ETV Bharat / state

BJP Against Sabitri Mitra: 'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি - প্রধানমন্ত্রীকে নিয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য

রবিবার মালদার রতুয়ার জনসভা থেকে প্রধানমন্ত্রীকে 'দুর্যোধন' ও স্বরাষ্ট্র মন্ত্রীকে 'দুঃশাসন' বলে সম্বোধন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র (controversial comment of Sabitri Mitra on PM Modi) ৷ তাঁর এই মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়করা ৷

ETV Bharat
protest against sabitri mitra comment
author img

By

Published : Nov 28, 2022, 5:24 PM IST

Updated : Nov 28, 2022, 6:15 PM IST

কলকাতা, 28 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ রবিবার মালদার রতুয়ার সভা থেকে প্রধানমন্ত্রীকে 'দুর্যোধন' ও স্বরাষ্ট্রমন্ত্রীকে 'দুঃশাসন' বলে সম্বোধন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র (controversial comment of Sabitri Mitra on PM Modi)৷ তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক ৷ সাবিত্রী মিত্রর মন্তব্যের প্রতিবাদে সোমবার বিধানসভাতেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা (protest of BJP MLAs against Sabitri Mitra in Assembly) ৷

সাবিত্রী মিত্রের ছবি নিয়ে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা ৷ বিরোধী দলনেতা জানিয়েছেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়কের লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবেন বিজেপি-র মহিলা বিধায়করা ৷ অগ্নিমিত্রা পল দাবি করেছেন, ক্ষমা চাইতে হবে সাবিত্রী মিত্রকে (TMC MLA Sabitri Mitra)৷

'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি

আরও পড়ুন: শূর্পণখা'র জবাব ! মোদিকে 'দুর্যোধন' আর শাহকে 'দুঃশাসন' সম্বোধন তৃণমূল বিধায়কের

রবিবার সাবিত্রী মিত্র রতুয়ার সভায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শূর্পণখা ৷ কিন্তু শূর্পণখা হওয়া ভাগ্যের কথা ৷ কারণ, রাবণের মতো মহাপণ্ডিত কেউ ছিল না৷ আপনারা ইতিহাস জানেন না ৷ একমাত্র রামের হাতে মৃত্যুবরণ করার জন্যই রাবণকে সীতাহরণ করতে হয়েছিল ৷ এরপর হিরণ্যকশিপু হয়েছিল, কংস হয়েছিল ৷ রাবণের তিনবার জন্ম হয়েছিল ৷ এসব ওঁরা জানেন না ৷ মমতাদিদিকে যদি আপনি শূর্পণখা বলেন, তাহলে অমিত শাহজিকে, মোদিজিকে, পশ্চিম বাংলায় বিজেপির আরও যাঁরা নেতা রয়েছেন, তাঁদের আমি দুর্যোধন আর দুঃশাসন বলব ৷ খালি স্ত্রীদের বস্ত্রহরণ করা ছাড়া আপনাদের কোনও কাজ নেই ৷ হাথরাসে আপনারা যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করলেন, সেই মেয়েটির পরিবারের এখন কী অবস্থা ৷ দেশের স্বাধীনতা আন্দোলনে গুজরাতের লোকেরা ইংরেজদের অস্ত্র সাপ্লাই দিয়েছে ৷ আর এখন সেই গুজরাতিরা প্রধানমন্ত্রী হয়ে ভারতমাতা কি জয় বলছে ৷ এদের সেকথা বলার কোনও অধিকার নেই ৷”

কলকাতা, 28 নভেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রের বিতর্কিত মন্তব্যের জেরে উত্তাল রাজ্য রাজনীতি ৷ রবিবার মালদার রতুয়ার সভা থেকে প্রধানমন্ত্রীকে 'দুর্যোধন' ও স্বরাষ্ট্রমন্ত্রীকে 'দুঃশাসন' বলে সম্বোধন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র (controversial comment of Sabitri Mitra on PM Modi)৷ তাঁর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে বিতর্ক ৷ সাবিত্রী মিত্রর মন্তব্যের প্রতিবাদে সোমবার বিধানসভাতেও বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা (protest of BJP MLAs against Sabitri Mitra in Assembly) ৷

সাবিত্রী মিত্রের ছবি নিয়ে এদিন বিধানসভার বাইরে বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পলরা ৷ বিরোধী দলনেতা জানিয়েছেন, নরেন্দ্র মোদি ও অমিত শাহকে নিয়ে তৃণমূল বিধায়কের লজ্জাজনক মন্তব্যের প্রতিবাদে মঙ্গলবার বিধানসভায় নিন্দা প্রস্তাব আনবেন বিজেপি-র মহিলা বিধায়করা ৷ অগ্নিমিত্রা পল দাবি করেছেন, ক্ষমা চাইতে হবে সাবিত্রী মিত্রকে (TMC MLA Sabitri Mitra)৷

'দুর্যোধন' ও 'দুঃশাসন' মন্তব্যের প্রতিবাদে বিধানসভায় সরব বিজেপি

আরও পড়ুন: শূর্পণখা'র জবাব ! মোদিকে 'দুর্যোধন' আর শাহকে 'দুঃশাসন' সম্বোধন তৃণমূল বিধায়কের

রবিবার সাবিত্রী মিত্র রতুয়ার সভায় বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় শূর্পণখা ৷ কিন্তু শূর্পণখা হওয়া ভাগ্যের কথা ৷ কারণ, রাবণের মতো মহাপণ্ডিত কেউ ছিল না৷ আপনারা ইতিহাস জানেন না ৷ একমাত্র রামের হাতে মৃত্যুবরণ করার জন্যই রাবণকে সীতাহরণ করতে হয়েছিল ৷ এরপর হিরণ্যকশিপু হয়েছিল, কংস হয়েছিল ৷ রাবণের তিনবার জন্ম হয়েছিল ৷ এসব ওঁরা জানেন না ৷ মমতাদিদিকে যদি আপনি শূর্পণখা বলেন, তাহলে অমিত শাহজিকে, মোদিজিকে, পশ্চিম বাংলায় বিজেপির আরও যাঁরা নেতা রয়েছেন, তাঁদের আমি দুর্যোধন আর দুঃশাসন বলব ৷ খালি স্ত্রীদের বস্ত্রহরণ করা ছাড়া আপনাদের কোনও কাজ নেই ৷ হাথরাসে আপনারা যে মেয়েটিকে ধর্ষণ করে খুন করলেন, সেই মেয়েটির পরিবারের এখন কী অবস্থা ৷ দেশের স্বাধীনতা আন্দোলনে গুজরাতের লোকেরা ইংরেজদের অস্ত্র সাপ্লাই দিয়েছে ৷ আর এখন সেই গুজরাতিরা প্রধানমন্ত্রী হয়ে ভারতমাতা কি জয় বলছে ৷ এদের সেকথা বলার কোনও অধিকার নেই ৷”

Last Updated : Nov 28, 2022, 6:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.