ETV Bharat / state

KMC : তারাতলায় দীর্ঘদিনের জমা জলের সমস্যা দূর হতে চলেছে - তারাতলায় দীর্ঘদিনের জমা জলের সমস্যা দূর হতে চলেছে

তারাতলায় নিকাশি পাম্পিং স্টেশন করতে পৌরনিগমকে জমি দিল টাঁকশাল ৷ এতে এতদিন ধরে তারাতলা মোড়, নিউ আলিপুর, গোড়াগাছা, টাঁকশাল কলোনি-সহ সংলগ্ন এলাকায় যে জল জমত তা মিটবে বলে মনে করছে কলকাতা পৌরনিগম (Problem of Stagnant Water in Taratala Will be Solved) ৷

KMC
তারাতলায় দীর্ঘদিনের জমা জলের সমস্যা দূর হতে চলেছে
author img

By

Published : Jun 14, 2022, 10:48 PM IST

কলকাতা, 14 জুন : তারাতলায় নতুন নিকাশি পাম্পিং স্টেশনের জমি নিয়ে শেষমেষ জট কাটল। কলকাতা পৌরনিগমকে নিকাশি পাম্পিং স্টেশন তৈরির জন্য 12 কাঠা জমি দিল টাঁকশাল। সঙ্গে পাম্পিং স্টেশনকে কেন্দ্র করে নতুন কিছু নিকাশি নালা তৈরি করার পরিকল্পনাও করল পৌরনিগম (Problem of Stagnant Water in Taratala Will be Solved)। নয়া পাম্পিং স্টেশনের জন্য পৌরনিগমকে বিনামূল্যে এই জমি দিয়েছে টাঁকশাল।

সম্প্রতি জমি সংক্রান্ত চিঠি নিকাশি বিভাগের কর্তাদের হাতে এসেছে। এ বিষয়ে নিকাশি বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদের সদস্য তারক সিং জানিয়েছেন, ওখানে একটু বৃষ্টিতেই অনেকটা জল জমে যায়। বিশেষ করে টাঁকশাল কলোনির মানুষজনকে বেশ দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, "তাঁরা আমাদের কাছে এই সমস্যা মেটাতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু ওখানে আমাদের কোনও জমি নেই। তাই, টাঁকশালকেই জমি দিতে বলা হয়। ওরা জমি দিয়েছে। এবার ডিপিআর তৈরি হবে।" আশপাশের বহু এলাকায় জমা জলের সমস্যা মিটবে বলেই আশাবাদী তিনি।

আরও পড়ুন : আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই পাম্পিং স্টেশনে চারটি বড় এবং চারটি ছোট পাম্প বাসানো হবে। তার জন্য প্রায় 45 থেকে 50 কোটি টাকা খরচ হবে। খরচের খানিকটা অংশ টাঁকশালকে বহন করার জন্য আর্জি জানানোর সম্ভবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এখানে জমা জলের সমস্যা রয়েছে। এই পাম্পিং স্টেশন হলে তারাতলা মোড়, নিউ আলিপুর, গোড়াগাছা, টাঁকশাল কলোনি-সহ সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা মিটবে বলে মনে করছে পৌরনিগম ৷

কলকাতা, 14 জুন : তারাতলায় নতুন নিকাশি পাম্পিং স্টেশনের জমি নিয়ে শেষমেষ জট কাটল। কলকাতা পৌরনিগমকে নিকাশি পাম্পিং স্টেশন তৈরির জন্য 12 কাঠা জমি দিল টাঁকশাল। সঙ্গে পাম্পিং স্টেশনকে কেন্দ্র করে নতুন কিছু নিকাশি নালা তৈরি করার পরিকল্পনাও করল পৌরনিগম (Problem of Stagnant Water in Taratala Will be Solved)। নয়া পাম্পিং স্টেশনের জন্য পৌরনিগমকে বিনামূল্যে এই জমি দিয়েছে টাঁকশাল।

সম্প্রতি জমি সংক্রান্ত চিঠি নিকাশি বিভাগের কর্তাদের হাতে এসেছে। এ বিষয়ে নিকাশি বিভাগের ভারপ্রাপ্ত মেয়র পারিষদের সদস্য তারক সিং জানিয়েছেন, ওখানে একটু বৃষ্টিতেই অনেকটা জল জমে যায়। বিশেষ করে টাঁকশাল কলোনির মানুষজনকে বেশ দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, "তাঁরা আমাদের কাছে এই সমস্যা মেটাতে আবেদন জানিয়েছিলেন। কিন্তু ওখানে আমাদের কোনও জমি নেই। তাই, টাঁকশালকেই জমি দিতে বলা হয়। ওরা জমি দিয়েছে। এবার ডিপিআর তৈরি হবে।" আশপাশের বহু এলাকায় জমা জলের সমস্যা মিটবে বলেই আশাবাদী তিনি।

আরও পড়ুন : আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার

কলকাতা পৌরনিগম সূত্রে খবর, এই পাম্পিং স্টেশনে চারটি বড় এবং চারটি ছোট পাম্প বাসানো হবে। তার জন্য প্রায় 45 থেকে 50 কোটি টাকা খরচ হবে। খরচের খানিকটা অংশ টাঁকশালকে বহন করার জন্য আর্জি জানানোর সম্ভবনা রয়েছে। দীর্ঘদিন ধরেই এখানে জমা জলের সমস্যা রয়েছে। এই পাম্পিং স্টেশন হলে তারাতলা মোড়, নিউ আলিপুর, গোড়াগাছা, টাঁকশাল কলোনি-সহ সংলগ্ন এলাকায় জল জমার সমস্যা মিটবে বলে মনে করছে পৌরনিগম ৷

For All Latest Updates

TAGGED:

KMC
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.