধারণ করে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। আজ কত নম্বরের জন্য কতো শব্দ লিখতে হবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছে সংসদ।

২০১৯ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি জানিয়ে দিয়েছিলেন, তাঁরা QCAB চালু করার কথা ভাবছেন। তারপর কয়েকমাস আগেই সংসদ জানায়, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা থেকেই এই নতুন প্রশ্নপত্র চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ স্কুলের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের উদ্দেশ্যে একটি বিজ্ঞপ্তি জারি করে এই নতুন QCAB প্রশ্নপত্র ২০২০ সাল থেকেই চালু করার কথা জানাল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই পদ্ধতি বা ব্যবস্থায় আগের মতো পার্ট-A-র ডেসক্রিপ্টিভ ধরনের প্রশ্নপত্র এবং পার্ট-A-র জন্য নির্দিষ্ট উত্তরপত্র পৃথকভাবে থাকছে না। নতুন পদ্ধতিতে একটাই QCAB (কোয়েশ্চেন কাম অ্যানসার বুকলেট) বা প্রশ্নপত্র তথা উত্তরপত্র থাকছে যেখানে MCQ ও SAQ এবং ডেসক্রিপ্টিভ ধরনের প্রশ্ন একত্রে একটিই প্রশ্নপত্রে থাকছে। শুধু প্রশ্নপত্র বা উত্তরপত্র বলে কিছু থাকছে না। এই কারণে পরীক্ষার্থীদের প্রশ্নপত্র বাড়ি নিয়ে যাওয়ার বিষয়টিও আর থাকছে না।

এই নতুন ধরনের প্রশ্নপত্র তথা উত্তরপত্র চালু করার কারণ হিসেবে সংসদ জানিয়েছে, এতে পরীক্ষা হলে নকল করার প্রবণতা কমবে। বৈদ্যুতিন যন্ত্র বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে পাঠানো বন্ধ হবে। প্রশ্নপত্র পৃথক না থাকায় সঙ্গে করে পরীক্ষা হলের বাইরে নিয়ে যাওয়ার আশঙ্কা থাকবে না। দুটি আলাদা উত্তরপত্র না যাওয়ায় খুলে যাওয়ার বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। পরীক্ষার হলে ইনভিজিলেটর বা ভেন্যু সুপারভাইজার ও মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের সুবিধা হবে। এ ছাড়া, পরীক্ষার্থীদের পরবর্তী পর্যায়ে সর্বভারতীয় পরীক্ষাগুলির পদ্ধতির সঙ্গেও এর মাধ্যমে পরিচয় ঘটবে বলে মনে করছে সংসদ।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, প্রশ্নপত্র তথা উত্তরপত্র বুকলেটে ডেসক্রিপ্টিভ ধরনের প্রশ্নের জন্য নির্দিষ্ট শব্দসীমা উল্লেখ করা থাকবে এবং উত্তর লেখার জন্য নির্দিষ্ট জায়গা থাকবে। MCQ এবং SAQ প্রশ্নের জন্য আগের মতোই বক্স রাখা থাকবে। প্রতিটি প্রশ্ন তিনটি ভাষায় থাকবে এবং প্রশ্নের উত্তর লেখার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে। এ ছাড়া, বুকলেটের শেষে অতিরিক্ত পেজ দেওয়া থাকবে। খুব প্রয়োজন হলে পরীক্ষার্থীদের জন্য লুজ শিট নেওয়ারও ব্যবস্থা রাখা হবে। তবে, বুকলেটে অতিরিক্ত পেজ এবং লুজ শিটের ব্যবস্থা থাকলেও পরীক্ষার্থীদের শব্দসীমা অনুসরণ করতে নির্দেশ দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। যদি কোনও প্রশ্নে বা গাণিতিক প্রশ্নে শব্দসীমার উল্লেখ না থাকলে সেক্ষেত্রে ওই প্রশ্নের জন্য যে জায়গা রাখা থাকবে তাতেই উত্তর লিখতে হবে। অহেতুক, অবাঞ্ছিত বা অতিরিক্ত উত্তর লেখার অভ্যাস বন্ধ করতেও নির্দেশ দিয়েছে সংসদ।

কত নম্বরের প্রশ্নের জন্য কত শব্দ লিখতে হবে তাও আজ জানিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ৪ নম্বরের প্রশ্নের জন্য শব্দসীমা ৮০, ৫ নম্বরের জন্য ১০০, ৬ নম্বরের জন্য ১২০, ৭ অথবা ৮ নম্বর মানের প্রশ্নের জন্য শব্দসীমা ১৫০, ১০ নম্বরের জন্য ২০০ ও ১৫ নম্বরের জন্য শব্দসীমা ৩০০ দেওয়া হয়েছে। তবে, কিছু বিষয় বা প্রশ্নের ক্ষেত্রে এই শব্দসীমায় তারতম্য হতে পারে বলে জানিয়েছে সংসদ। সেক্ষেত্রে প্রশ্নের জন্য নির্ধারিত জায়গাতেই উত্তর লিখতে হবে পরীক্ষার্থীদের।

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.