ETV Bharat / state

উপসর্গহীন কোরোনা আক্রান্তের মৃত্যু, বন্ধ করে দেওয়া হল হাসপাতাল - Private Hospital in Teghoria has been closed after a Corona Patient died

ICU-তে ভরতি পাঁচ রোগীর মধ্যে কারও কোরোনার কোনও উপসর্গ ছিল না । কিন্তু একজন রোগীকে দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । পরে এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । মৃত্যুও হয় তাঁর । এরপরেই সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল সংশ্লিষ্ট হাসপাতাল ।

Corona
কোরোনা
author img

By

Published : May 6, 2020, 7:51 AM IST

কলকাতা, 6 মে : বেসরকারি হাসপাতাল । সেখানকারই ICU-তে মোট পাঁচজন রোগীর চিকিৎসা চলছিল । কারও ক্ষেত্রেই কোরোনার কোনও উপসর্গ ছিল না । কিন্তু একজন রোগীকে দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । পরে এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । মৃত্যুও হয় তাঁর । এরপরেই সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল সংশ্লিষ্ট হাসপাতাল ।

বেসরকারি ওই হাসপাতালটি তেঘরিয়ায় অবস্থিত । সেখানেই ICU-তে পাঁচ রোগীর চিকিৎসা চলছিল । তাঁদের কারও ক্ষেত্রে কোনও উপসর্গ ছিল না । তবে, রাজারহাট এলাকার বাসিন্দা 45 বছরের এক রোগীর ক্ষেত্রে সন্দেহ হয় চিকিৎসকদের । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 30 এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, ওই রোগী কোরোনা পজ়িটিভ । পরের দিন হাসপাতালের ICU-তেই মৃত্যু হয় তাঁর ।

উপসর্গহীন ওই কোরোনা আক্রান্তের মৃত্যুর পরই হাসপাতালের দুই চিকিৎসক সেলফ আইসোলেশন রয়েছেন । ছয় জন নার্স ও এক স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা PPE ব্যবহার করলেও প্রোটোকল মেনে তাঁদের কোয়ারানটিনে রাখা হয়েছে । ICU-তে থাকা আরও চার রোগীরও সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের প্রত্যেকেরই রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে ।

অন্যদিকে যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে তার জন্য সোমবার থেকে হাসপাতালে নতুন রোগী ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন 20 থেকে 22 জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে । আজ আরও চার রোগীকে ছুটি দেওয়া হবে । একইসঙ্গে জীবাণুমুক্ত করতে আজ থেকে হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখা হবে । ফের কবে হাসপাতাল চালু হবে সেবিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি । তবে, জীবাণুমুক্ত করার পর ফের হাসপাতাল পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

কলকাতা, 6 মে : বেসরকারি হাসপাতাল । সেখানকারই ICU-তে মোট পাঁচজন রোগীর চিকিৎসা চলছিল । কারও ক্ষেত্রেই কোরোনার কোনও উপসর্গ ছিল না । কিন্তু একজন রোগীকে দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । পরে এই রোগীর সোয়াবের নমুনা পরীক্ষার রিপোর্টে কোরোনা পজ়িটিভ ধরা পড়ে । মৃত্যুও হয় তাঁর । এরপরেই সংক্রমণের আশঙ্কায় বন্ধ করে দেওয়া হল সংশ্লিষ্ট হাসপাতাল ।

বেসরকারি ওই হাসপাতালটি তেঘরিয়ায় অবস্থিত । সেখানেই ICU-তে পাঁচ রোগীর চিকিৎসা চলছিল । তাঁদের কারও ক্ষেত্রে কোনও উপসর্গ ছিল না । তবে, রাজারহাট এলাকার বাসিন্দা 45 বছরের এক রোগীর ক্ষেত্রে সন্দেহ হয় চিকিৎসকদের । তাঁর সোয়াবের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয় । 30 এপ্রিল নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, ওই রোগী কোরোনা পজ়িটিভ । পরের দিন হাসপাতালের ICU-তেই মৃত্যু হয় তাঁর ।

উপসর্গহীন ওই কোরোনা আক্রান্তের মৃত্যুর পরই হাসপাতালের দুই চিকিৎসক সেলফ আইসোলেশন রয়েছেন । ছয় জন নার্স ও এক স্বাস্থ্যকর্মীকে কোয়ারানটিনে রাখা হয়েছে । সেখানকার চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা PPE ব্যবহার করলেও প্রোটোকল মেনে তাঁদের কোয়ারানটিনে রাখা হয়েছে । ICU-তে থাকা আরও চার রোগীরও সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । তাঁদের প্রত্যেকেরই রিপোর্টে কোরোনা নেগেটিভ পাওয়া গেছে ।

অন্যদিকে যাতে সংক্রমণ আরও ছড়িয়ে না পড়ে তার জন্য সোমবার থেকে হাসপাতালে নতুন রোগী ভরতি নেওয়া বন্ধ রাখা হয়েছে । হাসপাতালে চিকিৎসাধীন 20 থেকে 22 জন রোগীকে ছুটি দেওয়া হয়েছে । আজ আরও চার রোগীকে ছুটি দেওয়া হবে । একইসঙ্গে জীবাণুমুক্ত করতে আজ থেকে হাসপাতাল সম্পূর্ণ বন্ধ রাখা হবে । ফের কবে হাসপাতাল চালু হবে সেবিষয়ে কিছু স্পষ্ট জানা যায়নি । তবে, জীবাণুমুক্ত করার পর ফের হাসপাতাল পরিষেবা চালু করা সম্ভব হবে বলে আশায় রয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.