ETV Bharat / state

ওয়াটগঞ্জে NPR আতঙ্ক, তথ্য সংগ্রহকারীদের ঘিরে বিক্ষোভ - কলকাতায় বিক্ষোভ

কলকাতায় NPR আতঙ্ক ৷ পৌরকর্মী পরিচয় দিয়ে এলাকায় তথ্য় সংগ্রহ করতে গেছিলেন দু'জন ৷ তাঁদের বিক্ষোভের মুখে পড়তে হয় ৷

BOBY
ববি হাকিম
author img

By

Published : Feb 5, 2020, 1:55 AM IST

কলকাতা, 5 ফেব্রুয়ারি : জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) ঘিরে আতঙ্ক ওয়াটগঞ্জে ৷ গতকাল বিকেলের ঘটনা ৷ দুই ব্যক্তি নিজেদের পৌরসভার কর্মী পরিচয় দিয়ে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রে খবর, তথ্য সংগ্রহকারীদের হাতে যে ফর্ম ছিল সেখানে একটি কলম NPR ছিল ৷ রাজ্যে NPR হবে না ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন একথা ৷ তারপরও কেন তাঁরা NPR-সংক্রান্ত তথ্য নিচ্ছেন, পৌরকর্মী পরিচয় দেওয়া ওই দুইজনকে স্থানীয়রা এই প্রশ্ন করেন ৷ প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই দুই জন ৷ তখন তাঁদের ঘেরাও করা হয় ৷

আশপাশের এলাকা থেকে আরও লোক জড়ো হয় ৷ এলাকায় উত্তেজনা বাড়তে থাকে ৷ চাপের মুখে পড়ে তখন সেই দুইজন জানান, তাঁরা আধার কার্ড সংশোধনের কাজ করতে এসেছেন ৷ তাঁদের কাজের সঙ্গে NPR-র কোনও যোগ নেই ৷ কিন্তু, ততক্ষণে এলাকায় তুলকালাম অবস্থা ৷ খবর যায় মেয়র ফিরহাদ হাকিমের কাছেও ৷ তিনি আসেন ঘটনাস্থানে ৷ আসে পুলিশও ৷

এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মেয়র ৷ NPR হবে না, আশ্বাস দেন তিনি ৷ সংবাদমাধ্যমকে বলেন, “ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে NPR হচ্ছে না । তারপরও কেন এমনটা হল তা তদন্ত সাপেক্ষ । বিষয়টি জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও । সাধারণ মানুষ থানায় অভিযোগ জানিয়েছে । এবার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

যদিও যাঁরা পৌরকর্মী পরিচয়ে এলাকায় এসেছিলেন তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

কলকাতা, 5 ফেব্রুয়ারি : জাতীয় জনসংখ্যা রেজিস্টার (NPR) ঘিরে আতঙ্ক ওয়াটগঞ্জে ৷ গতকাল বিকেলের ঘটনা ৷ দুই ব্যক্তি নিজেদের পৌরসভার কর্মী পরিচয় দিয়ে ওই এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিলেন বলে অভিযোগ ৷ স্থানীয় সূত্রে খবর, তথ্য সংগ্রহকারীদের হাতে যে ফর্ম ছিল সেখানে একটি কলম NPR ছিল ৷ রাজ্যে NPR হবে না ৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন একথা ৷ তারপরও কেন তাঁরা NPR-সংক্রান্ত তথ্য নিচ্ছেন, পৌরকর্মী পরিচয় দেওয়া ওই দুইজনকে স্থানীয়রা এই প্রশ্ন করেন ৷ প্রশ্নের উত্তর দিতে পারেননি ওই দুই জন ৷ তখন তাঁদের ঘেরাও করা হয় ৷

আশপাশের এলাকা থেকে আরও লোক জড়ো হয় ৷ এলাকায় উত্তেজনা বাড়তে থাকে ৷ চাপের মুখে পড়ে তখন সেই দুইজন জানান, তাঁরা আধার কার্ড সংশোধনের কাজ করতে এসেছেন ৷ তাঁদের কাজের সঙ্গে NPR-র কোনও যোগ নেই ৷ কিন্তু, ততক্ষণে এলাকায় তুলকালাম অবস্থা ৷ খবর যায় মেয়র ফিরহাদ হাকিমের কাছেও ৷ তিনি আসেন ঘটনাস্থানে ৷ আসে পুলিশও ৷

এলাকায় পৌঁছে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন মেয়র ৷ NPR হবে না, আশ্বাস দেন তিনি ৷ সংবাদমাধ্যমকে বলেন, “ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাজ্যে NPR হচ্ছে না । তারপরও কেন এমনটা হল তা তদন্ত সাপেক্ষ । বিষয়টি জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও । সাধারণ মানুষ থানায় অভিযোগ জানিয়েছে । এবার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে ।"

যদিও যাঁরা পৌরকর্মী পরিচয়ে এলাকায় এসেছিলেন তাঁদের সম্পর্কে বিস্তারিত জানা যায়নি ৷ পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।

Intro:কলকাতা, 5 ফেব্রুয়ারি: NPRকে কেন্দ্র করে এবার আতঙ্ক খিদিরপুরে। ঘটনায় রীতিমতো উত্তেজনা তৈরি হয় ওয়াটগঞ্জ এলাকায়। তার জেরে ছুটে যান খোদ মেয়র ফিরহাদ হাকিম। তার উপস্থিতিতে বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের করা হয়েছে ওয়াটগঞ্জ থানায়। খবর দেওয়া হয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগেও।


Body:স্থানীয় সূত্রে খবর, এদিন বিকেলে কিছু ফর্ম নিয়ে দুই ব্যক্তি ওয়াটগঞ্জের মুন্সিরোড যান। তারা নিজেদের পৌরনিগমের কর্মী হিসেবে পরিচয় দেন। তারা বিভিন্ন বাড়িতে ঘুরে তথ্য সংগ্রহ করছিলেন। অভিযোগ ওই ফর্মে NPR এর কলম ছিল। সেটি দেখে ফেলেন স্থানীয়রা। তার পরেই তারা প্রশ্ন করেন, “ মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন এরাজ‍্যে NPR হবে না তখন আপনার এটা করছেন কেন?" ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। তখন ওই দুই ব্যক্তি বলেন, “আধার সংশোধনের কাজ চলছে।" কিন্তু ততক্ষণে রীতিমত তুলকালাম অবস্থা ওই এলাকায়।

বিষয়টি নিয়ে খবর পৌঁছায় ফিরহাদ হাকিমের কাছেও। ওই দুই ব্যক্তিকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। এরই মাঝে ওয়াটগঞ্জ চলে আসেন ফিরহাদ। তিনি বলেন, “ মুখোমুখি স্পষ্ট জানিয়ে দিয়েছেন রাত্রে NPR হচ্ছে না। তার পরেও কেন এমনটা হল তা তদন্ত সাপেক্ষ। বিষয়টি জানানো হয়েছে লালবাজার সাইবার ক্রাইম বিভাগেও। সাধারণ মানুষ থানায় অভিযোগ জানালেন। এবার তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখা হবে।"


Conclusion:
পুলিশ সূত্রে খবর, ঘটনায় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.