কলকাতা, 17 মার্চ : শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস ৷ বৃহস্পতিবার বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে এই নোটিস গৃহীত হয় । বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া চার বিধায়কের আনা অভিযোগের ভিত্তিতে এই নোটিস দেওয়া হয়েছে (Privilege motion against LOP Suvendu Adhikari in Assembly) ।
প্রসঙ্গত, বুধবার রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট নিয়ে আলোচনা চলছিল ৷ সেই সময় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে খুনের হুমকি, আয়কর হানার হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, বড়জোড়ার বিধায়ক তন্ময় ঘোষ, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় । বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসতেই তিনি ওই বিধায়কদের এ বিষয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জানানোর পরামর্শ দেন ।
সেইমতো পুরো ঘটনাটি অধ্যক্ষের কাছে লিখিতভাবে জমা দেন এই চার বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া বিধায়ক । আজ বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, প্রাথমিক তদন্তে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা পাওয়া গিয়েছে । এই অবস্থায় গোটা বিষয়টিকে বিধানসভার প্রিভিলেজ কমিটির কাছে পাঠানো হচ্ছে । কমিটি এর সত্যাসত্য তদন্ত করে সিদ্ধান্ত নেবে । যদিও বিজেপির পক্ষ থেকে বারবার বলা হয়, শুভেন্দু অধিকারী কোথাও অন রেকর্ড এমন কথা বলেননি । কে কী বলছে, তা নিয়ে যদি প্রিভিলেজ আনতে হয়, তাহলে সেই অভিযোগের সত্যাসত্য প্রমাণের দায়িত্ব তাঁদের । এক্ষেত্রে বিজেপি পরিষদীয় দল এই বিষয়টিকে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ।
প্রসঙ্গত গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার বিধায়কের বক্তব্য শুনে বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দিয়েছিলেন । তাঁর মতে স্বাধিকার ভঙ্গের নোটিস দেওয়া উচিত । ঠিক তখনই অধ্যক্ষ জানিয়ে দিয়েছিলেন, যদি প্রাথমিকভাবে এই ঘটনার সপক্ষে প্রমাণ পাওয়া যায়, তাহলে পদক্ষেপ করা হবে । শেষ পর্যন্ত এই জল কতদূর গড়ায়, সেটাই দেখার ।