ETV Bharat / state

Priyanka Candidate Against PM Modi: মোদির বিরুদ্ধে প্রার্থী হতে পারেন প্রিয়াঙ্কা, জল্পনা আরও বাড়ালেন অধীর - প্রধানমন্ত্রী

কেন্দ্রের শাসক দল বিজেপি তো বটেই কংগ্রেস-সহ অন্যান্য জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও লোকসভা ভোটকে পাখির চোখ রেখে নিজেদের মতো করে ঘর গোছানোর সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ এর মাঝেই 2024-এ মোদির বিরুদ্ধে কংগ্রেস কি প্রিয়াঙ্কা গান্ধিকে বেনারস থেকে প্রার্থী করছে ! জল্পনা আরও বাড়ালেন অধীর রঞ্জন চৌধুরী ৷

Etv Bharat
অধীর রঞ্জন চৌধুরী
author img

By

Published : Aug 19, 2023, 7:18 PM IST

অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা, 19 অগাস্ট: আগামী 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ব্যস্ত। এর মাঝেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে কে প্রার্থী হবেন তা নিয়ে মুখ খুলল কংগ্রেস ৷ দিন দুই আগেই উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান জানিয়েছিলেন, আমেঠি থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল ৷ আর বেনারস থেকে যদি ইচ্ছা প্রকাশ করেন তবে প্রিয়াঙ্কা গান্ধি প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন ৷ সেই জল্পনার মাঝেই লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী শনিবার সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধি বা যে কেউ প্রার্থী হতে পারেন ৷ তবে কে বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি চিন্তিত বলেও কটাক্ষ করেন অধীর ৷

কেন্দ্রের শাসক দল বিজেপি তো বটেই কংগ্রেস-সহ অন্যান্য জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও লোকসভা ভোটকে পাখির চোখ রেখে নিজেদের মতো করে ঘর গোছানোর সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য 26টি দল মিলে বিরোধী জোট 'ইন্ডিয়া'ও গঠন হয়েছে। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের ভিতরে-বাইরে বিভিন্ন সময়ে কটাক্ষও করছেন। এসবের মাঝে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে প্রার্থী হতে পারেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বডরা। এদিন সে বিষয়ে আরও জল্পনা উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের অধীর চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারেন। প্রিয়াঙ্কা গান্ধি হোক বা অন্য কেউ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে প্রার্থী এবং তা নিয়ে এত দ্রুততা কিসের ? এত চিন্তা কিসের ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলব, আপনার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিয়ে এত বিচলিত ?"

কটাক্ষের সুরে অধীর চৌধুরী বলেন, "আপনি (প্রধানমন্ত্রী) আপনার দলকে নিশ্চিন্তে থাকতে বলুন। যখন সময় আসবে তখন মোদির বিপরীতে কে প্রার্থী হবেন তা জানা যাবে। তা নিয়ে এত দ্রুততার কোনও প্রয়োজন নেই।" তবে এই প্রথম নয়, এর আগেও কখনও উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই, কখনও আবার খোদ প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বডরাও তাঁর প্রার্থী হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ৷ তবে আদৌ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা জিইয়ে থাকল এদিনও ৷

আরও পড়ুন: অধীরের উপস্থিতিতে কংগ্রেসের হাত ধরলেন ফিরহাদের জামাই ইয়াসির

অন্যদিকে, 'ইন্ডিয়া' জোট প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "এই জোট নিয়ে প্রধানমন্ত্রীর ঘুম উড়েছে ৷ তিনি দুঃস্বপ্ন দেখছেন। যে কারণে প্রায় প্রতিটি পদক্ষেপে তিনি 'ইন্ডিয়া' জোটকে কেন্দ্র করে নানা রকম মন্তব্য করছেন।" 'ইন্ডিয়া' জোট নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি আগের মতই থাকবে, নাকি কোনও বদল ঘটবে? এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে অধীর স্পষ্ট বলেন, "এ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কংগ্রেসের কী অবস্থান রয়েছে তা সকলের জানা। সেই অবস্থান থেকে কংগ্রেস সরে দাঁড়াচ্ছে কি না, তা নিয়ে এত বিচলিত হওয়া বা দ্রুততার প্রয়োজন নেই। জোটের প্রেক্ষিতে এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যদি কংগ্রেসের অবস্থান বদল হয় তা সকলের আগে সংবাদ মাধ্যমকে ডেকে জানানো হবে ৷ এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ব্যস্ততারও কোনও কারণ নেই।"

