কলকাতা, 8 মার্চ: 2016 সালের নবম-দ্বাদশ শ্রেণির এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলন 725 দিনে পড়ল আজ ৷ অবস্থান বিক্ষোভ, মিছিল, অনশন করেও নিয়োগ হয়নি ৷ আন্তর্জাতিক নারী দিবসের দিন নিয়োগের দাবিতে অভিনব প্রতিবাদ এসএলএসটি চাকরি প্রার্থীদের (Protest Rally by SLST Job Aspirants) ৷ ‘কুম্ভকর্ণ’ সরকারকে জাগনোর জন্য রাস্তা গণ্ডি কাটলেন এসএলএসটি চাকরিপ্রার্থীরা ৷ বুধবার শিয়ালদা মেট্রো স্টেশনের বাইরে থেকে ধর্মতলা পর্যন্ত কাঁসর-ঘণ্টা বাজিয়ে ও শবদেহ নিয়ে কুম্ভকর্ণ-এর ঘুম ভাঙানোর চেষ্টা করলেন চাকরিপ্রার্থীরা ৷ প্রেসক্লাবের সামনে থেকে গান্ধি মূর্তি পর্যন্ত গণ্ডি কাটলেন তাঁরা ৷
আন্দোলকারী চাকরিপ্রার্থীদের অভিযোগ, 2015-16 সালের পর নিয়োগে নেই ৷ এসএলএসটি-র শেষ পরীক্ষা হয়েছিল 2016 সালে ৷ তাঁদের দাবি, কোর্টে সিবিআই জানিয়েছে 7 হাজারের বেশি ভুয়ো নিয়োগ হয়েছে ৷ অভিযোগ তাঁদের পরীক্ষায় বসার সুযোগও দেওয়া হয়নি ৷ সরকার ও এসএসসি-র মনোভাব এক ৷ কোর্ট নির্দেশও মানা হয়নি বলে অভিযোগ করা হয়েছে ৷ 1 ডিসেম্বরে কোর্ট তার রায়ে নিজেদের মধ্যে বৈঠক করে সব ঠিক করে নিতে বলেছিল ৷ কিন্তু, সেই নির্দেশ মানা হয়নি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা ৷
আন্দোলকারী শহীদুল্লা আলম বলেন, ‘‘আমাদের বঞ্চনার কথা রাজ্যের যদি কেউ জেনে থাকেন, তিনি হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ঝড় জল বৃষ্টিতে প্রায় 2 বছর ধরে আমরা রাস্তায় আছি ৷ রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজকে মহিলারাই আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন ৷ প্রতি ঈদ ও দুর্গাপুজোর সময় নিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হয় ৷ যার কোনটাই পূরণ হয়নি ৷ সরকারকে কুম্ভকর্ণের স্থান দিয়ে ঘুম ভাঙ্গানোর চেষ্টা করছি ৷ সরকার জাগুক, আর কতদিনে জাগবে !’’
আরও পড়ুন: 2016 এসএলএসটি চাকরিপ্রার্থীদের বিকাশ ভবন অভিযান ঘিরে তপ্ত সল্টলেক
নারী দিবসের প্রসঙ্গ তুলে অন্য এক আন্দোলনকারী চাকরিপ্রার্থী মৈত্রী দাস জানান, নারী দিবসের দিনে আজ তাঁদের রাস্তায় নামতেন হয়েছে ৷ কেন যোগ্য হওয়া সত্ত্বেও তাঁদের নিয়োগের দাবিতে পথে নামতে হল, সেই প্রশ্ন তুলেছে ৷ মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও, কেন তাঁদের এইভাবে দিনের পর দিন রাস্তাতে থাকতে হবে ? প্রশ্ন তাঁর ৷