ETV Bharat / state

Lawyers Protest Rally: রাজ্যের বিপন্ন গণতন্ত্র বাঁচানোর দাবিতে প্রতিবাদ মিছিল বামসমর্থিত আইনজীবীদের

রাজ্যের গণতন্ত্র বিপন্ন, বাঁচানোর দাবিতে প্রতিবাদ মিছিলের আয়োজন করেছিল বামসমর্থিত আইনজীবীরা (pro left lawyers in protest rally) ৷ কলকাতা হাইকোর্ট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিল চলে ৷

Lawyers Protest Rally
Lawyers Protest Rally
author img

By

Published : Mar 22, 2023, 11:03 PM IST

কলকাতা, 22 মার্চ: রাজ্যের গণতন্ত্র বিপন্ন । রাজ্যের বর্তমান শাসক দল বিগত কয়েক বছর ধরে রাজ্যের মানুষের উপর যে শোষণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে সোচ্চার হলেন বামসমর্থিত আইনজীবী সংগঠন এআইএলইউ (AILU) অল ইন্ডিয়া লইয়ার্রস ইউনিয়ন (pro left lawyers in protest rally in kolkata)। গণতন্ত্র বাঁচাও ও সংবিধান বাঁচানোর দাবিতে বুধবার কলকাতা হাইকোর্ট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে যোগ দিয়েছিলেন কয়েকশো বামপন্থী আইনজীবী । রাজ্যের সমস্ত ক্ষেত্রে বিপুল দুর্নীতি তার বিরুদ্ধে সোচ্চার হতেই এই আন্দোলন বলে জানিয়েছেন আইনজীবীরা ৷

সংগঠনের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পৌরসভা-সহ রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি চলছে । রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে হবে । পঞ্চায়েত নির্বাচনকেও দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে ৷ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্য জুড়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । সেই সঙ্গে তাঁদের আরও দাবি, নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে ।"

আরও পড়ুন: করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদি, নিয়মিত নজরদারির নির্দেশ

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন । তার মধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ-সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি সামনে এসেছে তা এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে নজিরবিহীন বলে মনে করছেন বামসমর্থিত আইনজীবীরা। এর পরেও এই নির্বাচনে যাতে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট না-নিতে পারে শাসক দল তার আবেদন জানিয়েছেন মিছিলে অংশ গ্রহণকারী আইনজীবীরা ।

আরও পড়ুন: পৌর নিয়োগে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট কমিশনকেই বাড়তি গুরুত্ব, বার্তা ফিরহাদের

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইডি তদন্ত চলছে বর্তমানে । এখন পর্যন্ত একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে তাঁরা। ইডি-র হিসাবে কয়েক-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে । শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগেই 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে । পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক রয়েছে । এতে নতুন সসংযোজন হয়েছে পৌরসভার নিয়োগ নিয়োগ দুর্নীতি ।

কলকাতা, 22 মার্চ: রাজ্যের গণতন্ত্র বিপন্ন । রাজ্যের বর্তমান শাসক দল বিগত কয়েক বছর ধরে রাজ্যের মানুষের উপর যে শোষণ নামিয়ে এনেছে তার বিরুদ্ধে সোচ্চার হলেন বামসমর্থিত আইনজীবী সংগঠন এআইএলইউ (AILU) অল ইন্ডিয়া লইয়ার্রস ইউনিয়ন (pro left lawyers in protest rally in kolkata)। গণতন্ত্র বাঁচাও ও সংবিধান বাঁচানোর দাবিতে বুধবার কলকাতা হাইকোর্ট থেকে সুবোধ মল্লিক স্কোয়ার পর্যন্ত মিছিলে যোগ দিয়েছিলেন কয়েকশো বামপন্থী আইনজীবী । রাজ্যের সমস্ত ক্ষেত্রে বিপুল দুর্নীতি তার বিরুদ্ধে সোচ্চার হতেই এই আন্দোলন বলে জানিয়েছেন আইনজীবীরা ৷

সংগঠনের তরফে আইনজীবী শামিম আহমেদ বলেন, "শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, পৌরসভা-সহ রাজ্যের সমস্ত নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি চলছে । রাজ্যকে দুর্নীতিমুক্ত করতে হবে । পঞ্চায়েত নির্বাচনকেও দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের পঞ্চায়েত গড়ে তুলতে হবে ৷ পুলিশ প্রশাসনকে ব্যবহার করে রাজ্য জুড়ে মানুষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । সেই সঙ্গে তাঁদের আরও দাবি, নিরপেক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে ।"

আরও পড়ুন: করোনা ও ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে বৈঠকে মোদি, নিয়মিত নজরদারির নির্দেশ

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত নির্বাচন আসন্ন । তার মধ্যেই রাজ্যের শিক্ষক নিয়োগ-সহ অন্যান্য নিয়োগের ক্ষেত্রে যে পরিমাণ দুর্নীতি সামনে এসেছে তা এই রাজ্যের প্রশাসনিক ক্ষেত্রে নজিরবিহীন বলে মনে করছেন বামসমর্থিত আইনজীবীরা। এর পরেও এই নির্বাচনে যাতে সাধারণ মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভোট না-নিতে পারে শাসক দল তার আবেদন জানিয়েছেন মিছিলে অংশ গ্রহণকারী আইনজীবীরা ।

আরও পড়ুন: পৌর নিয়োগে স্বচ্ছতা আনতে সংশ্লিষ্ট কমিশনকেই বাড়তি গুরুত্ব, বার্তা ফিরহাদের

উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সিবিআই ইডি তদন্ত চলছে বর্তমানে । এখন পর্যন্ত একাধিক নেতা-মন্ত্রীকে গ্রেফতার করেছে তাঁরা। ইডি-র হিসাবে কয়েক-হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে । শুধু প্রাথমিক শিক্ষক নিয়োগেই 100 কোটি টাকার দুর্নীতি হয়েছে । পাশাপাশি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক রয়েছে । এতে নতুন সসংযোজন হয়েছে পৌরসভার নিয়োগ নিয়োগ দুর্নীতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.