ETV Bharat / state

আগামীকাল থেকে বাস নামবে না, জানিয়ে দিল জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট - bus service in west bengal

মুখ্যমন্ত্রী 6 হাজার বাসের জন্য একটি তিন মাসের আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ৷ কিন্তু তাতে খুশি নয় জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ৷ তাই আগামীকাল থেকে তাঁরা পথে বাস নামাবেন না বলে জানিয়েছেন এই সংগঠনের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।

বেসরকারি বাস
বেসরকারি বাস
author img

By

Published : Jun 28, 2020, 5:29 PM IST

Updated : Jun 28, 2020, 9:43 PM IST

কলকাতা, 28 জুন : মুখ্যমন্ত্রী বললেও আগামীকাল থেকে পথে বাস নামাবেন না তাঁরা । আজ একথা জানিয়ে দিলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।

বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 হাজার বাসের জন্য তিন মাসের একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন । কিন্তু বাস মালিক সংগঠনের বক্তব্য, আর্থিক প্যাকেজের মতো সাময়িক পদক্ষেপে কিছু হবে না ৷ একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে ৷ তাই ভাড়া বাড়াতে হবে ৷ এই দাবিতেই বাস মালিক সংগঠনগুলি আর্থিক প্যাকেজ গ্রহণে অসমর্থ বলে জানিয়ে দিয়েছে।

এবিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক বলেন, "আগামীকাল থেকে আমাদের সংগঠনের একটি বাস-মিনিবাসও পথে নামবে না। এভাবে আমরা আর বাস চালাতে পারছি না। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র 6 হাজার বাসকে এই প্যাকেজের আওতায় আনা হবে । জেলা ও শহর মিলিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অধীনেই রয়েছে প্রায় 45 হাজার বাস-মিনিবাস। আগেও জানিয়েছি, আমরা সবাই একই পরিবারের সদস্য ৷ তাই সেই পরিবারের কেউ সাহায্য পেলেন আর কেউ পেলেন না সেটা তো হতে পারে না । তাই এই সিদ্ধান্ত ৷ আমরা প্যাকেজ যেমন নিতে পারলাম না তেমনই এভাবে নিজেদের পকেট থেকে খরচ মিটিয়ে আর বাস চালানো সম্ভব নয়।"

আগামীকাল পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকে করবেন ৷ সেই বৈঠকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ডাক পায়নি ৷ আজ একথা জানান জানান তপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাড়া বিবেচনা নিয়ে এক্সপার্ট কমিটির বিষয়ে তপনবাবু বলেন, "এক্সপার্ট কমিটিকে আমরা সমস্ত হিসেব-নিকেশ জমা দিয়েছিলাম । আমাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় । তবে চূড়ান্তভাবে এখনও কিছু জানা যায়নি।"

বাকি সংগঠনগুলি জানিয়েছে, আজ নিজেদের মধ্যে আলোচনা করে পরে তাঁদের পদক্ষেপের বিষয়ে জানাবেন ৷

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য প্রশাসন ও মালিকদের মধ্যে টানাপোড়েন চলেছে । তারপর মালিকদের আর্জিতে তৈরি হয় এক্সপার্ট কমিটি । কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

কলকাতা, 28 জুন : মুখ্যমন্ত্রী বললেও আগামীকাল থেকে পথে বাস নামাবেন না তাঁরা । আজ একথা জানিয়ে দিলেন জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়।

বাস মালিকদের সঙ্গে বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 6 হাজার বাসের জন্য তিন মাসের একটি আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন । কিন্তু বাস মালিক সংগঠনের বক্তব্য, আর্থিক প্যাকেজের মতো সাময়িক পদক্ষেপে কিছু হবে না ৷ একটা স্থায়ী বন্দোবস্ত করতে হবে ৷ তাই ভাড়া বাড়াতে হবে ৷ এই দাবিতেই বাস মালিক সংগঠনগুলি আর্থিক প্যাকেজ গ্রহণে অসমর্থ বলে জানিয়ে দিয়েছে।

এবিষয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক বলেন, "আগামীকাল থেকে আমাদের সংগঠনের একটি বাস-মিনিবাসও পথে নামবে না। এভাবে আমরা আর বাস চালাতে পারছি না। তাই এই সিদ্ধান্ত নিতে হয়েছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মাত্র 6 হাজার বাসকে এই প্যাকেজের আওতায় আনা হবে । জেলা ও শহর মিলিয়ে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেটের অধীনেই রয়েছে প্রায় 45 হাজার বাস-মিনিবাস। আগেও জানিয়েছি, আমরা সবাই একই পরিবারের সদস্য ৷ তাই সেই পরিবারের কেউ সাহায্য পেলেন আর কেউ পেলেন না সেটা তো হতে পারে না । তাই এই সিদ্ধান্ত ৷ আমরা প্যাকেজ যেমন নিতে পারলাম না তেমনই এভাবে নিজেদের পকেট থেকে খরচ মিটিয়ে আর বাস চালানো সম্ভব নয়।"

আগামীকাল পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী বেসরকারি বাস মালিকদের সঙ্গে বৈঠকে করবেন ৷ সেই বৈঠকে জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট ডাক পায়নি ৷ আজ একথা জানান জানান তপন বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ভাড়া বিবেচনা নিয়ে এক্সপার্ট কমিটির বিষয়ে তপনবাবু বলেন, "এক্সপার্ট কমিটিকে আমরা সমস্ত হিসেব-নিকেশ জমা দিয়েছিলাম । আমাদের সঙ্গে দফায় দফায় বৈঠক হয় । তবে চূড়ান্তভাবে এখনও কিছু জানা যায়নি।"

বাকি সংগঠনগুলি জানিয়েছে, আজ নিজেদের মধ্যে আলোচনা করে পরে তাঁদের পদক্ষেপের বিষয়ে জানাবেন ৷

লকডাউন শিথিল হওয়ার পর থেকেই বেসরকারি বাস ও মিনিবাসের ক্ষেত্রে ভাড়া বাড়ানো নিয়ে রাজ্য প্রশাসন ও মালিকদের মধ্যে টানাপোড়েন চলেছে । তারপর মালিকদের আর্জিতে তৈরি হয় এক্সপার্ট কমিটি । কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি।

Last Updated : Jun 28, 2020, 9:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.