কলকাতা, 16 এপ্রিল : আগামী 72 ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গে দাবদাহ থেকে থেকে রেহাই মিলছে না। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বৃদ্ধি পাবে না। জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আকাশ মেঘলা থাকবে। তাই নতুন করে তাপমাত্রা বৃদ্ধি পাবে না। কলকাতায় তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে। তবে পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হওয়ার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
উত্তরবঙ্গে আগামী তিনদিন বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী তিন দিন। কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে। 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার দাপট থাকবে। আজ সকালে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছে ৷
আরও পড়ুন- শীতলকুচির ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টে অধীর
গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে দু-ডিগ্রি বেশি। বাতাসে আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93 শতাংশ। গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি।