ETV Bharat / state

বাইরে টেস্ট করিয়ে রোগীর থেকে বেশি টাকা, বেসরকারি হাসপাতালকে জরিমানা

প্রস্টেটের একটি পরীক্ষার জন্য গত চার অগাস্ট আবার এই হাসপাতালে তিনি গিয়েছিলেন । এই টেস্টের জন্য 1 হাজার 700 টাকা নেয় বেসরকারি ওই হাসপাতাল । রিপোর্টে দেখা যায়, অন্য একটি বেসরকারি ল্যাবরেটরির রিপোর্ট দেওয়া হয়েছে ।

private hospital
কলকাতার বেসরকারি হাসপাতাল
author img

By

Published : Oct 19, 2020, 12:01 PM IST

কলকাতা, 19 অক্টোবর : বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে টেস্ট করানোর জন্য বেশি টাকা নেওয়ার অভিযোগ ৷ মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা ৷ জানা গিয়েছে, বেসরকারি ওই হাসপাতালে একটি টেস্ট করান সেখানকার পুরোনো এক রোগী । অভিযোগ, হাসপাতাল বাইরে থেকে ওই টেস্ট 700 টাকায় করিয়ে নেয় ৷ কিন্তু, ওই রোগীর কাছ থেকে নেওয়া হয় 1 হাজার 700 টাকা । এরপরই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয় রোগীর পরিবার ৷ কমিশন ওই হাসপাতালকে 1 হাজার 700 টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এছাড়াও ওই হাসপাতাল কর্তৃপপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানাও করে ৷

কমিশন জানিয়েছে, মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে কসবার বাসিন্দা এক প্রবীণ ব্যক্তি 2014 থেকে চিকিৎসা করান । প্রস্টেটের একটি পরীক্ষার জন্য চার অগাস্ট আবার এই হাসপাতালে তিনি গিয়েছিলেন । এই টেস্টের জন্য 1 হাজার 700 টাকা নেয় বেসরকারি ওই হাসপাতাল । রিপোর্টে দেখা যায়, অন্য একটি বেসরকারি ল্যাবরেটরির রিপোর্ট দেওয়া হয়েছে । টেস্ট হয়েছে ওই বেসরকারি হাসপাতালে, রিপোর্ট কেন দেওয়া হবে ওই বেসরকারি ল্যাবরেটরি থেকে? এই প্রশ্ন তুলে অভিযোগে জানানো হয় ৷ রোগীর পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে একবারও বলা হয়নি যে এই টেস্ট এখানে করানো হবে না ।

এবিষয়ে কমিশন জানিয়েছে, খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই টেস্টের জন্য বেসরকারি ওই ল্যাবরেটরি 700 টাকা নিয়েছে । আর এই টেস্টের জন্য বেসরকারি ওই হাসপাতাল নিয়েছে 1 হাজার 700 টাকা । বাইরে থেকে এই টেস্ট করাতে যা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা নিয়েছে এই হাসপাতাল । এ বিষয়ে কমিশনে ওই হাসপাতাল জানিয়েছে, 1 হাজার 700 টাকা নয়, ছাড় দিয়ে 1 হাজার 530 টাকার মতো নেওয়া হয়েছে । হাসপাতালের তরফে বলা হয় যে, মেশিন খারাপ হয়ে যাওয়ায় বাইরে থেকে টেস্ট করানো হয় ৷ কিন্তু, কেন এত বেশি টাকা নিয়েছে হাসপাতাল, তার কোনও যুক্তি দিতে পারেনি কর্তৃপক্ষ ।

রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনায় এই বেসরকারি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ওই 1 হাজার 700 টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে ।" এর পাশাপাশি তিনি বলেন, "এই হাসপাতালকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে যেন প্যাথোলজির কোনও চার্জ শহরের বড় সেন্টারগুলির সঙ্গে সমতা রেখে নেওয়া হয় ।"

কলকাতা, 19 অক্টোবর : বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে টেস্ট করানোর জন্য বেশি টাকা নেওয়ার অভিযোগ ৷ মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালের ঘটনা ৷ জানা গিয়েছে, বেসরকারি ওই হাসপাতালে একটি টেস্ট করান সেখানকার পুরোনো এক রোগী । অভিযোগ, হাসপাতাল বাইরে থেকে ওই টেস্ট 700 টাকায় করিয়ে নেয় ৷ কিন্তু, ওই রোগীর কাছ থেকে নেওয়া হয় 1 হাজার 700 টাকা । এরপরই ওয়েস্ট বেঙ্গল ক্লিনিকাল এস্টাব্লিশমেন্ট রেগুলেটরি কমিশনের দ্বারস্থ হয় রোগীর পরিবার ৷ কমিশন ওই হাসপাতালকে 1 হাজার 700 টাকা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় ৷ এছাড়াও ওই হাসপাতাল কর্তৃপপক্ষকে পাঁচ হাজার টাকা জরিমানাও করে ৷

কমিশন জানিয়েছে, মুকুন্দপুরে অবস্থিত বেসরকারি ওই হাসপাতালে কসবার বাসিন্দা এক প্রবীণ ব্যক্তি 2014 থেকে চিকিৎসা করান । প্রস্টেটের একটি পরীক্ষার জন্য চার অগাস্ট আবার এই হাসপাতালে তিনি গিয়েছিলেন । এই টেস্টের জন্য 1 হাজার 700 টাকা নেয় বেসরকারি ওই হাসপাতাল । রিপোর্টে দেখা যায়, অন্য একটি বেসরকারি ল্যাবরেটরির রিপোর্ট দেওয়া হয়েছে । টেস্ট হয়েছে ওই বেসরকারি হাসপাতালে, রিপোর্ট কেন দেওয়া হবে ওই বেসরকারি ল্যাবরেটরি থেকে? এই প্রশ্ন তুলে অভিযোগে জানানো হয় ৷ রোগীর পরিবারের অভিযোগ হাসপাতাল থেকে একবারও বলা হয়নি যে এই টেস্ট এখানে করানো হবে না ।

এবিষয়ে কমিশন জানিয়েছে, খোঁজ নিয়ে দেখা গিয়েছে, এই টেস্টের জন্য বেসরকারি ওই ল্যাবরেটরি 700 টাকা নিয়েছে । আর এই টেস্টের জন্য বেসরকারি ওই হাসপাতাল নিয়েছে 1 হাজার 700 টাকা । বাইরে থেকে এই টেস্ট করাতে যা খরচ হয়েছে তার থেকে অনেক বেশি টাকা নিয়েছে এই হাসপাতাল । এ বিষয়ে কমিশনে ওই হাসপাতাল জানিয়েছে, 1 হাজার 700 টাকা নয়, ছাড় দিয়ে 1 হাজার 530 টাকার মতো নেওয়া হয়েছে । হাসপাতালের তরফে বলা হয় যে, মেশিন খারাপ হয়ে যাওয়ায় বাইরে থেকে টেস্ট করানো হয় ৷ কিন্তু, কেন এত বেশি টাকা নিয়েছে হাসপাতাল, তার কোনও যুক্তি দিতে পারেনি কর্তৃপক্ষ ।

রাজ্যের স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন জাস্টিস (অবসরপ্রাপ্ত) অসীম বন্দ্যোপাধ্যায় বলেন, "এই ঘটনায় এই বেসরকারি হাসপাতালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে । ওই 1 হাজার 700 টাকা ফেরত দেওয়ার কথাও বলা হয়েছে ।" এর পাশাপাশি তিনি বলেন, "এই হাসপাতালকে সতর্ক করে বলা হয়েছে, ভবিষ্যতে যেন প্যাথোলজির কোনও চার্জ শহরের বড় সেন্টারগুলির সঙ্গে সমতা রেখে নেওয়া হয় ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.