ETV Bharat / state

Garden Reach Water Works গার্ডেনরিচে পাইপ ফেটে ভাসল এলাকা, ঘণ্টাছয়েক বন্ধ পরিষেবা - গার্ডেনরিচে পাইপ ফেটে ভাসল এলাকা

পাইপ ফেটে বিপত্তি গার্ডেনরিচ এলাকায় (Garden Reach Water Works)৷ বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রইল পানীয় জলের পরিষেবা ৷

Etv Bharat
গার্ডেনরিচে পাইপ ফেটে ভাসল এলাকা
author img

By

Published : Aug 17, 2022, 11:07 PM IST

কলকাতা, 17 অগস্ট: পানীয় জল সরবরাহের মূল পাইপ ফেটে ভাসল গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসের আশপাশের বিস্তীর্ণ এলাকা (problem in drinking water pipeline at garden reach Water Works)৷ দীর্ঘ ছ'ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা কর্পোরেশনের জল সরবরাহ বিভাগ ।

বহুদিন ধরেই এই জল প্রকল্পে নেই স্থায়ী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার । একজন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারকে দিয়ে এই জল প্রকল্পের কাজ চালানো হচ্ছিল বলে দাবি ইঞ্জিনিয়ারদের একাংশের । এই ঘটনায় মহেশতলা, পূজালি, বেহালা, জোকা ও বজবজের বিভিন্ন এলাকায় গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হয় । ফলে সকালে জল পেলেও তারপর পাইপ ফেটে যাওয়ায় পানীয় জল আর পায়নি এই সমস্ত এলাকার মানুষজন ।

বিকেলের মধ্যে ফের জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই দাবি করে পৌর কর্তৃপক্ষ । সন্ধ্যায় জল দেওয়া গেলেও জলের চাপ কম থাকবে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : পুরুলিয়াতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে অনশন মহিলাদের

উল্লেখ্য, গার্ডেনরিচ জল প্রকল্পে 185 মিলিয়ন গ্যালন জল উৎপন্ন হয় । পরিচিত এই পানীয় জল কলকাতা পৌরনিগমের দক্ষিণ ও দক্ষিণ শহরতলির বেশিরভাগ অংশ ছাড়াও প্রতিবেশী বেশ কয়েকটি পৌরসভা এলাকায় পানীয় জলের চাহিদা মেটায় । কলকাতা কর্পোরেশনের 15 ও 16 নম্বর বরোর বেশিরভাগ অংশ ছাড়াও 12 ও 11 নম্বর বরোর অনেকাংশে এই পরিশ্রুত পানীয় জল পৌঁছয় ।

এই বিষয়ে কলকাতা পৌরনিগমের 15 নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল জানান, সকালে বেশিরভাগ সময়টা পানীয় জল দেওয়া হয়েছে । শেষের দিকে কিছুক্ষণের জন্য বিভ্রাট হয়েছিল । দুপুরে বেশিরভাগ অংশেই জল যায়নি । বিকেলের জল পরিষেবা স্বাভাবিক ছিল । কাজেই পাইপ ফেটে বিপত্তি হওয়ার জন্য কোথাও কোনও জল কষ্ট হয়নি ৷

আরও পড়ুন : বাঁকুড়ার ছাতিফাটা গরমে নদীর বালি খুঁড়ে মিটছে তেষ্টা ! হেলদোল নেই প্রশাসনের

কলকাতা, 17 অগস্ট: পানীয় জল সরবরাহের মূল পাইপ ফেটে ভাসল গার্ডেনরিচ ওয়াটার ওয়ার্কসের আশপাশের বিস্তীর্ণ এলাকা (problem in drinking water pipeline at garden reach Water Works)৷ দীর্ঘ ছ'ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কলকাতা কর্পোরেশনের জল সরবরাহ বিভাগ ।

বহুদিন ধরেই এই জল প্রকল্পে নেই স্থায়ী এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার । একজন চুক্তিভিত্তিক ইঞ্জিনিয়ারকে দিয়ে এই জল প্রকল্পের কাজ চালানো হচ্ছিল বলে দাবি ইঞ্জিনিয়ারদের একাংশের । এই ঘটনায় মহেশতলা, পূজালি, বেহালা, জোকা ও বজবজের বিভিন্ন এলাকায় গার্ডেনরিচ থেকে জল সরবরাহ করা হয় । ফলে সকালে জল পেলেও তারপর পাইপ ফেটে যাওয়ায় পানীয় জল আর পায়নি এই সমস্ত এলাকার মানুষজন ।

বিকেলের মধ্যে ফের জল সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে বলেই দাবি করে পৌর কর্তৃপক্ষ । সন্ধ্যায় জল দেওয়া গেলেও জলের চাপ কম থাকবে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুন : পুরুলিয়াতে পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহের দাবিতে অনশন মহিলাদের

উল্লেখ্য, গার্ডেনরিচ জল প্রকল্পে 185 মিলিয়ন গ্যালন জল উৎপন্ন হয় । পরিচিত এই পানীয় জল কলকাতা পৌরনিগমের দক্ষিণ ও দক্ষিণ শহরতলির বেশিরভাগ অংশ ছাড়াও প্রতিবেশী বেশ কয়েকটি পৌরসভা এলাকায় পানীয় জলের চাহিদা মেটায় । কলকাতা কর্পোরেশনের 15 ও 16 নম্বর বরোর বেশিরভাগ অংশ ছাড়াও 12 ও 11 নম্বর বরোর অনেকাংশে এই পরিশ্রুত পানীয় জল পৌঁছয় ।

এই বিষয়ে কলকাতা পৌরনিগমের 15 নম্বর বরোর চেয়ারম্যান রঞ্জিত শীল জানান, সকালে বেশিরভাগ সময়টা পানীয় জল দেওয়া হয়েছে । শেষের দিকে কিছুক্ষণের জন্য বিভ্রাট হয়েছিল । দুপুরে বেশিরভাগ অংশেই জল যায়নি । বিকেলের জল পরিষেবা স্বাভাবিক ছিল । কাজেই পাইপ ফেটে বিপত্তি হওয়ার জন্য কোথাও কোনও জল কষ্ট হয়নি ৷

আরও পড়ুন : বাঁকুড়ার ছাতিফাটা গরমে নদীর বালি খুঁড়ে মিটছে তেষ্টা ! হেলদোল নেই প্রশাসনের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.