কলকাতা, 17 ফেব্রুয়ারি: রাজ্য সরকারের নির্দেশিকা অনুসারে রাজ্যের সরকারি স্কুলগুলি প্রাক-প্রাথমিক স্তর থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত ক্লাসরুমে পঠনপাঠন শুরু করেছে । যদিও বহু বেসরকারি স্কুলে এখনও চালু হয়নি প্রাক প্রাথমিকে অফলাইন ক্লাস (Private Schools Want To Start Offline Class)। এখনও চলছে অনলাইনেই পড়াশোনা । এবার বেশ কিছু স্কুল নতুন শিক্ষাবর্ষ থেকেই পুনরায় শুরু করতে পারে অফলাইন ক্লাস । ডিপিএস রুবি পার্ক বৃহস্পতিবার থেকে প্রথম শ্রেণির অফলাইন ক্লাস শুরু করেছে ।
টানা দু'বছর বন্ধ থাকার পর এবার কচিকাঁচাদের ধাপে ধাপে স্কুলমুখী করতে উদ্যোগী বেসরকারি স্কুল কর্তৃপক্ষ । ডিপিএস রুবি পার্ক বৃহস্পতিবার থেকে অফলাইনের মাধ্যমে শুরু করেছে প্রথম শ্রেণির ক্লাস । আগামিকাল শুরু হবে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শ্রেণির ক্লাস । আর চলতি মাসের 25 তারিখের পর থেকে পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ক্লাস শুরু হবে ।
এই প্রসঙ্গেই, লা মার্টিনিয়ার ফর বয়সের তরফে সুপ্রিয় ধর জানান, "এখন আমাদের স্কুলে ক্লাস থ্রি এর পরীক্ষা চলছে তাই এখন অফলাইনে সব ক্লাস শুরু করা সম্ভব নয় । তবে সরকারি নির্দেশিকা মেনে এপ্রিল মাসের নতুন শিক্ষাবর্ষ থেকে ক্লাস ওয়ান থেকে শুরু হয়ে যাবে অফলাইনের পঠন পাঠন । স্কুলে এসে ক্লাস করতে হবে পড়ুয়াদের । তবে তার নিচের ক্লাস আপাতত অনলাইনেই চলবে । তবে প্রথম শ্রেণির ক্ষেত্রে 'হাইব্রিড মোডে' আর ক্লাস চলবে না । " তিনি আরও জানান, যে প্রথম শ্রেণির অফ লাইনে ক্লাস চালু হওয়ার ক্ষেত্রে অভিভাবকদের থেকে কোনও অনুমতি পত্র নেওয়া হবে না।
আরও পড়ুন: Surajit Sengupta Demise : কারও দাদা, কারও পরম বন্ধু; সুরজিতের প্রয়াণে শোকস্তব্ধ সুব্রত-মানসরা
সাউথ পয়েন্ট স্কুলের প্রিন্সিপল দালবির কর চাড্ডা বলেন, "এই মাসের শেষের দিকে প্রথম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের ধাপে ধাপে স্কুলে আনা হবে । একদিনে একটি ক্লাসের সমস্ত পড়ুয়াদের আনা হবে । পরের দিন তাদের ছুটি দিয়ে অন্য ক্লাসকে আনা হবে । এভাবেই ছোটদের ক্লাস শুরু করার পরিকল্পনা রয়েছে । তবে যেদিন যে পড়ুয়ারা স্কুলে আসবে না তাদের অনলাইনে চলবে ক্লাস । এভাবে ধাপে ধাপে একটু পড়ুয়াদের স্কুলে আনা হবে যাতে একসাথে অনেক ভিড় না হয় এবং যথার্থভাবেই বজায় থাকে সামাজিক দূরত্ব ।"
যদিও গার্ডেন হাই স্কুলের তরফে সঞ্জয় দাস অফ লাইন ক্লাস শুরু প্রসঙ্গেই বলেন, "আমাদের স্কুলে পরীক্ষা চলছে তাই এই মুহূর্তে অফলাইন ক্লাস হবে না । তবে নতুন শিক্ষাবর্ষ থেকে অফলাইন পঠনপাঠন শুরু হবে কি না, বা হলেও কোন শ্রেণির থেকে কোন শ্রেণির পর্যন্ত পড়ুয়া স্কুলে এসে ক্লাস করবে সেই বিষয়টি কতৃপক্ষ আলোচনা করে জানাবে । এইক্ষেত্রে অভিভাবকদের অনুমতি পত্র আনতে হবে কি না সেই বিষয়টি নিয়ে এখনও চিন্তাভবনা স্তরে আছে ।"