অধীর রঞ্জন চৌধুরী

কলকাতা, 19 অগাস্ট: আগামী 2024-এর লোকসভা নির্বাচন নিয়ে দেশজুড়ে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত ব্যস্ত। এর মাঝেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে কে প্রার্থী হবেন তা নিয়ে মুখ খুলল কংগ্রেস ৷ দিন দুই আগেই উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান জানিয়েছিলেন, আমেঠি থেকেই প্রার্থী হচ্ছেন রাহুল ৷ আর বেনারস থেকে যদি ইচ্ছা প্রকাশ করেন তবে প্রিয়াঙ্কা গান্ধি প্রতিদ্বন্দ্বিতা করতেই পারেন ৷ সেই জল্পনার মাঝেই লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরী শনিবার সাফ জানিয়ে দিলেন, প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা গান্ধি বা যে কেউ প্রার্থী হতে পারেন ৷ তবে কে বিরুদ্ধে প্রার্থী হচ্ছেন তা নিয়ে প্রধানমন্ত্রী মোদি চিন্তিত বলেও কটাক্ষ করেন অধীর ৷

কেন্দ্রের শাসক দল বিজেপি তো বটেই কংগ্রেস-সহ অন্যান্য জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলগুলিও লোকসভা ভোটকে পাখির চোখ রেখে নিজেদের মতো করে ঘর গোছানোর সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ৷ কেন্দ্র থেকে বিজেপিকে হটানোর জন্য 26টি দল মিলে বিরোধী জোট 'ইন্ডিয়া'ও গঠন হয়েছে। যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সংসদের ভিতরে-বাইরে বিভিন্ন সময়ে কটাক্ষও করছেন। এসবের মাঝে রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বেনারস থেকে প্রার্থী হতে পারেন সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধি বডরা। এদিন সে বিষয়ে আরও জল্পনা উসকে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরের অধীর চৌধুরী বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যে কেউ প্রার্থী হতে পারেন। প্রিয়াঙ্কা গান্ধি হোক বা অন্য কেউ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কে প্রার্থী এবং তা নিয়ে এত দ্রুততা কিসের ? এত চিন্তা কিসের ? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বলব, আপনার বিরুদ্ধে কে প্রার্থী হবেন তা নিয়ে এত বিচলিত ?"

কটাক্ষের সুরে অধীর চৌধুরী বলেন, "আপনি (প্রধানমন্ত্রী) আপনার দলকে নিশ্চিন্তে থাকতে বলুন। যখন সময় আসবে তখন মোদির বিপরীতে কে প্রার্থী হবেন তা জানা যাবে। তা নিয়ে এত দ্রুততার কোনও প্রয়োজন নেই।" তবে এই প্রথম নয়, এর আগেও কখনও উত্তরপ্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রাই, কখনও আবার খোদ প্রিয়াঙ্কার স্বামী রবার্ট বডরাও তাঁর প্রার্থী হওয়া নিয়ে মুখ খুলেছিলেন ৷ তবে আদৌ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রিয়াঙ্কা প্রার্থী হবেন কি না, তা নিয়ে জল্পনা জিইয়ে থাকল এদিনও ৷

আরও পড়ুন: অধীরের উপস্থিতিতে কংগ্রেসের হাত ধরলেন ফিরহাদের জামাই ইয়াসির

অন্যদিকে, 'ইন্ডিয়া' জোট প্রসঙ্গে এদিন প্রশ্ন করা হলে অধীর রঞ্জন চৌধুরী বলেন, "এই জোট নিয়ে প্রধানমন্ত্রীর ঘুম উড়েছে ৷ তিনি দুঃস্বপ্ন দেখছেন। যে কারণে প্রায় প্রতিটি পদক্ষেপে তিনি 'ইন্ডিয়া' জোটকে কেন্দ্র করে নানা রকম মন্তব্য করছেন।" 'ইন্ডিয়া' জোট নিয়ে পশ্চিমবঙ্গে কংগ্রেসের অবস্থান কি আগের মতই থাকবে, নাকি কোনও বদল ঘটবে? এ বিষয়ে সাংবাদিক সম্মেলনে অধীর স্পষ্ট বলেন, "এ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে কংগ্রেসের কী অবস্থান রয়েছে তা সকলের জানা। সেই অবস্থান থেকে কংগ্রেস সরে দাঁড়াচ্ছে কি না, তা নিয়ে এত বিচলিত হওয়া বা দ্রুততার প্রয়োজন নেই। জোটের প্রেক্ষিতে এ রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে যদি কংগ্রেসের অবস্থান বদল হয় তা সকলের আগে সংবাদ মাধ্যমকে ডেকে জানানো হবে ৷ এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। ব্যস্ততারও কোনও কারণ নেই।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.